সামান্য গাড়ির নম্বর প্লেটের দামই ১২২ কোটি টাকা! কী এমন বিশেষ জিনিস রয়েছে এতে?

World's Most Expensive Number Plate : কিন্তু সেই সামান্য পাতই যখন যখের ধনের সমান হয়! মাত্র একটি প্লেট, আর সেটির দামই নাকি কয়েক কোটি টাকা!

দু’চাকা হোক বা চার চাকা, পৃথিবীর যে কোনও দেশেই গাড়ির নম্বর প্লেট থাকা বাধ্যতামূলক। নম্বর প্লেট দেখেই চিনে নেওয়া যায় সেই গাড়ি ও তাঁর মালিকের পরিচয়। ভারতের মতো দেশেও একেকটি রাজ্যের জন্য নম্বর প্লেট আলাদা। সেইসঙ্গে থাকে বিশেষ বিশেষ কিছু প্লেটও। কিন্তু কতই বা খরচ তার! লাইসেন্স হয়ে গেলে নম্বর প্লেট লাগাতে পকেটে সেরকম টান পড়বে না। সামান্য একটি পাতের ওপর রং করে লেখা সেই নম্বরই সমস্ত কিছুর পরিচিতি। কিন্তু সেই সামান্য পাতই যখন যখের ধনের সমান হয়! মাত্র একটি প্লেট, আর সেটির দামই নাকি কয়েক কোটি টাকা!

শুনলে খানিক আজগুবি লাগারই কথা। রাস্তাঘাটে চলতে ফিরতে এমন ‘রাজকীয়’ নম্বর প্লেট তো চোখে পড়ে না আমাদের। কিন্তু কী এমন হল যে, একটা সামান্য নম্বর প্লেটই কোটির অঙ্ক ছাড়িয়ে গেল! কী এমন রয়েছে এতে? তার আগে বিশেষ একটা নিলামের কথায় আসা যাক। তার জন্য বেশ অনেকটা পথ পাড়ি দিতে হবে। সংযুক্ত আরব আমিরশাহীর আলো ঝলমলে শহর দুবাই। অনেকে কাজের সূত্রে, কেউ কেউ আবার স্রেফ ঘুরতেও এই শহরে চলে আসেন। এখানকার আনাচে কানাচে ছড়িয়ে আছে বিভিন্ন রকম জিনিস। যা কিনতে গেলে আমার আপনার মতো মধ্যবিত্তদের দশ বার ভাবতে হবে।

সেই দুবাইয়েই আয়োজন করা হয়েছিল এক বিশেষ নিলামের। রমজানের সময় জুমেইরাহ বিচের ধারে, মনোরম পরিবেশে এই নিলামের আয়োজন করা হয়। বেশ কয়েকটা কারণে এটি অন্যতম আকর্ষণীয়। এক, এখানে দুবাইয়ের ভিআইপি গাড়ির নম্বর প্লেটের নিলাম করা হয়। অর্থাৎ, এই নম্বর প্লেট লাগিয়ে গাড়িতে চড়লে দুবাইয়ে রাজার মতো ঘুরে বেড়াবেন। আর দ্বিতীয় কারণটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংযুক্ত আরব আমিরশাহীর প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন রশিদ আল মাখতুমের উদ্যোগে এই নিলাম শুরু হয়েছিল। যার প্রধান উদ্দেশ্যই হল, রমজানের মুহূর্তে দুঃস্থ, গরিব মানুষদের পেটের ভাতের জোগান দেওয়া। এই নিলাম থেকে যা উপার্জন করা হয়, পুরোটাই চলে যায় সেই সেবামূলক কাজে। রশিদ আল মাখতুমের গ্লোবাল ইনিশিয়েটিভই সমস্ত কিছুর মূল পরিকল্পনার জায়গা থাকে।

এই বছরও আয়োজিত হয়েছিল সেই ভিআইপি নম্বর প্লেটের নিলাম। একটা সময় পর একটি বিশেষ নম্বর পর্দায় ভেসে আসে। ‘P 7’। ব্যস, এটুকুই। আমাদের চিরাচরিত নম্বর প্লেটের থেকে খানিক আলাদাই বটে। নিলাম শুরু হওয়ার পর চড়চড়িয়ে বাড়তে থাকে দাম। শেষমেশ এক ব্যবসায়ী ৫৫ মিলিয়ন দিরহামে এই নম্বর প্লেটটি কিনে নেন। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ১২২ কোটি টাকার থেকে একটু বেশি।

ব্যস, সঙ্গে সঙ্গে ইন্টারনেট জগতে ভাইরাল হয়ে গেল এই খবর। সামান্য একটা নম্বর প্লেট ‘P 7’, তার দামই নাকি ১২২ কোটি টাকা! নেটিজেনদের বক্তব্য, এই দামে তো বিলাসবহুল, অত্যাধুনিক গাড়ির মডেলও চলে আসবে। বরং এই নম্বর প্লেটের থেকে কম দামই হবে সেটা। কিন্তু কে এত টাকা দিয়ে নিলামে জিতলেন? এখনও অবধি তাঁর নাম সামনে আসেনি। কিন্তু রেকর্ড বুকে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে ‘P 7’। পৃথিবীর সবচেয়ে দামি নম্বর প্লেট বলে কথা! তাকে এভাবে হেলাফেলা করা যায় নাকি!

More Articles