WBCS ইতিহাস জেনারেল পেপার: প্রাচীন ভারতের ইতিহাস ও মেহেরগড় সভ্যতা
WBCS History Mehrgarh: প্রথমে এই মেহেরগড় এলাকাটি ছিল শিকারি ও ভ্রাম্যমান পশুপালকদের অস্থায়ী আবাসস্থল। পরবর্তীকালে এখানে অস্থায়ী আবাস গড়ে ওঠে এবং কৃষিভিত্তিক জীবনচর্চার বিকাশ ঘটে।
ভারতীয় সভ্যতা অতি প্রাচীন। যিশুখ্রিস্টের জন্মের পাঁচ লক্ষ বছর আগেই ভারতে মানুষের বসবাস শুরু হয় এবং সভ্যতার উন্মেষ হতে শুরু করে। যদিও এই যুগের কোনও লিখিত বিবরণ পাওয়া যায় না তবুও মানুষের ব্যবহার করা যন্ত্রপাতি ও দ্রব্যাদির উপর ভিত্তি করে এই সময়ের ইতিহাস লেখা হয়েছে। তাই এই যুগকে প্রাগৈতিহাসিক যুগও বলা হয়। মানুষ এই যুগে পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত , তাই এই যুগ প্রস্তর যুগ নামেও পরিচিত। পাথরের হাতিয়ার ও তার আকৃতি দেখে প্রস্তর যুগকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এই ভাগগুলি হলো- ১. প্রাচীন প্রস্তর যুগ ২. মধ্য প্রস্তর যুগ ৩. নব্য প্রস্তর যুগ এই তিনটি ভাগ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক- ১. প্রাচীন প্রস্তর যুগ :- এই যুগের মানুষ পাথরের যেসব হাতিয়ার ব্যবহার করত তার আয়তন ছিল বিরাট এবং তাতে কোনও সৌন্দর্য ও মসৃণতা ছিল না। তারা একই হাতিয়ার দিয়ে মাংস কাটা, কাঠ কাটা ও শিকারের কাজ চালাত। এগুলিকেই 'হাত কুঠার' বলা হতো। ভারতের দু'টি অঞ্চলে এই যুগের প্রচুর নিদর্শন পাওয়া গেছে। প্রথমটি হলো পঞ্জাবের সোয়ান…

Whatsapp
Support quality writing
Encourge writers
Access on any device
