জিতল আর্জেন্টিনা, জাগল ভারত বাংলাদেশ, এই না হলে বিশ্বকাপ সেমিফাইনাল!
FIFA World Cup 2022 : ধ্রুবতারার মতো জ্বললেন লিওনেল মেসি। মারাদোনার স্মৃতি ফিরিয়ে আনলেন অ্যালভারেজ। রাত জেগে যেন দুর্গোৎসবে মাতল বাঙালি।
একপেশে হলো বিশ্বকাপ সেমিফাইনাল। ফুটবল বোদ্ধাদের তামাম বোঝাপড়াকে ভুল প্রমাণ করে দিয়ে ৩-০ জয় ছিনিয়ে নিল আর্জেন্টিনা। ধ্রুবতারার মতো জ্বললেন লিওনেল মেসি। মারাদোনার স্মৃতি ফিরিয়ে আনলেন অ্যালভারেজ। রাত জেগে যেন দুর্গোৎসবে মাতল বাঙালি।
ম্যাচের প্রথম মিনিট থেকেই শক্তি পরীক্ষা শুরু হয়। মূল লড়াই চলতে থাকে মাঝমাঠে। ক্রোয়েশিয়ার মিডফিল্ডের তিন স্তম্ভ কোভাসিচ, ব্রজোভিচ ও লুকা মদরিচের ত্রিভুজ ক্রমাগত বল দখলে রাখছিল। মেসির সেভাবে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল না। বারংবার নিজেদের মধ্যে পাস খেলে জায়গা তৈরির চেষ্টা করছিল আর্জেন্টিনা।
আরও পড়ুন : মারাদোনার ভূত তাড়া করছে ক্রোয়েশিয়াকে! অবিশ্বাস্য অ্যালভারেজকে দেখে যা বলছে বিশ্ব
তবে প্রথমার্ধে ম্যাচের রঙ বদলাতে শুরু করল ৩৩ মিনিটে। ক্রোয়েশিয়া তখন আর্জেন্টিনার বক্সে আক্রমণে। সেই সুযোগে ফাঁকা জায়গায় বল পেয়ে যান জুলিয়ান আলভারেজ। গোলরক্ষক লিভাকোভিচের সামনে ছোট্ট চিপ রাখার চেষ্টা করেও একটুর জন্য ব্যর্থ হন। কিন্তু বল আটকাতে গিয়ে তাঁকে ফাউল করে বসে ক্রোয়েশিয়া। ৩৪ মিনিটে পেনাল্টিতে বল জালে জড়াতে ভুল করেননি লিওনেল মেসি। বাতিস্তুতাকে টপকে বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নামটি তুলে নেন ম্যাজিশিয়ান মেসি।
Argentina are in the #FIFAWorldCup Final! 🔥@adidasfootball | #Qatar2022
— FIFA World Cup (@FIFAWorldCup) December 13, 2022
ঠিক পাঁচ মিনিটের মাথায় আবারও কামাল আর্জেন্টিনার। ক্রোয়েশিয়া এবারও আক্রমণে। সেই সুযোগে ফের আর্জেন্টিনার ডি বক্সের কাছে বল পেয়ে যান আলভারেজ। সেখান থেকে ডিফেন্সের ফাঁকের সুযোগে এক দৌড়ে চলে যান ক্রোয়েশিয়ার গোলে। এবার আর জালে বল জড়াতে ভুল করেননি তিনি। চমকপ্রদ গোলের পর গ্যালারির দিকে ক্যামেরা যায়। সেখানে বসে ব্রাজিল কিংবদন্তি রোনাল্ডিনহো। তারপরও কর্নার থেকে আরও একবার গোলের সুযোগ আসে। কিন্তু আর গোল হয়নি।
Stop that Messi. pic.twitter.com/Dbi7EjmrXi
— Stop That Football (@stopthatfooty) December 13, 2022
ম্যাচের তৃতীয় গোলটিও আসে আলভারেজের পা থেকে। কিন্তু সেখানে মেসির কৃতিত্ব ছিল দেখার মত। ক্রোয়েশিয় ডিফেন্সের দুর্ভেদ্য দুর্গে বন্দি মেসি তিন অতন্দ্র প্রহরীকে কার্যত বক্সের এক কোণে টেনে নিয়ে যান। তারপর হঠাৎই থ্রু বাড়িয়ে দেন সেই আলবারেজের দিকে। তিন কাঠি চিনতে ভুল করেননি মেসির দলের এই তরুণ তুর্কি।
ক্রোয়েশিয়ার ডিফেন্স, মাঝমাঠ, গোলরক্ষক প্রত্যেকেই এই বিশ্বকাপে দুরন্ত খেলেছে। মদরিচ একা দায়িত্ব নিয়ে নিয়েছিলেন মাঝ মাঠের। লড়াই যে সহজ হবে না, বারবার বলেছিল ফুটবল বিশেষজ্ঞরা। কিন্তু সেমি ফাইনালে আর্জেন্টিনা যেন অন্য মন্ত্র নিয়ে নেমেছিল। বারবার ক্রোয়েশিয়ার ডিফেন্সকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল। মেসির গোলের পর যেন সেই ঝাঁঝ আরও বাড়ল। মেসির ব্যক্তিগত স্কোরবোর্ডে গোল সংখ্যা দাঁড়াল ৫। বাকি ম্যাচটা মেসি নেতৃত্ব দেবেন বুক চিতিয়ে। উল্লেখ্য, এমবাপ্পের সঙ্গে এই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় উঠে গেল মেসির নাম। ২০১৮-র বিশ্বকাপে এই আর্জেন্টিনাকেই ৩-০ গোলে হারিয়েছিল ক্রোয়েশিয়া। মধুর প্রতিশোধ বোধহয় একেই বলে!