ভারতীয় টাকায় কেন গান্ধীর ছবি রাখা হল? অনেকেই জানেন না এই তথ্য
Indian Currency : লক্ষ্মী গণেশ নয় ভারতীয় নোটে রইল গান্ধীজির ছবিই
‘টাকা মাটি টাকা’, রামকৃষ্ণ দেবের এই কথাটিই যেন সার সত্যি। এমনকী বাংলার সেই বিখ্যাত গৌরী সেন, টাকার প্রয়োজন পড়লেই যিনি ছিলেন উদার হস্তু কিংবা ধর্মের মত মেনে অর্থের দেবী মা লক্ষ্মী এসব কিছুকে পিছনে ফেলে ভারতীয় টাকায় ছাপানো হল গান্ধীজির ছবি। শুধু তাই নয়, সম্প্রতি নতুন রঙের ভারতীয় নোট ছাপানো হয় যখন তখনও বদল করা হল না গান্ধীজির ছবি। কিন্তু কেন? কোন রহস্য লুকিয়ে এর নেপথ্যে?
ভারতীয় নোটে গান্ধীজির ছবি নিয়ে প্রায়ই বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। গান্ধীজির সঙ্গে নেতাজির চিরকালীন যে রাজনৈতিক বিবাদ সেই প্রসঙ্গও এড়ানো যায় না এই ক্ষেত্রে। অনেকেই দাবি করেন নেতাজির ছবির বিষয়ে। এখানেই শেষ নয়, ভারতীয় নয় নিয়ে রাজনৈতিক বিবাদ গড়ায় সাম্প্রতিক কালেও। গত বছর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ত্বকের ধর্মীয় প্রসঙ্গ। নোটে মহাত্মা গান্ধীর সঙ্গে গণেশ ও দেবী লক্ষ্মীর ছবি রাখার দাবি তোলেন তিনি। তাঁর বক্তব্য, এতে দেবতার কৃপায় দেশের অর্থনীতির হল ফিরবে। যদিও এই দাবিকে উড়িয়ে দিয়েছেন বিপক্ষরা। বরং হিন্দুত্ব কার্ড খেলছেন বলেই পাল্টা জবাব দিয়েছেন তাঁরা।
আরও পড়ুন - দেশ জুড়ে আবার নোট বাতিলের জল্পনা, কীভাবে হারাল ২০০০ টাকার নোট?
তবে ভারতীয় নোটের ছবি বিতর্কের ঘটনা এই প্রথম নয়। এর আগেও বিজেপির তরফে দাবি উঠেছিল নোটে দেবতার ছবি রাখার। কিন্তু রিজার্ভ ব্যাংকের তরফে সাফ জানানো হয় ছবি বদল সম্ভব নয়। এত বছরে নোট বদল হয়েছে বহুবার। গান্ধীজির ছবির আগেও ভারতীয় নোটে অশোক স্তম্ভ-এর ছবি ছিল। মহাত্মা গান্ধী প্রথবার ভারতীয় মুদ্রায় আবির্ভূত হন ১৯৬৯ সালে, তাঁর জন্ম শতবর্ষে। তারপর থেকে আর বদল হয়নি এই ছবির। নোট বন্দির পরও নোটের রং, কাগজের ধরন সব বদলালেও বদলায়নি এই ছবি।
তবে এত এত মহাপুরুষ থাকতে কেন গান্ধীজির ছবিই রাখা হল নোটে তা নিয়ে বিশেষ ব্যাখ্যা না থাকলেও ২০১৪ সালে তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি লোকসভায় ভাষণ দিতে গিয়ে বলেন, গান্ধীজির গ্রহণযোগ্যতার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জাতির জনকের ছবিকে গুরুত্ব দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবেই আরবিআই প্যানেলের ওপর বর্তায়। তাদের মতে, গান্ধীজির মতো উপস্থাপককেই মুখ করা সাজে।সমস্ত বিতর্কের উর্ধ্বে গিয়ে তাই জাতীর জনকেই ভরসা আপাতত।

Whatsapp
