২৯ টাকা দিন, হাতে হাতে নিয়ে যান ৪ লাখ; যাঁদের জন্য কল্পতরু LIC
LIC Game-Changing Scheme: নতুন এই বিমা প্রকল্পের আওতায় গ্রাহক দেবেন মাত্র ২৯ টাকা। বদলে নিয়ে যাবে ৪ লক্ষ টাকা। শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি।
বিমার নাম শুনলেই অনেকে ভয় পেয়ে যান। বিমা মানেই মাসে মাসে গুনতে থাকা প্রিমিয়াম, হাজার ঝামেলা। কিন্তু যে টাকায় আমরা মোমো কিনে খাই, সেই টাকায় প্রিমিয়াম দিয়েই করা যেতে পারে দুর্দান্ত বিমা। হ্যাঁ, তেমনই একটি সুবিধা এনেছে লাইফ ইনসুয়োরেন্স কর্পোরেশন (LIC)। নতুন এই প্রকল্পের নাম রাখা হয়েছে এলআইসি আধার শিলা যোজনা। অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মহিলা গ্রাহকদের কথা ভেবেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
ঝুঁকি কম, সুবিধা বেশি। এতদিন ধরে এমন একাধিক প্রকল্প এনে মানুষের বিশ্বাস অর্জন করেছে জীবনবিমা কর্পোরেশন। এবার সেই তালিকাতেই নতুন সংযোজন এলআইসি আধার শিলা যোজনা। কী সুবিধা পাওয়া যাবে নতুন এই বিমা প্রকল্পের আওতায়।
নতুন এই বিমা প্রকল্পের আওতায় গ্রাহক দেবেন মাত্র ২৯ টাকা। বদলে নিয়ে যাবে ৪ লক্ষ টাকা। শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি। এমনই আশ্চর্য প্রকল্প নিয়ে হাজির হয়েছে এলআইসি। যা পাবেন শুধুমাত্র মেয়েরাই।
আরও পড়ুন: LIC: ২১ টাকা বিনিয়োগে রিটার্ন ২ লক্ষ, নিম্নবিত্তকে আশা দেখাবে এলআইসি-র এই প্রকল্প
ধরা যাক, ৩০ বছর বয়সী এক মহিলা ওই প্রকল্পের আওতায় প্রতিদিন ২৯ টাকা করে জমা দিচ্ছেন। সেই হিসেবে প্রথম বছরের শেষে তাঁর মোট জমা দাঁড়াচ্ছে ১০,৯৫৯ টাকা, যার উপর ৪.৫ শতাংশ হারে সুদ পাবেন ব্যক্তি। এর পরের বছরগুলিতে তাঁর বাৎসরিক জমা হবে ১০,৭২৩ টাকা করে। ১০ থেকে ২০ বছরের মেয়াদে এই বিমাটি করাতে পারেন যে কেউ। নির্দিষ্ট সময় পরে সেই ২৯ টাকার বদলে এলআইসি গ্রাহকের হাতে তুলে দেবে ৪ লক্ষ টাকা। এর মধ্যে যদি বিমাকারীর কোনও রকম অঘটন বা মৃত্যু হয়, সেক্ষেত্রে নমিনি মূল জমা টাকার ১১০ শতাংশ কিংবা এক বছরের প্রিমিয়ামের দশ গুণ টাকা পেয়ে যাবেন। ফলে আপনার টাকা যে এলআইসি-র কাছে সুরক্ষিত থাকবেই, সে নিয়ে নিশ্চিত থাকতে পারেন।
এমনকী ওই বিমা থেকে চাইলে ধার হিসেবে টাকাও তুলতে পারবেন গ্রাহক। তবে তা করা যাবে নির্দিষ্ট একটি সময়ের পরেও। আর্থিক বা সঞ্চয়ে যারা অপটু, তাঁদের জন্য কিন্তু দুর্দান্ত একটি সুযোগ এনেছে এলআইসি। যেখানে একই সঙ্গে যেমন বিমার সুবিধা পাচ্ছেন, তেমনই পাচ্ছেন সঞ্চয়ের সুবিধাও। তার সঙ্গে প্রয়োজনে লোনও নিতে পারবেন তিনি।
আজকের দিনে তিরিশ টাকায় কী বা হয়। হাত ঘোরাতে না ঘোরাতে খরচ হয়ে যায় তিরিশটি টাকা। কিন্তু সেই ন্যূনতম তিরিশ টাকাই যে আপনাকে অর্থনৈতিক দিশা দেখাতে পারে, তা কি ভেবেছেন কখনও। তবে এবার তেমনই এক দুর্ধর্ষ ব্যবস্থা নিয়ে হাজির হয়েছে এলআইসি।
তবে এই আধার শিলা যোজনার কিন্তু বেশ কয়েকটি সীমাবদ্ধতাও রয়েছে। এলআইসির তরফে জানানো রয়েছে, বেশ কয়েকটি শর্ত রয়েছে এই প্রকল্পে সঞ্চয়ের। এই প্রকল্পের আওতায় বিমাকারী ৩ লক্ষ টাকা পর্যন্ত নিশ্চিত ফেরত পাবেন। এবং এই সুবিধা নিতে পারবেন শুধুমাত্র মহিলারা। সেক্ষেত্রে তাঁদের কিন্তু বৈধ আধারকার্ড থাকতেই হবে। সে কারণেই এই প্রকল্পের নাম আধার শিলা যোজনা। এখানেই শেষ নয়। বয়সের ক্ষেত্রেও বেশ কয়েকটি শর্ত রেখেছে এলআইসি। ৮ থেকে ৫৫ বছর বয়সী যে কোনও মহিলা এই বিমা করতে পারবেন। এই প্রকল্পটি ম্যাচিওর করার সময়ে গ্রাহকের বয়স ৭০ বছরের কম হতেই হবে। নাহলে এই বিমাটি ধার্য হবে না। দশ থেকে কুড়ি বছরের মেয়াদে টাকা রাখতে পারবেন গ্রাহকেরা। তবে প্রত্যেকের বৈধ আধারকার্ড থাকাটা কিন্তু এই প্রকল্পের জন্য ভীষণ জরুরি। এই প্রকল্পের আওতায় মোটামুটি ৭৫,০০০ টাকা থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত অর্থলগ্নি করতে পারবেন গ্রাহকেরা। প্রিমিয়াম গ্রাহক সুবিধামত মাসিক, ষান্মাসিক বা বছরের হিসেবে দিতে পারবেন।
আরও পড়ুন: বয়স ৯২ ছুঁইছুঁই, LIC এজেন্ট থেকে কীভাবে ভারতের বয়স্কতম ধনকুবের হয়ে উঠলেন এই ব্যক্তি?
মূলত মেয়েদের কথা ভেবেই এই প্রকল্পটি এনেছে এলআইসি কর্তৃপক্ষ। যাতে অর্থনৈতিক ভাবে সাবলম্বী হতে পারেন মেয়েরা। ৮ থেকে ৫৫ বছর বয়সী লগ্নিকারীদের আর্থিক সুরক্ষা দিতেই এই পরিকল্পনা। এতে অর্থনৈতিক বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকবে বলেই আশা করছে এলআইসি।