ঘরে ২০ জন স্ত্রী, বিয়ে করেছেন নিজের মেয়েকেও, স্বঘোষিত ধর্মগুরুর কাণ্ড দেখে মাথায় হাত পুলিসের
Samuel Bateman USA 20 wives : প্রত্যেকেই নাকি সে বাবাজির স্ত্রী! এক-দু’জন নয়; গুনে গুনে মোট ২০ জন স্ত্রী তাঁর সংসারে।
আগে থেকেই বেশকিছু অভিযোগ আসছিল পুলিসের কাছে। একের পর এক অভিযোগে কাঠগড়ায় তোলা হচ্ছিল একজনকেই। তিনি নাকি ধর্মগুরু; তাঁর বাড়িতে ভক্তদের আনাগোনা লেগেই থাকে। নিজের শিষ্যদের নিয়ে বেশ ভালোই কাটাচ্ছিলেন তিনি। কিন্তু বাড়িতে সেই ধর্মগুরু ছাড়া আর কোনও পুরুষ নেই! প্রত্যেকেই মহিলা। তাঁদের নিয়েই বহাল তবিয়তে ‘কর্ম সারছেন’ ধর্মগুরু।
এমন অভিযোগ আসার পর চিন্তায় পড়ল পুলিস। বারবার এই একজনের দিকেই আঙুল কেন? এদিকে তিনি ধর্মগুরু; চট করে তল্লাশি চালানোও যাবে না। তাঁর ভক্তরা ছুটে এসে পরিস্থিতি আরও জটিল বানিয়ে দেবে! তাহলে উপায়? একটাই রাস্তা, গোপনে তদন্ত চালাতে হবে। আর সেই তদন্ত চালাতে গিয়ে যে মাথায় হাত পড়বে পুলিসের, সেটা তখনও সামনে আসেনি। তদন্ত যত এগোল, যত তথ্যপ্রমাণ সামনে আসতে লাগল, পুলিসের দুঁদে অফিসারদেরও চোখ ছানাবড়া হয়ে গেল। ‘ধর্মগুরু’র মুখোশের আড়ালে এই ব্যক্তি তো পুরো দস্তুর ভণ্ড! আর তাঁর সঙ্গে যে মেয়েরা আছেন, তাঁরা প্রত্যেকেই নাকি সে বাবাজির স্ত্রী! এক-দু’জন নয়; গুনে গুনে মোট ২০ জন স্ত্রী তাঁর সংসারে।
আরও পড়ুন : ২৫৬ বছরের জীবনে মোট ২৩ বার বিয়ে! চিনের এই ‘রহস্যময়’ বৃদ্ধ আসলে কে!
আমেরিকার ধর্মগুরু স্যামুয়েল র্যাপিলি বাতেমানের (Samuel Rappylee Bateman) গল্প যত সামনে আসছে, ততই হতভম্ব হচ্ছে লোকজন। মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে এরকম কাজও করা যায়! ৪৬ বছর বয়সী এই স্বঘোষিত ধর্মগুরুর কাহিনি শুরু হয় ২০১৯ সাল থেকে। হঠাৎই উদয় হন তিনি। তারপরই তাঁর ঘোষণা, ‘আমিই তোমাদের ঈশ্বর। আমিই হলাম অবতার।’ নিজেকেই নিজে অবতার ঘোষণা করে শুরু করেন ‘কাজ’। তৈরি করেন নিজস্ব ধর্মীয় দল। বাহারি নামও রাখা হয়, ‘ফান্ডামেন্টালিস্ট চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ ল্যাটার-ডে সেইন্টস’। বেশ কয়েকজন শিষ্যও জুটল। কিন্তু এই ধর্মগুরুর আড়ালেই যে এক ‘কামুক’ লুকিয়ে আছে, ঢাকা পড়ে আছে এক অপরাধী, কে জানত!
এই মুহূর্তে স্যামুয়েল র্যাপিলি বাতেমান অ্যারিজোনার জেলের গারদে। কলোরাডো সিটিতে তাঁর দুটো বাড়ি তছনছ করে ফেলেছে এফবিআই। একের পর এক জিজ্ঞাসাবাদ পর্ব চালিয়েছে পুলিস। তারপরই উঠে এসেছে বিস্ময়কর তথ্য। পুলিসের জেরার সামনে স্যামুয়েল বলেছেন, তিনি বহুগামী। একজন স্ত্রী নয়, বরং অনেকের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন না করলে ‘মন ভরে না’। কথার প্রতিটা ভাঁজে মেয়েদের পণ্য হিসেবে দেখার ঘৃণ্য দৃষ্টিভঙ্গি। সেজন্যই ২০ জন মহিলাকে বিয়ে করেছেন স্যামুয়েল। তাঁর সন্তানাদিও আছে।
অবশ্য চমকের এখনও বাকি আছে। তদন্ত করে জানা যায়, ওই ২০ জন স্ত্রীয়ের মধ্যে বেশিরভাগেরই বয়স ১৮-র নিচে! গুটিকয়েকের বয়স তো ১৫-রও নিচে! ব্যাপার কী! এতদিন এই সম্পর্কে প্রশাসন কিচ্ছু জানত না! তদন্ত এগোনোর পর জানা গেল, স্যামুয়েল নিজের নাবালিকা মেয়েকেও বিয়ে করেছেন! নিজের সন্তানের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন! এক কথায় ভয়াবহ! ঘটনা সামনে আসার পর তাজ্জব হয়ে গিয়েছে প্রতিবেশীরা।
আরও পড়ুন : কেবল রামদেবই নন, মেয়েদের নিয়ে বারবার অশালীন মন্তব্য করেছেন এই ধর্মগুরুরা
শিশুদের নিপীড়ন, নির্যাতন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্যামুয়েলকে। এদিকে তাঁর দুটো বাড়ি তছনছ করে বেশকিছু নথি হাতে পেয়েছে এফবিআই। তাতে নাকি পরিষ্কার, ধর্মগুরুর ছবিটা আসলে ভাঁওতা। স্যামুয়েলের আসল কাজ নাকি ছিল নারী ও শিশু পাচার! অ্যারিজোনা, উটাহ, নেভাডা, নেব্রাস্কার মতো জায়গায় নাকি ইতিমধ্যেই বাচ্চা শিশুদের পাচার করা হয়েছে। এই কাজে একটা গ্যাংয়ের সঙ্গে নাকি যুক্ত আছেন স্যামুয়েল। সত্যি না মিথ্যা যাচাই করতে আরও পাকাপোক্ত প্রমাণ জোগাড়ের চেষ্টা চলছে। কিন্তু এমন কাণ্ডে হতবাক সবাই। ভেকধারী, অত্যাচারী ধর্মগুরু কেবল ভারতে নয়; আমেরিকায়ও আহলে আছে!