একটিই মাত্র রেল স্টেশন রয়েছে ভারতের এই রাজ্যে, অবাক করবে যে সত্যি

Indian Railways : শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে আমাদের দেশের এই রাজ্যে একটিই মাত্র রেল স্টেশন রয়েছে, জানেন কোন রাজ্যের কথা বলা হচ্ছে?

রেলপথ, নিত্যদিনের যোগাযোগ ব্যবস্থায় বিশ্বস্ত সঙ্গী। বর্তমানের অবশ্য ছবিটা খানিক বদলেছে। যাতায়াত ব্যবস্থাতেও এসেছে অদলবদল। আজকাল অনেকেই হয়তো প্লেনে যাতায়াত করায় অভ্যস্ত হয়ে পড়ছেন ঠিকই তবে ট্রেনের বিকল্প হিসেবে আজও সংজ্ঞায়িত করা যায় না কিছুতেই। মুহূর্তের মধ্যে দূরপাল্লার ট্রেনের টিকিট ফুরিয়ে যাওয়ার হিসেব দেখলে সে কথা ভালোই আঁচ করা যায়। ভারতীয় রেল মানেই আস্ত একটা যুগের অবয়ব। ওই লোহার চাকার ঘর্ষণে যে কত শত ইতিহাস জমা আছে, তার হিসেব কষা নেহাতই ছেলেমানুষী। রেলপথের আবিস্কারের হাত ধরে বদলে গিয়েছিল গোটা সমাজটা। বিবর্তনের ইতিহাসে তাই ভারতীয় রেলের জায়গাটা চিরকালই বেশ পাকা।

‘কু ঝিক ঝিক’ শব্দটার সঙ্গে শৈশবের আলাপ হয় শিশুপাঠ্যর সমস্ত ছড়ার হাত ধরেই। তারপর আসে কাশবন আর রেল দেখতে যাওয়ার সেই সনাতন দৌড়! চলমান এক বিস্ময় আস্তে আস্তে শিশুটির বেড়ে ওঠার সঙ্গে এমন জুড়ে যায়, তারপর কবে সে নিজেই চলমানতার নিত্যযাত্রী হয়ে ওঠে। নিত্য যাতায়াত থেকে শুরু করে দূরে কথাও ভ্রমণ, ট্রেনে চড়া রোজকার জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কলকাতা এবং পার্শ্ববতী জেলায় সারাদিন ধরে চলে লোকাল ট্রেন। অন্যান্য জায়গায় চলে প্যাসেঞ্জার ট্রেন। আর দূরে কোথাও ভ্রমণের পথের জন্য রয়েছে এক্সপ্রেস।

আরও পড়ুন - Indian Rail Pod Hotel| রেল স্টেশনেই এবার শান্তির ঘুম! অভিনব উপহার ভারতীয় রেলের

প্রসঙ্গত জেনে রাখা দরকার, ভারতের মতো জনবহুল দেশে রেলপথই হল সুলভ ও সহজতম পরিবহন মাধ্যম। মাঝে করোনা পরিস্থিতিতে ট্রেন চলাচল বন্ধ থাকায় কার্যত থমকে গিয়েছিল দেশের যোগাযোগ ব্যবস্থা। শুধু তাই নয়, এর প্রভাব পড়েছিল দেশের অর্থনীতিতেও। তারপর আবার পরিস্থিতির বদল হওয়ায় চালু হয় ট্রেন। পাশাপাশি এ কথাও জেনে রাখা দরকার, ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল যোগাযোগ ব্যবস্থা। আমাদের দেশে মোট ৭,৩৪৯টি রেল স্টেশন রয়েছে। এটি মধ্যে একাধিক স্টেশন কে ঘিরে রয়েছে নানান সব মজাদার ইতিহাসও। আর এই ইতিহাস ঘাঁটতে গিয়েই মেলে এক অবাক করা সত্যি। জানেন কি বাড়িতেই রয়েছে এমন একটি রাজ্য যেখানে মাত্র একটাই রেলস্টেশন রয়েছে।

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে আমাদের দেশের এই রাজ্যে একটিই মাত্র রেল স্টেশন রয়েছে।ফলে সেখানকার যাত্রীদেরও যাতায়াত করতে নানান অসুবিধার সম্মুখীন হতে হয়। সেই একটি স্টেশনের মাধ্যমেই সেখানে যাত্রী ও পণ্যবাহী মাল একত্রেই যাতায়াত করানো হয়। ফলে চাপ পড়ে ওই স্টেশনটির ওপর। কথা হচ্ছে, উত্তর পূর্ব ভারতের মিজোরাম রাজ্যটিকে নিয়ে।

এই রাজ্যে রয়েছে মাত্র একটি রেলওয়ে স্টেশন। মিজোরামের এই একটিমাত্র রেল স্টেশন জুড়ে রয়েছে সমগ্র ভারতের সঙ্গে। এই রাজ্যের একটিমাত্র স্টেশনটির নাম হল বৈরবী রেলওয়ে স্টেশন। বৈরবী রেল স্টেশনের অফিসিয়াল কোড হল BHRP। মিজোরাম রাজ্যের সকল অধিবাসীরা এই স্টেশনের মাধ্যমেই নিজেদের পণ্য পরিবহন এবং যাতায়াতের সমস্ত কাজ মেটান। চারটি রেললাইন এবং তিনটি রেলওয়ে প্লাটফর্ম রয়েছে এই স্টেশনে।মিজোরাম রাজ্যে একটি মাত্র স্টেশন হওয়া সত্ত্বেও যথেষ্ট আধুনিকতার অভাব লক্ষ্য করা যায় এই স্টেশনের অবয়বে। রেল কর্তৃপক্ষ সূত্রে খবর যেহেতু মিজোরাম রাজ্যটি ঘন জঙ্গলে ঘেরা, তাই নতুন করে কোনও রেলওয়ে ট্র্যাক স্থাপন করা এখানে প্রায় অসম্ভব তাই একটি মাত্র রেল স্টেশনেই সন্তুষ্ট থাকতে হচ্ছে এখানকার বাসিন্দাদের।

More Articles