জল, খাবার কিচ্ছু নয়! টানা একমাস কঠোর নিয়ম, রমজান মাসের তাৎপর্য জানুন

Ramadan 2023 : সারা বিশ্বের মুসলমানদের কাছেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ, জানেন ঠিক কবে থেকে কেন চালু হয়েছিল এই কঠোর নিয়ম?

আগামীকাল থেকে শুরু হতে চলেছে রমজান মাস। মুসলিম সম্প্রদায়ের সঙ্গে জড়িয়ে থাকা এই মাসটির গুরুত্ব বিশেষ। গোটা বিশ্বেই ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিমদের কাছে এই একটি মাস হল খুবই পবিত্র সময়। এই সময় টানা একমাস রোজা রাখা হয়। এক মাস ধরেই ইসলাম ধর্মাবলম্বীরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস পালন করেন। সারাদিন রোজা পালন করার পর সূর্যাস্তের পর ইফতার ও সূর্যোদয়ের আগে শেহরি পালন করে থাকেন তাঁরা।

চাঁদের বিভিন্ন পর্যায়ের উপর ভিত্তি করে ইসলামিক ক্যালেন্ডার গণনা করা হয়। সেই মতোই শুরু হয় এই রমজান মাস। রমজান কথাটি এসেছে 'রামিদা' থেকে, এর অর্থ প্রচণ্ড গরম। গ্রীষ্মের প্রবল তাপদাহের মধ্যে এই নির্জলা উপবাস করাকে সংযম হিসেবেই মানেন ইসলাম ধর্মাবলম্বীরা। তাই এই রমজান মাসকে আত্ম-শৃঙ্খলা এবং আত্ম-নিয়ন্ত্রণের পরীক্ষা হিসেবে বিবেচনা করা হয়, যা তাকওয়া অর্থাৎ শুভ চেতনা বৃদ্ধিতে সহায়তা করে বলে মনে করেন তাঁরা। গুরুতর অসুস্থ, বৃদ্ধ, গর্ভবতী মহিলা ছাড়া প্রাপ্তবয়স্ক সব মুসলিমেরই রমজান মাসে রোজা বা উপবাস রাখার নিয়ম।

মক্কায় চাঁদ দেখার পর থেকেই সারা বিশ্বে চাঁদের সন্ধানে থাকেন মুসলিমরা। চাঁদ দেখার পর থেকেই শুরু হয়ে যায় রমজান মাস। এই বছর গত কাল চাঁদ দেখা পাওয়ার কথা ছিল, যদিও সেই আশা পূরণ হয়নি। আশা করা যাচ্ছে, ভারত এবং সৌদি আরবে আজ চাঁদ দেখার পর থেকেই শুরু হবে রমজান পালন। এই রমজান মাস হল ইসলামিক চন্দ্র ক্যালেন্ডারের নবম মাস। রমজান মাসে রোজা পালন ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি। মাসটিকেই ইসলামী সংস্কৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসাবে বিবেচনা করা হয়। মনে করা হয়, এই সময়ের মধ্যে, মুমিনরা পানাহার, ধূমপান, খারাপ চিন্তা পোষণ করা এবং খারাপ কাজে লিপ্ত হওয়া থেকে বিরত থাকেন সকলে।

আরও পড়ুন - ‘হিন্দু না ওরা মুসলিম?’ স্কুল কলেজেও যে প্রশ্নের সামনে ভারতের পড়ুয়ারা

রমজান মাসের তাৎপর্য কী?

এই মাসটি সারা বিশ্বের মুসলমানদের কাছেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্বাস করা হয় যে, পবিত্র রমজান মাসেই নবী মুহাম্মদের কাছে কুরআন অবতীর্ণ হয়েছিল। তাই আত্ম-প্রতিফলন, উন্নতি এবং আল্লাহর প্রতি প্রকৃত ভক্তি প্রদর্শনের মাস হিসেবে বিবেচিত হয় এই সময়কাল। সারা বিশ্বে এই সময় মুসলমানরা রোজা, প্রার্থনার পাশাপাশি অভাবগ্রস্তদের দান করে রমজান পালন করেন। মক্কায় চাঁদ দেখা সাপেক্ষে সারা বিশ্বে শুরু হয় রমজান। এই বছর, ভারতে রমজান বুধবার অর্থাৎ ২২ মার্চ শুরু হবে বলেই ছিল প্রাথমিক আশা, যদিও সেই আশায় ছেদ পড়েছে। আশা করা যাচ্ছে, আজ বিকেল থেকে শুরু হবে, এবং চলবে ২১ এপ্রিল পর্যন্ত। তারপর ২২ এপ্রিল উদযাপিত হবে শনিবার ঈদ-উল-ফিতর।

আসুন দেখে নেওয়া যাক ২০২৩ সালে কোথায় কখন শুরু হবে রমজান?

ভারত : ২৩ মার্চ

সৌদি আরব : ২৩ মার্চ

দুবাই এবং আবুধাবি : ২২ মার্চ

পাকিস্তান : ২২ মার্চ

ইন্দোনেশিয়া : ২২ মার্চ

কুয়েত : ২৩ মার্চ

মালদ্বীপ : ২৩ মার্চ

কাতার : ২৩ মার্চ

তুরস্ক : ২৩ মার্চ

প্রাক-ইসলামিক আরবি ঐতিহ্যের আগেও এই মাসটি পবিত্র হিসেবে বর্ণিত ছিল। সেই সময়ের ইতিহাস বলছে এই মাসটিকে যুদ্ধবিরতি মাস হিসাবে বিবেচনা করা হতো। রমজান বলতে মূলত “মহান তাপ” বোঝানো হয়। এটি হল সংহতি, আত্ম-প্রতিফলন ও দানশীলতার মাস।

More Articles