প্রতিবাদীদের মা-বোনের বিকৃত ছবি দেওয়ালে টাঙানোর হুমকি দিচ্ছেন খোদ তৃণমূল নেতা!
RG Kar TMC: স্কুল কলেজের যে ছেলেমেয়েরা প্রতিবাদ করতে এগিয়ে যাচ্ছেন তাঁদের উদ্দেশ্যেও একই হুমকি দিয়েছেন এই নেতা।
একটি কুৎসার বদলা আরেক কুৎসা। একটি ধর্ষণের বদলা আরেকটি ধর্ষণের হুমকি। পশ্চিমবঙ্গের প্রশাসনের গড়িমসির বিরুদ্ধে, বিচার চেয়ে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছেন। আরজি করে ধর্ষণ ও হত্যাকাণ্ডের পাশাপাশি চরম দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিদের আড়াল করার অভিযোগও উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে কুৎসাও হয়েছে কিছু। সেই কুৎসার প্রতিবাদ করতে গিয়ে পাল্টা ধর্ষণের, হেনস্থার বাণী শোনাচ্ছেন আরেক তৃণমূল নেতা! প্রকাশ্যে মঞ্চে আন্দোলনকারীদের মা-বোন নিয়ে কুকথা বলছেন তিনি।
অশোকনগর ১২ নং ওয়ার্ডের পৌরপ্রতিনিধি অতীশ সরকার এক প্রকাশ্য জনসভা থেকে বলেছেন, আরজি কর কাণ্ডে বিচার চেয়ে যে প্রতিবাদীর রাস্তায় নামছেন তাঁদের মা-বোনের বিকৃত ছবি দেওয়ালে টাঙিয়ে দেবেন তিনি। আর শত চেষ্টা করেও ওই সমস্ত ছবি দেওয়াল থেকে খোলা যাবে না। হুমকি দিয়েছেন, তৃণমূল যদি পাল্টা 'ফোঁস' করে তাহলে এই প্রতিবাদকারীদের বাড়ি থেকে বেরোনোই দুষ্কর হয়ে যাবে। অতীশ যখন এই বাণী প্রচার করছেন সগর্বে, মঞ্চে তখন বসে আছেন, তারই দলের কর্মী বহু মহিলা। সম্মানের অনন্য নজির তৈরি করছেন শাসকদলের এই নেতা!
আরও পড়ুন- প্রতি ৩ জনে ১ জন ডাক্তারই অনিরাপদ! হাসপাতালের ভয়াবহ পরিস্থিতি ফাঁস সমীক্ষায়
একটি ভিডিওতে শোনা গেছে, অতীশ সরকার মুখ্যমন্ত্রীকে নিয়ে কুৎসার নেপথ্যে বামফ্রন্টকেই দায়ী করছেন। অতীশের অভিযোগ, “সিপিএমকে বলছি এই রাতের চেয়ে অন্ধকার পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে গালাগালি করছেন। বিভিন্নভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জনগণমন নেত্রীকে আপনারা ফেসবুকে প্রতিদিন অশ্রাব্য ভাষায় গালাগালি করছেন।" তৃণমূলের এই নেতা তারপর আন্দোলনকারীদের বুঝিয়ে দিতে চেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 'একটু তো ফোঁস করবেই'। কিন্তু তাঁদের মতো তৃণমূল কর্মীরা যদি ফোঁস করে ওঠেন তাহলে বিক্ষোভকারীদের বেঁচে থাকাই দুষ্কর হয়ে যাবে।
আরও পড়ুন- ২০ দিন পর প্রথম মুখ খুললেন রাষ্ট্রপতি! আরজি কর প্রসঙ্গে কী বলছেন দ্রৌপদী মুর্মু?
প্রতিবাদকারীদের উদ্দেশ্যে অতীশ ফোঁস করে হুমকি দিয়েছেন, "আগামিকাল গিয়ে যদি আপনার মা আর বোনকে নিয়ে কুৎসা সাজিয়ে দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসি, ওই পোস্টার আপনি চাইলেও খুলতে পারবেন না। সকালবেলা উঠে দেখবেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে ব্যক্তি কুৎসা করছেন, গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার বাড়ির মা বোনের বিকৃত ছবি করে দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসব! সাবধান হয়ে যান। তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি পাড়ায় পাড়ায় সন্ধে সকালবেলায় ফোঁস করি পারবেন তো বাড়ি থেকে বেরোতে?” স্কুল কলেজের যে ছেলেমেয়েরা প্রতিবাদ করতে এগিয়ে যাচ্ছেন তাঁদের উদ্দেশ্যেও একই হুমকি দিয়েছেন এই নেতা।
প্রশ্ন উঠছে, শাসকদলে থেকেও একজন নেতা এইভাবে হুমকি দিতে পারেন? তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিছুদিন আগে আরজি কর কাণ্ডের বিচার চেয়ে পথে নেমেছিলেন। তিনি মহিলাদের সুরক্ষার কথা, সম্মানের কথা বলছেন। অথচ তাঁর দলেরই এক নেতা প্রকশ্য মঞ্চে মা-বোন উল্লেখ করে নোংরা কথা গর্ব করে বলছেন। এই ব্যক্তির বিরুদ্ধে কেন শাসক দল ব্যবস্থা নিচ্ছে না? একদিকে মুখ্যমন্ত্রী বিচার চাইছেন, অন্যদিকে তাঁরই দলের নেতা মহিলাদের উদ্দেশ্যে যৌন হেনস্থার হুমকি দিচ্ছেন! তৃণমূল কি এই আচরণ সমর্থন করছে তাহলে? যে পুলিশ এত তৎপর হয়ে 'পুলিশের মেয়েও হচ্ছে বড়' স্লোগানের মধ্যে ধর্ষণের হুমকি খুঁজে পায়, সেই পুলিশ এই নেতার বক্তব্যকে অমৃতবাণী মনে করছে কেন? প্রশ্ন জাগা তো স্বাভাবিক।