WBCS ইতিহাস পত্র || কী পড়বেন, কীভাবে পড়বেন?

WBCS History Notes: ইতিহাসকে রপ্ত করতে পারলেই বাজিমাত! এই অংশটুকু থেকে কী কী বিষয় পড়তে হবে এবং কোন তথ্য গুলির উপর অধিক গুরুত্ব দিতে হবে?

পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিস পরীক্ষার ক্ষেত্রে ইতিহাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পরীক্ষার্থীরা সকলেই জানেন ইতিহাসকে রপ্ত করতে পারলেই বাজিমাত! তবে ইতিহাসের মধ্যেও বেশ কিছু ভাগ রয়েছে। প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগ। দেখে নেওয়া যাক এই অংশটুকু থেকে কী কী বিষয় পড়তে হবে এবং কোন তথ্য গুলির উপর অধিক গুরুত্ব দিতে হবে। প্রাচীন ভারতের ইতিহাস প্রস্তর যুগ প্রস্তর যুগের সময়সীমা কত? কেন এটিকে প্রস্তর যুগ নাম দেওয়া হয়েছে, কয়টি ভাগ রয়েছে ও কী কী? ১. প্রাচীন প্রস্তর যুগ প্রাচীন প্রস্তর যুগ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? প্রাচীন প্রস্তর যুগের মানুষ কী ব্যবহার করত? প্রথম কোন ধরনের পাথর দিয়ে তারা অস্ত্র বানানো শুরু করে? তাদের জীবনধারণের মূল উৎসগুলি কী কী? যিশুখ্রিস্টের জন্মের ৯০০০ বছর আগে পর্যন্ত প্রাচীন প্রস্তর যুগের বিভিন্ন প্রকার উত্থান পতন। কী কী গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল এই যুগের? অস্ত্র তৈরির ধরন, আবহাওয়া ইত্যাদির উপর ভিত্তি করে প্রাচীন প্রস্তর যুগকে যে তিনটি ভাগে ভাগ করা হয়েছে সেগুলি কী? এছাড়াও অতীতে যে অঞ্চলগুলিতে বা রাজ্যগুলিতে প্রাচীন প্রস্তর যুগ বিস্তৃত ছিল সেগুলি বর্তমানে কোন…

Continue Reading

Support quality writing

Encourge writers

Access on any device

Rental includes 30 days of reading from the date of purchase
Already a member of Inscript.me family? Login Already a member of Inscript.me family? Login

More Articles