আরও তিনটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে বাংলা, কোন রুটে চলবে ট্রেন?

Vande Bharat Express : ট্রায়াল শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই, কবে থেকে চালু হবে নতুন ট্রেনগুলো? কোথায় কোথায় যাবে?

ফেলো কড়ি মাখো ভোটের নীতিকেই বাংলায় শিরোধার্য করে নিয়েছে কেন্দ্র সরকার। তাই রেল পথে নয়া সূচনা। শুরুর সময় থেকে বারবার শিরোনাম দখল করেছে বন্দে ভারত এক্সপ্রেস। আদ্যোপান্ত নতুন এই ট্রেনটিকে ঘিরে এমনিতে প্রথম থেকেই ছিল উত্তেজনা। তার ওপর আবার যোগ হয়েছিল শুরুর দিনের ‘জয় শ্রী রাম’ ধ্বনি এবং নতুন ট্রেনে একের পর এক হামলা। দেশ জুড়ে এখন একটাই রব, ‘বন্দে ভারত’। রাজনীতির রং অবশ্য প্রথম থেকেই ছিল, তবুও চাকা গড়িয়েছে বুলেট ট্রেনের।

প্রথম ট্রেনটি চলেছিল এই বাংলাতেই। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দ্যেশে। তার পর অবশ্য গোটা দেশ জুড়েই একের পর এক নতুন বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেছে সরকার। বন্দে ভারত এক্সপ্রেস হল দেশীয় প্রযুক্তিতে তৈরি উচ্চ গতির সম্পন্ন একটি স্ব-চালিত ট্রেন। এতে অত্যাধুনিক যাত্রী সুবিধার পাশাপাশি রয়েছে দ্রুত এবং আরামদায়ক ভ্রমণের সুযোগ। সম্পূর্ণ ট্রেনটিই একটু চেয়ার কার পরিষেবা। ভারতীয় রেল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, আগামী তিন বছরে সারা ভারতে সব মিলিয়ে মোট ৪০০টি ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।

এবার এই তালিকায় নতুন করে সংযোজিত হতে চলেছে আরও তিনটি বন্দে ভারত এক্সপ্রেসের নাম। আর এই তিনটি ট্রেনই চলবে বাংলায়। জানেন কোন রুটে চলবে? এমনিতেই বন্দে ভারত এক্সপ্রেস এর হাত ধরে রেলপথে পশ্চিমবঙ্গের অবস্থান এখন তুঙ্গে রোজ দিন ই হাওড়া নিউ জলপাইগুড়ি রুটে চলছে বন্ধে ভারত এক্সপ্রেসের প্রথম শাখাটি এবং যাত্রী ব্যস্ত তাও জানান দিচ্ছে এই এক্সপ্রেস নিয়ে উত্তেজনা এক রত্তিও কমেনি। ফের তিনটি নতুন এক্সপ্রেস চালু হওয়ার কথাও ঘোষণা করা হল, তার সঙ্গে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেসের আলোচনাও শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে চারটি নতুন ট্রেন চলতে পারে বাংলায়।

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার একটি সাক্ষাৎকারে জানান, হাওড়া-পুরী, হাওড়া-রাঁচি এবং হাওড়া-পাটনা রুটে নতুন তিনটি বন্দে ভারত এক্সপ্রেস চালানো হবে। অর্থাৎ পূর্ব রেল দিয়ে পশ্চিমবঙ্গে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হলেও পরের তিনটি বন্দে ভারত পেতে চলেছে দক্ষিণ-পূর্ব রেল। তবে এর মধ্যে হাওড়া-রাঁচি রুটের ট্রেনটির যাত্রাপথ নিয়ে এখনও আলোচনা চলছে। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব রেলের আওতাধীন শালিমার স্টেশন থেকেও ছাড়তে পারে ট্রেনটি। এরই সঙ্গে চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেসটি নিয়েও আলোচনা শুরু হয়ে গিয়েছে। সেটি চলবে হাওড়া বারাণসী রুটে।

More Articles