আস্ত রাজপ্রাসাদ! ভাড়া ২০ লক্ষ! ভারতের সবচেয়ে দামী ট্রেনের অন্দর যেমন

Most expensive train in India : ২০ লক্ষ টাকা পর্যন্ত মাথাপিছু ভাড়া! জানেন ভারতের সবচেয়ে ব্যয়বহুল ট্রেন কোনটি?

‘কু ঝিক ঝিক’ শব্দটার সঙ্গে শৈশবের আলাপ হয় শিশুপাঠ্য সমস্ত ছড়ার হাত ধরেই। তারপর আসে কাশবন আর রেল দেখতে যাওয়ার সেই সনাতন দৌড়! চলমান এক বিস্ময় আস্তে আস্তে শিশুটির বেড়ে ওঠার সঙ্গে এমন জুড়ে যায়, তাপর কবে সে নিজেই চলমানতার নিত্যযাত্রী হয়ে ওঠে। বর্তমান সময়ে অনেকেই হয়তো প্লেনে যাতায়াত করায় অভ্যস্ত হয়ে পড়ছেন ঠিকই তবে ট্রেনের বিকল্প হিসেবে আজও সংজ্ঞায়িত করা যায় না কিছুকেই। নিত্য যাতায়াত থেকে শুরু করে দূরে কথাও ভ্রমণ, ট্রেনে চড়া রোজকার জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কলকাতা এবং পার্শ্ববতী জেলায় সারাদিন ধরে চলে লোকাল ট্রেন। অন্যান্য জায়গায় চলে প্যাসেঞ্জার ট্রেন। আর দূরে কোথাও ভ্রমণের পথের জন্য রয়েছে এক্সপ্রেস। তবে একটা জিনিস কি লক্ষ্য করে দেখেছেন কখনও, এই প্রতিটি ট্রেনের ধরন কিন্তু একে অপরের থেকে আলাদা। শুধু বৈশিষ্ট্যগত পার্থক্যই নয়, এর বাহ্যিক গঠনেও দেখা যায় তফাৎ। যার জেরে দূর চোখে দেখেই আঁচ করা যায় আসলে কোনটি কোন ট্রেন।

কোথাও রঙের তফাৎ কোথাও আবার দূরত্ব অথবা সুযোগ সুবিধার তফাৎ। ভারতীয় রেল যেন চলমান এক ঐতিহ্য। সময়ের সঙ্গে সাযুজ্য রেখে ভারতীয় রেল কর্তৃপক্ষও খানিক ট্রেন্ডি হয়ে উঠেছে। টিকিট ব্যবস্থা থেকে শুরু করে যাত্রী সফরের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়েই এসেছে নয়া পরিবর্তন। অফলাইন দুনিয়ার একাধিপত্য কেড়ে নিয়েছে অনলাইন মাধ্যম। আজকাল রেল সংক্রান্ত সব নথিই পাওয়া যায় ঘরে বসেই। শুধু তাই নয়, মোবাইলের নিশানায় ট্রেনের মধ্যে প্রয়োজনীয় সমস্ত কিছুই চলে আসতে পারে হাতের কাছে। কিন্তু এহেন ভারতীয় রেল নিয়েও রয়েছে এমন কিছু বিষয় যা আজও অবাক করে।

Most expensive train in India maharaja express

দিনদিন ট্রেনে যাতায়াত আরও বিলাসবহুল করে তুলতে একের পর এক নয়া ব্যবস্থা আনা হচ্ছে। রয়েছে এসি কামরা, ট্রেনের মধ্যেই আলাদা ঘরের ব্যবস্থা, পৃথক বাথরুম থেকে শুরু করে এলাহী খাবার দাবারের আয়োজন। আর এইসবের ওপর ভিত্তি করেই টিকিটের মূল্য নির্ধারণ করা হয়। কিন্তু জানেন কি এই ভারতেই রয়েছে এমন একটি বিশেষ ট্রেন যারা টিকিটের মূল্য সর্বাধিক মাথাপিছু ২০ লক্ষ টাকা! শুনে আঁতকে উঠলেও এটাই সত্যি, ভারতেই রয়েছে এমন রাজকীয় ট্রেন।

আরও পড়ুন - ভারতের ম্যাপেই নাম রয়েছে এই স্টেশনের, অথচ যেতে গেলে লাগে পাসপোর্ট ভিসা! জানেন কোথায়?

নাম মহারাজা এক্সপ্রেস। নামের মধ্যেই রয়েছে রাজকীয় রেশ। এমনকী এই ট্রেনের ভিতরে পা রাখলে মনে হবে সাক্ষাৎ কোনও মহলে প্রবেশ করছেন। ডাইনিং রুম থেকে শুরু করে বেডরুম অথবা বাথরুম সবেতেই রয়েছে বিলাসবহুল হাবভাব। পাশাপাশি রয়েছে লাক্সারি বিশ্রামাগার এবং রেস্তোরাঁও। এই ট্রেনে ময়ূর মহল এবং রংমহল নামে দুটি অত্যাধুনিক রেস্তোরা রয়েছে যেখানে বসে যাত্রীরা জলখাবার থেকে শুরু করে রাতের খাবার সমস্তই উপভোগ করতে পারেন। রেস্তোরার খাবারেও রয়েছে, বিলাসবহুল চমক। ভারতের বিভিন্ন অঞ্চলের রাজকীয় সব খানা পরিবেশন করা হয় এখানে। সারা ভারতে বর্তমানে এটি সবথেকে দামী ট্রেন। ৫ লক্ষ টাকা থেকে শুরু করে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত বিভিন্ন ক্লাসের আলাদা আলাদা টিকিটের ব্যবস্থা রয়েছে এই ট্রেনে।

Most expensive train in India maharaja express

শুধু বিলাসবহুল চেহারা এবং দামি ট্রেনের তকমাই নয় পাশাপাশি বেশ কিছু জাতীয় পুরস্কারের সম্ভারও রয়েছে মহারাজা এক্সপ্রেস-এর ঝুলিতে। উত্তর থেকে দক্ষিণ, মধ্য থেকে পশ্চিম ভারত জুড়ে মোট চারটি ভিন্ন রুটে চালু হয়েছে এই বিলাসবহুল মহারাজা এক্সপ্রেসের নানা ট্যুর প্যাকেজ। “দ্য ইন্ডিয়ান স্পেল্ডার”, “দ্য হেরিটেজ অব ইন্ডিয়া” ও “ট্রেজার অব ইন্ডিয়া” নামে এই ট্যুর প্যাকেজগুলি চালু করা হয়েছে ইতিমধ্যেই। তিন রাত্রি-চার দিন থেকে ছয় রাত্রি-সাতদিন- বিভিন্ন সময়সীমার এই প্যাকেজ রয়েছে। যাত্রীদের পছন্দমতো কেবিন, স্যুটেরও ব্যবস্থা রয়েছে এতে। ফলে এক কথায় সবমিলিয়ে এ ট্রেন যেন আস্ত একটা রাজপ্রাসাদ। আর সেই সূত্রেই ট্রেনের এমন নামকরণ।

More Articles