কোনারকের সূর্য মন্দির থেকে দিল্লির লাল কেল্লা, জানেন কোন কোন স্থাপত্য রয়েছে ভারতীয় নোটে?

Indian Currency : নোট বাতিলের পর বাজারে আসে একগুচ্ছ নতুন নোট, জানেন এইসব নতুন নোটে কোন কোন বিশেষ ঐতিহ্যের ছবি রয়েছে?

২০১৬ সাল। রাতারাতি প্রধানমন্ত্রী ঘোষণা করলেন সমস্ত পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোটের ওপর নিষেধাজ্ঞা জারির কথা। বাজেয়াপ্ত করা হল সমষ্টি পুরনো নোট। এই নোট বন্দিকে ঘিরে ভারতের চলতি অর্থনীতিতে বেশ কিছু বদল আসে। পুরনো নোট বাতিলের পাশাপাশি বাজারে আসে একগুচ্ছ নয়া নোটও। আর এই প্রতিটি নতুন নোটের ক্ষেত্রেই ছবি, অবয়ব, গঠন থেকে শুরু করে রং ইত্যাদি সব ক্ষেত্রেই বদল আসে। ১০০০ টাকার নোটের ধারণা একেবারেই বিলুপ্ত হয়, সেই জায়গায় আসে নতুন ২০০০ টাকার নোট। ৫০০ টাকার পুরনো নোটও একেবারে অচল বলে গণ্য করা হয়।

অন্যদিকে এই নতুন ৫০০ এবং ২০০০ টাকার নোট ছাড়াও বাজারে আনা হয়, দশ, কুড়ি, পঞ্চাশ, একশো এবং দুশো টাকার নোট। পুরনো নোট গুলি অবশ্য বাতিল করা হয় না রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে। তবে বাজারে ক্রমেই আধিপত্য গড়ে তুলতে শুরু করে নতুন মডেলের নোটগুলি। এই প্রতিটি নতুন মডেলের নোটের ক্ষেত্রেই ছবিতে ব্যবহার করা হয় ভারতেরই বিখ্যাত কিছু ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন স্মৃতিসৌধের ছবি। জানেন কি কোন নোটের ছবিতে কোন স্থাপত্যের উল্লেখ মেলে?

আরও পড়ুন - চেক তো লেখেন হামেশাই, জানেন টাকার অঙ্ক লেখার পর ‘Only’ লেখা হয় কেন?

প্রসঙ্গত জেনে রাখা দরকার, ভারতীয় নোটগুলি কেবলমাত্র একটা কাগজের টুকরো নয় যা আর্থিক মূল্য ধারণ করে, পাশাপশি এই নোটগুলি হয়ে ওঠে একটি দেশের সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ঐতিহ্যের ধারক এবং বাহকও। এই বিষয়টি বিশেষ করে সত্য ভারতীয় নোটের ক্ষেত্রে। এ দেশের সমৃদ্ধ ইতিহাস থেকে আইকনিক ল্যান্ডমার্ক এবং কাঠামোর ছবি দেখা যায় নোটগুলোতে। সম্প্রতি, একটি টুইটারে ভারতীয় মুদ্রার নোটে মুদ্রিত এইসব বিখ্যাত ঐতিহাসিক স্থানগুলির কিছু অন্বেষণ সামনে এসেছে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সেই পোস্টটিও।

ওড়িশার কোনারক মন্দির থেকে শুরু করে কর্ণাটকের হাম্পি স্টোন রথ, ভারতীয় নোটের অবয়বে ধরা পড়েছে বিখ্যাত সব স্থাপত্য। এই তালিকায় রয়েছে মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ এবং দিল্লির বিখ্যাত লাল কেল্লাও। আসুন জেনে নেওয়া যাক কোন নোটে কীসের ছবি প্রতিদিন হাত ঘুরছে আমার, আপনার, সকলের।

১. ওড়িশার কোনারক সূর্য মন্দির, তেড়শ শতাব্দীর একটি বিখ্যাত মন্দির যা হিন্দু সূর্য দেবতা সূর্যকে উৎসর্গ করে গঠিত হয়েছিল। নতুন দশ টাকার নোটে চিহ্নিত করা হয়েছে এই স্মৃতিস্তম্ভটি।

২. ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য গুহা মন্দিরগুলির মধ্যে একটি হল ইলোরার কৈলাস মন্দির, যা তার স্থাপত্যের মহিমা এবং সাংস্কৃতিক তাৎপর্যের জন্য শুধু এদেশে নয়, বিদেশেও সুপরিচিত। এর ছবিটি রয়েছে নতুন কুড়ি টাকার ভারতীয় মুদ্রার নোটে।

৩. ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হল হাম্পি স্টোন রথ। কারণ এটি একটিমাত্র একক পাথরে খোদাই করা হয়েছে। এই বিশেষ ল্যান্ডমার্কটির ছবি ব্যবহার করা হয়েছে নতুন পঞ্চাশ টাকার নোটে।

৪. রানি কি ভাভ, গুজরাটে অবস্থিত একটি বিশেষ স্থাপত্য এবং দেশের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির মধ্যে অন্যতম। নতুন একশো টাকার নোটে চিত্রিত করা হয়েছে স্মৃতিস্তম্ভটি।

৫. দুশো টাকার নোটে ফুটিয়ে তোলা হয়েছে ভারতের বিখ্যাত সাঁচি স্তূপের ছবি। এটি মধ্যপ্রদেশের সাঁচিতে অবস্থিত এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দ্বারা স্বীকৃত বিশেষ স্থাপত্য।

৬. আইকনিক লাল কেল্লা, বা নয়া দিল্লির লাল কিলা, ভারতের এই বিশিষ্ট ঐতিহাসিক স্থানটির ছবি রাখা হয়েছে নতুন পাঁচশো টাকার নোটে।

৭. নতুন ২০০০ টাকার নোটের ক্ষেত্রে রয়েছে একটি বিশেষ অভিনবত্ব। কোনও বিশেষ স্থাপত্য বা স্মৃতিসৌধ নয় এতে রাখা হয়েছে ভারতের প্রথম সফল মঙ্গলযানের ছবি, যা আজও গর্বিত করে দেশকে।

More Articles