মারাদোনার ভূত তাড়া করছে ক্রোয়েশিয়াকে! অবিশ্বাস্য অ্যালভারেজকে দেখে যা বলছে বিশ্ব

FIFA World Cup 2022 : ২২ বছর বয়সী জুলিয়ান আলভারেজের চোখ ধাঁধানো গোল কার্যত স্তব্ধ করে দিয়েছিল ক্রোয়েশিয়ার ডাগআউট।

লুসাইল স্টেডিয়াম। প্রথমার্ধ, ৩৪ মিনিট থেকে ৩৯ মিনিট। কাতারের ফিফা ফুটবল বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালের এই পাঁচ মিনিট স্মরণীয় করে রাখল নীল-সাদা ব্রিগেড। প্রথমে মেসির পেনাল্টি, তারপর জুলিয়ান আলভারেজের গোল। ক্রোয়েশিয়ার মাঝমাঠ, রক্ষণ, গোলরক্ষককে ভেদ করে আর্জেন্টিনার আক্রমণ মুগ্ধ করে সমর্থকদের। রেকর্ডের বিচার করলে মেসি বাতিস্তুতাকে ছাপিয়ে গেলেন। আগেই টপকে গিয়েছিলেন মারাদোনাকে। এবার বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা। 

গ্যালারিতে উপস্থিত ছিলেন রোনাল্ডিনহো। কিন্তু মেসির গোলে উচ্ছ্বাস এলেও চমকে উঠলেন দ্বিতীয় গোলে। চমকে উঠলেন ফুটবল সমালোচকরা। ২২ বছর বয়সী জুলিয়ান আলভারেজের চোখ ধাঁধানো গোল কার্যত স্তব্ধ করে দিয়েছিল ক্রোয়েশিয়ার ডাগআউট। ওই সময় আক্রমণে ছিল ক্রোয়েশিয়া। সেখান থেকে নিজেদের বক্স থেকে বল নিয়ে দৌড় দিলেন আলভারেজ। ক্রোয়েশিয়ার ডিফেন্ডার, মদরিচ তাঁকে ছুঁতেও পারেনি। সেখান থেকে ক্রোট গোলরক্ষক লিভাকোভিচকে বোকা বানিয়ে বল গলিয়ে দিলেন জালে। মেসি ছুটে এসে অভিনন্দন জানান তাঁর সতীর্থকে। উল্লেখ্য, প্রথম গোলের সময়ও অবদান ছিল আলভারেজের। আর ফুটবল বিশেষজ্ঞরা চলে যান আজ থেকে ৩৬ বছর আগের এক ম্যাচে। 

সেই ম্যাচটি ছিল বিশ্বকাপের ফাইনাল। মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আর্জেন্টিনার সঙ্গে দিয়েগো আর্মান্ডো মারাদোনা। সেমি ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে তাঁর দুর্ধর্ষ পারফরমেন্স দেখে ফেলেছে বিশ্ব। এই ফাইনালই সাক্ষী থাকবে বিতর্কিত 'হ্যান্ড অফ গড' গোলের। কিন্তু সেটাই একমাত্র নয়।

আজকের জুলিয়ান আলভারেজের মতো সেদিনও মারাদোনার ডিফেন্সভেদী দৌড় স্তব্ধ করে দিয়েছিল বিশ্বকে। মেক্সিকোর মাঠের ঠিক এমন ভাবেই ঝড় তুলেছিলেন মারাদোনা। ইংল্যান্ডের কড়া ডিফেন্সকে নাস্তানাবুদ করে মাঝ মাঠ থেকে চারজনকে কাটিয়ে গোলরক্ষকে বোকা বানিয়ে গোলে বল ভরে দেন মারাদোনা। আর আজ বিশ্বকাপের ময়দানে সেই চলচ্চিত্রই পুনঃপ্রদর্শন হল, বলছেন ক্রীড়া সমালোচকরা। গোলের পর কাতারের লুসাইল স্টেডিয়ামের গ্যালারিতে রোনাল্ডিনহোর হাসিই তার প্রমাণ।

More Articles