ইউক্রেন থেকে গাজা, এক্স থেকে নোবেল: বিশ্বদর্শনে ২০২৩
Year Ender 2023: কী কী ঘটল ২০২৩ সালে পৃথিবী জুড়ে। কোন কোন ঘটনায় মানুষ হিসেবে বিশ্ববাসীর মাথা হল আরেকটু উঁচু। কোন ঘটনায় মানবতা হল বিধ্বস্ত।
একটা করে বছর কালের গর্ভে হারিয়ে যায়। নতুন বছর আসে। কথায় বলে, 'Morning Shows the day', কিন্তু বিগত বছরের ঘটন-অঘটনের ঘনঘটা আসলে ঠিক করে দেয় কেমন যাবে আসন্ন বছরখানা। পুরনো বছরের গায়ে লেগে থাকে সাফল্যের উজ্জ্বল দাগ, যুদ্ধ ও ধ্বংসের বিভীষিকাময় ক্ষত- আর সেই সব চিহ্ন বুকে নিয়েই আস্ত একটা বছর। ঠিক যেমন ভাবে ২০২২ সালের ঘটনাবহুলতা বিপুল ভাবে ছাপ রেখে গিয়েছিল ২০২৩ জুড়ে, কার্যত একরকম ভাবে লিখে দিয়েছিল তেইশের ভবিষ্যত, সেই তেইশ এখন কলম নিয়ে পরবর্তীর ললাট লিখতে বসেছে। কী কী ঘটল ২০২৩ সালে পৃথিবী জুড়ে। কোন কোন ঘটনায় মানুষ হিসেবে বিশ্ববাসীর মাথা হল আরেকটু উঁচু। কোন ঘটনায় মানবতা হল বিধ্বস্ত। প্রাকৃতিক কোন বিপর্যয় এসে গুঁড়িয়ে যত্ন করে গড়ে তোলা নগর। আসুন ফিরে দেখা যাক ২০২৩-এর বিশ্বকে।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ
২০২২ সালে ফেব্রুয়ারি নাগাদ হঠাৎ করেই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধঘোষণা করে দিয়েছিল রাশিয়া। আর সেই যুদ্ধের রেশ ফুরোয়নি ২০২৩ সালে এসেও। রাশিয়ার আগ্রাসনের মুখেও যুদ্ধক্ষেত্র ছাড়েননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি। বাধ্য হয়েই কিছুটা পিছু হঠেছিল রুশ সেনা। দু'বছর ধরে চলা এই যুদ্ধে কম করে হলেও ১০ হাজার সাধারণ মানুষের মৃত্যু হয়েছে ইউক্রেনে। নিহত পাঁচশোরও বেশি শিশু। দু-পক্ষের ঠিক কত সংখ্যক সেনা যে নিহত হয়েছে, তার হিসেব নেই। রুশ-ইউক্রেন দ্বন্দ্বে বিশ্বের প্রায় সব কটি দেশের কাছে কোণঠাসা হয়েছিল রাশিয়া। আন্তর্জাতিক ক্ষেত্রে বহু জায়গাতেই একঘরে হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তার পরেও আগ্রাসন কমাতে নারাজ ছিলেন তিনি। যুদ্ধের সেই প্রাবাল্য কমলেও ইউক্রেন সমস্যা যে ২০২৩ সালে পুরোপুরি মিটেছে, তা বলা যায় না। ২০১৪ সাল থেকেই এই দু-দেশের মধ্যে উত্তাপ জারি রয়েছে। সেই ছাইচাপা আগুন যে ফের কবে দাবানল হয়ে ওঠে, তা বলা কঠিন অবশ্য।
ইরানের আন্দোলনের রেশ
২০২২ সালে ইরানে নীতিপুলিশির কবলে মরে মৃত্যু হয়েছিল মাহসা আমিনি নামে এক তরুণীর। হিজাব না পরায় ইরান সরকারের নীতি পুলিশের হাতে গ্রেফতার হয় মাহসা, এবং পুলিশি হেফাজতে মৃত্যু হয় ২২ বছরের ওই তরুণীর। অভিযোগ ওঠে, পুলিশের মারেই মৃত্যু হয় মাহসার। এরপরেই বিক্ষোভে-প্রতিবাদে ফুঁসে উঠেছিল ইরান। চলে হিজাব-বিরোধী আন্দোলন, পোড়ানো হয় পোশাক। তবে ২০২২ সালের সেই আন্দোলনের জের ছড়ায় ২০২৩-এও। জানুয়ারি মাসে হিজাব-বিরোধী আন্দোলনে নামার জন্য ফাঁসিতে ঝোলানো হয় দুই আন্দোলনকারীকে। এর পরে আরও জোরালো করা হয় মেয়েদের পোশাকবিধি। অন্যথায় ১০ বছরের জেল এবং ৭ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার কথা ঘোষণা করা হয় ইরানে। বাড়ে দেশ জুড়ে নীতি টহলদারী।
জনসংখ্যায় চিনকে ছাপিয়ে গেল ভারত
বিশ্বের সব জনবহুল দেশ ছিল চিন। কিন্তু চিনের সেই আসন কার্যত ২০২৩ সালে ছিনিয়ে নিয়েছে ভারত। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ (World Population Review) অনুযায়ী, ২০২২ সালের শেষে ভারতের মোট জনসংখ্য়া ১৪১.৭ কোটি। সেখানে ২০২২ সালের শেষে চিনের জনসংখ্যা ১৪১.২ কোটি। যদিও সেই রিপোর্টটি সামনে এসেছে ২০২৩ সালেই।
ভূমিকম্পে ছাড়খার তুর্কি-সিরিয়া
প্রকৃতির মার। কোনও বছরই তার কোপে পড়ে বিশ্বের কোনও না কোনও প্রান্ত। ২০২৩ সালে সেই কোপ পড়েছে তুর্কি ও সিরিয়ার উপরে। যার বলি হয়েছে অন্তত ৬ ফেব্রুয়ারি ভোর রাতে হঠাৎ করেই প্রবল ভূমিকম্পের অনুভূত হয়, যার কেন্দ্রস্থল ছিল তুর্কির গাজিয়ানটেপ। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৮। এর পরে বেলার দিকে আরও একটি জোরালো কম্পন অনুভূত হয়। তার পর একাধিক আফটার শকে কেঁপেছে দেশ। সব মিলিয়ে ভয়াবহ ভূমিকম্পে নিহতের ক্ষতিগ্রস্ত প্রায় আড়াই লক্ষ মানুষ। মৃত্যু হয়েছে প্রায় ২৫ হাজার বাসিন্দার। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সিরায় ও তুর্কির পশ্চিমাংশ। এত বিরাট ভূমিকম্প, এত বিপর্যয় অনেক দিন পরে দেখল বিশ্ব।
রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক
রানি তৃতীয় এলিজাবেথের মৃত্যুর পর প্রায় ৭৩ বছর বয়সে ব্রিটেনের রাজা হওয়ার সুযোগ পেলেন রাজা তৃতীয় চার্লস। সত্তর বছর পর রাজ্যে রাজার অভিষেক, স্বাভাবিক ভাবেই আয়োজনের ত্রুটি ছিল না। লন্ডন ওয়েস্টমিনস্টার অ্যাবিতে গত মে মাসে এক জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠানে রাজমুকুট পরানো হল চার্লসকে। রানি হিসেবে অভিষিক্ত হলেন ক্য়ামিলা। ওয়েস্টমিনিস্টারে এত বছর পর ঝঙ্কিত হল “গড সেভ দ্য কিং”-র সুর।
ডুবল টাইটানও
টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার প্রমোদভ্রমণে গিয়ে ডুবল সাবমার্সিবেল টাইটানও। তার সঙ্গে সলিল সমাধি হল পাঁচ ধনকুবেরেরও। গত জুন মাসে টাইটানিকের ধ্বংসাবশেষের খোঁজে গভীর জলের উদ্দেশে যাত্রা করে টাইটান। এই অ্যাডভেঞ্জার ট্যুরের খরচ ছিল জনপ্রতি আড়াই লক্ষ ডলারেরও বেশি। সমুদ্রে নামার ঘণ্টাখানেকের মধ্যেই রেডিও সংযোগ হারায় সেটি। ক্রমে ফুরোয় অক্সিজেনও। বিস্তর খোঁজার পরেও মেলেনি সেই টাইটানের খোঁজ। মার্কিন উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয়, সমুদ্রের নিচে একেবারে দুমড়ে-মুচড়ে যায় টাইটান। একে দৈব না দুর্বিপাক- কী বলবেন বলুন তো!
সুদানে গৃহযুদ্ধ
সুদানে চলতে থাকা লাগাতার যুদ্ধ কার্যত গৃহযুদ্ধের রূপ নিয়েছে ২০২৩ সালে। সেনা-আধাসেনা সংঘর্ষে সুদানে তৈরি হয়েছে এমনই পরিস্থিতি। ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে দেশের ক্ষমতা নিজেদের হাতে নেয় সরকারি সেনা। সেই সময় সরকারি সেনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল আধাসেনা। এরপরেই সেনায় যোগদান নিয়ে আধাসেনার সঙ্গে দ্বন্দ্ব চরমে ওঠে। দুই গোষ্ঠীর লড়াইয়ে ঘর থেকে বের হতে পারছেন না সাধারণ মানুষ। জুলাই মাসের ৮ তারিখ নাগাদ সুদানের রাজধানী খার্তুমের তাছে বিমানহামলা চলে। যাতে নারী ও শিশু-সহ ২২ জনেক মৃত্যুর খবর মেলে। সব মিলিয়ে সুদানের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
ছিল টুইটার, হল এক্স
২০২২ সালে টুইটার অধিগ্রহণ করেন মার্কিন ধনকুবের এলন মাস্ক। তার পর থেকেই সংস্থায় টানাপড়েন চলছে। ক্ষমতা বুঝে নিয়ে প্রথমেই লাগাতার কর্মী ছাঁটাইয়ে মন দেন এলন। এর পর শুরু হয় একের পর এক নীতি বদল। এমনকী খরচ টানতে নাকি টুইটারের সান ফ্রান্সিসকোর সদর দফতর থেকে চেয়ার-টেবিল, কফি মেশিন পর্যন্ত নিলামে তুলে দেওয়া হয়। একে একে টুইটারের ইউজার নেম পর্যন্ত বিক্রির সিদ্ধান্ত নেন ধনকুবের। শেষপর্যন্ত বদলে গেল নামটাই। আর টুইটার নয়। ২০২৩ সালের জুলাই মাস নাগাদ এলন জানালেন, এবার থেকে এই মাইক্রোব্লগিং সাইটটির নাম রাখা হল এক্স। উড়ে গেল সাধের নীল পাখিটিও। লোগো বদলে তার জায়গায় এল কালো রঙের ইংরেজি বর্ণ এক্স। ভুললে চলবে কেন যে এলনের এরোস্পেস সংস্থাটির নামও কিন্তু স্পেস এক্স।
গ্রেফতার পাক-প্রধানমন্ত্রী ইমরান খান
পাকিস্তানে গদির লড়াইয়ে বারংবার ইতিহাসেরই পুনরাবৃত্তি হয়ে চলেছে। সেই ঘূর্ণিপাক থেকে বাঁচলেন না পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেটার ও প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ২০২৩ সালের অগস্ট মাসে দুর্নীতি মামলায় গ্রেফতার হন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা 'তেহরিক-ই-ইনসাফ' (পিটিআই) দলের প্রধান ইমরান খান। এর আগেই ইমরানকে গদিচ্যুত করে ক্ষমতার দখল নিয়েছেন নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ। যাকে কয়েক বছর আগেই বেআইনি লেনদেন মামলায় গ্রেফতার করা হয়েছিল। ক্ষমতায় এসেই ইমরানকে সরিয়ে দেওয়ার সমস্ত ব্যবস্থা করে ফেলেছেন তিনি। ইসলামাবাদ কোর্ট ইমরানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে। তার সঙ্গে ১ লক্ষ পাকিস্তানি টাকা জরিমানা দেওয়ারও নির্দেশ দিয়েছে ইসলামাবাদ কোর্ট। আগামী ৫ বছর প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা পর্যন্ত করতে পারবেন না ইমরান খান।
কানাডা-ভারত সম্পর্কের অবনতি
একসময় হলায় গলায় বন্ধুত্ব ছিল দু-দেশের। কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর সঙ্গে নরেন্দ্র মোদির বন্ধুত্ব ছিল চোখে পড়ার মতো। দু-দেশের মধ্যে সাংস্কৃতিক মৈত্রীও ছিল চোখে পড়ার মতো। প্রতি বছর হাজার হাজার ভারতীয় নানা কাজে কানাডা যান। উল্টোটাও ঘটে। খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনা নিয়ে সেই সুসম্পর্কে কাঁটা পড়েছে ২০২৩ সালে। এমনকী কানাডার নাগরিকদের ভিসা দেওয়াও বন্ধ করে দেয় নয়াদিল্লি। দীর্ঘদিন ধরেই কানাডার বিরুদ্ধে খলিস্তানিদের মদত দেওয়ার অভিযোগ এনেছে বিদেশমন্ত্রক। ২০২০ সাল থেকে ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা নিজ্জর সম্প্রতি খুন হন কানাডায়। সেই খুনের ঘটনায় ভারতের দিকেই আঙুল তোলে ট্রুডো প্রশাসন। এমনকী বহিষ্কার করা হয় কানাডার ভারতীয় দূতকেও। পাল্টা দূত বহিষ্কারের পালা চলে এ দেশেও। সেই সব টানাপড়েনের মধ্যে ক্রমে তলানিতে ঠেকেছে দু'দেশের বন্ধুত্ব।
গাজা-ইজরায়েল যুদ্ধ
চলতি বছরের সবচেয়ে বড় ঘটনা বোধহয় আচমকা গাজার সঙ্গে ইজরায়েলের বেঁধে যাওয়া যুদ্ধ। গত ৭ অক্টোবর প্যালেস্টাইনের সশস্ত্র সংগঠন হামাস হঠাৎ করেই হামলা চালায় ইজরায়েল। স্থল-জল-আকাশ পথ ধরে নেমে এসেছিল জঙ্গিরা। ইহুদিদের পবিত্র দিনে একটি সঙ্গীত অনুষ্ঠানে নির্বিচারে গুলি চালানো হয়। গোটা শহর জুড়ে তাণ্ডব করে হামাসবাহিনী। বহু নিরপরাধ মানুষকে অপহরণ করে গাজাতেও নিয়ে যায় তারা। ঘটনায় কম করে হলেও ১৪০০ মানুষের মৃত্যু হয়েছিল। আহত বহু। এর পরেই হামাসের বিরুদ্ধে যুদ্ধঘোষণা করে দেয় নেতানিয়াহু সরকার। তার পর থেকে লাগাতার গাজা, ওয়েস্ট ব্যাঙ্ক-সহ প্যালেস্টাইনের একাধিক এলাকায় হামলা চালিয়ে গিয়েছে ইজরায়েল। হানা হয়েছে রকেট। এখনও পর্যন্ত গাজায় ইজরায়েলি আগ্রাসনে অন্তত ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। জখম ৫০ হাজারেরও বেশি। সবচেয়ে সঙ্কটে পড়েছে গাজার শৈশব। বারবার শরণার্থী শিবির ও হাসপাতালগুলিকে নিশানা করেই হামলা চালাচ্ছে ইজরায়েল। মধ্যিখানে চারদিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হলেও যুদ্ধের দাপট কমায়নি ইজরায়েলি সেনা। আমেরিকা, ব্রিটেনের মতো গুটিকতক দেশ ছাড়া বিশ্বের প্রায় সবকটি দেশই লাগাতার যুদ্ধশান্তির পক্ষে সওয়াল করেছে। তবে তাতে কাজের কাজ হয়নি। নিজের অবস্থান থেকে টলানো যায়নি ইজরায়েলকে।
নোবেল প্রাইজ ঘোষণা
অক্টোবর মানেই নোবেল ঘোষণার মাস। প্রতিবছরের মতো এবারেও নোবেল প্রাইজের ঘোষণা ঘিরে মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। ২০২৩ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতে নিয়েছেন ড. ক্যাটলিন ক্যারিকো ও ড. ড্রিউ উইজম্যান। মডিফায়েড মেসেঞ্জার আরএনএ প্রযুক্তি আবিষ্কারের জন্য তারা ওই খেতাব জিতে নিয়েছেন। অটোসেকন্ড পালস তৈরি করে এ বছর পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পেয়েছেন ড. পিয়ার আগোস্তিনি ও ড. অ্যান লিয়ের। কোয়ান্টম ডট আবিষ্কার করে ২০২৩ সালে রসায়নে নোবেল পেয়েছেন বিজ্ঞানী ত্রয়ী। ড. মনজি বাওয়েন্দি, ড. লুইস ব্রস ও অ্যালেক্সি একেমভের হাতেই সেই সম্মান তুলে দিয়েছে দ্য রয়াল সুইডিশ অ্যাকাডেমি। নারীশ্রমের মূল্য নিয়ে কাজ করে অর্থনীতিতে নোবেল পেয়েছেন অর্থনীতিবিদ ক্লদিয়া গোল্ডিন।
২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মহম্মদী। সাহিত্যে চলতি বছরে নোবেল জিতেছেন নরওয়েদিয়ার সাহিত্যিক জন ফসে।
নেপাল ভূমিকম্প
শুধু তুর্কি-সিরিয়া নয়, প্রকৃতির রোষে পড়েছে এবার নেপালও। গত ৩ নভেম্বর পশ্চিম নেপালের জাজারকোটের কাছে ভূমিকম্পটি মারাত্মক ভাবে অনুভূত হয়। ভূমিকম্পের প্রাবাল্যয় ভেঙে গিয়েছে দু বাড়িঘর। জাজারকোট জেলাতেই ১০১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃত ১৫৩। জখম অন্তত ৩৭৫।
আরও পড়ুন: ‘ওয়াও’ থেকে ‘জামালকুদু’! ২০২৩ জুড়ে সোশ্যাল মিডিয়া কাঁপাল কোন কোন ভাইরাল?
সাফল্য, ব্যর্থতা, আনন্দ, শোকের মালায় গাঁথা হয়েছে যে ২০২৩ সাল, তার রেশ কতটা পড়তে চলেছে আসন্ন বছরে। নতুন বছরের কাছে কী চাইব আমরা? গাজায় যুদ্ধশান্তি, পৃথিবী জুড়ে মানুষ মানুষের পাশে থাকুক। বিজ্ঞানে এগিয়ে যাক, প্রযুক্তিতে এগিয়ে যাক। পরিবেশকে সুস্থ রাখতে আরও একটু সচেতন হোক। কোন নতুন ভোরের জন্য প্রার্থনা করব আমরা ২০২৪-র কাছে? তার উত্তর বোধহয় রাখা রইল ২০২৩-র পাতা জুড়েই।