লাক্ষাদ্বীপ ঘুরতে গেলে ছোলে বাটুরে ফ্রি! যে বিজ্ঞাপন ঘিরে তোলপাড় দেশ
Lakshadweep Maldives Row : লাক্ষাদ্বীপের আগত্তি দ্বীপপুঞ্জের সমস্ত বিমানের টিকিট মার্চ পর্যন্ত বিক্রি হয়ে গেছে।
কাকদ্বীপ, সাগরদ্বীপ অবধি বাঙালির দৌড় ছিল। মলদ্বীপ ছিল খোয়াব, সৈকতে বলি-তারকাদের দেখে দেখে প্রাণ যদেতে চাইলেও পকেট সায় দিত না। সম্প্রতি লাক্ষাদ্বীপ নিয়ে হইচই শুরু হয়েছে। বিদেশ বিভুঁই ঘোরার আগে ধানের শিষের শিশিরবিন্দু দেখার ডাক দিয়েছেন মোদি। ফলে মলদ্বীপ বয়কট করে হুড়মুড়িয়ে মানুষ লাক্ষাদ্বীপের খোঁজ করছেন। আপনি যদি লাক্ষাদ্বীপ ঘুরতে যান, শান্ত সাদা বালির সৈকত, প্রবাল প্রাচীর, সবুজের মাঝে বসে নিরিবিলিতে ঢেউয়ের আওয়াজের পাশাপাশি আরেকটি জিনিস পাবেন আপনি। বিনামূল্যে ছোলে বাটুরে!
লাক্ষাদ্বীপে নয় পাবেন উত্তরপ্রদেশের একটি রেস্তোরাঁতেই। লাক্ষাদ্বীপের সঙ্গে ছোলে বাটুরেরই বা কী সম্পর্ক, উত্তরপ্রদেশই বা কোত্থেকে এল, এসব প্রশ্ন আসা স্বাভাবিক। লাক্ষাদ্বীপের সাদা সৈকতের সঙ্গে কোনও সম্পর্ক নেই ঠিকই, তবে উত্তরপ্রদেশের একটি রেস্তোরাঁ অদ্ভুত এক চুক্তি করেছে। লাক্ষাদ্বীপে প্রতিটি বুকিং বা মালদ্বীপে ভ্রমণ ক্যানসেল করলেই এক প্লেট ছোলে বাটুরে ফ্রি!
আরও পড়ুন- ৩৪০০% মানুষ চাইছেন লাক্ষাদ্বীপ যেতে! মোদির সৈকত ভ্রমণে লুকিয়ে কী রহস্য?
বেশ কিছু ভারতীয়ই সম্প্রতি মলদ্বীপ ভ্রমণের বুকিং ক্যান্সেল করছেন। তাতে টাকা ফেরত তো পাচ্ছেনই, আর উত্তরপ্রদেশ বা উত্তরাখণ্ডের মানুষ হলে পাচ্ছেন ছোলে বাটুরেও। #BoycottMaldives ট্রেন্ডকে কাজে লাগিয়েছে নয়ডা এবং গাজিয়াবাদের একটি রেস্তোরাঁ। এই রেস্তোরাঁ তাদের বিশেষ ছোলে বাটুরে বিনামূল্যে খাওয়াবে যদি আপনি লাক্ষাদ্বীপ ঘুরতে যাওয়ার জন্য বুকিং করে থাকেন বা মলদ্বীপ সফর বাতিল করেন। এমন অভিনব প্রস্তাব সম্পর্কে বলতে গিয়ে এই রেস্তোরাঁর মালিক বলেছেন, মলদ্বীপের মন্ত্রীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করা শুরু করার পরেই এই সিদ্ধান্ত নেন তিনি।
নয়ডার রেস্তোরাঁর মালিক বিবেক মিশ্র বলছেন, এর মাধ্যমে লাক্ষাদ্বীপে পর্যটনের উন্নয়ন ঘটাতে চান তারা। তাই এই ফ্রি ছোলা বাটুরের অফার ঘোষণা, আর ঘোষণার পরেই খুব ভালো সাড়াও পাওয়া গেছে। এনসিআর অঞ্চলেই ১০ জন মানুষ এসে বিনামূল্যে ছোলে বাটুরে খেয়ে গেছেন এবং বিষয়টির প্রশংসা করেছেন। সাড়া দেখে, সারা জানুয়ার মাস ধরেই এই 'ফ্রি'অফার চালু রাখতে চলেছেন তারা।
গত দুই সপ্তাহে, মলদ্বীপে বেশ কয়েকটি হোটেল বুকিং এবং ফ্লাইট টিকিট বাতিল করার খবর পাওয়া গেছে। অন্যদিকে, লাক্ষাদ্বীপের আগত্তি দ্বীপপুঞ্জের সমস্ত বিমানের টিকিট মার্চ পর্যন্ত বিক্রি হয়ে গেছে। বিষয়টি শুরু হয়েছিল প্রধানমন্ত্রী মোদির লাক্ষাদ্বীপ ভ্রমণ এবং এর ছবি শেয়ার করা থেকেই। মলদ্বীপের প্রশাসনিক পদের অনেকেই মনে করেন, মোদি আসলে মলদ্বীপের জায়গায় লাক্ষাদ্বীপ ভ্রমণের জন্য মানুষকে উৎসাহিত করছেন। মলদ্বীপ সরকারের তিন জন মন্ত্রী উত্তেজিত হয়ে ভারতীয় ও প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে। ব্যাস! তারপরেই ভারতের তরফে বয়কট মলদ্বীপ ডাক ওঠে। একদা বলি তারকাদের 'ফেভারিট ডেস্টিনেশন'-এর সমস্ত হোটেল, বিমানের বুকিং বাতিল হতে থাকে এবং জায়গা পেয়ে যায় 'ফ্রি ছোলে বাটুরে'র অফারের বিজ্ঞাপন।
আরও পড়ুন- ভারতীয়দের পছন্দের বিদেশভ্রমণের তালিকাতেই নেই মলদ্বীপ! প্রতি রাতের খরচ কত জানেন?
শুধু কি ছোলে বাটুরে? হায়দরাবাদে অবস্থিত একটি রিয়েল এস্টেট ফার্ম একটি বিজ্ঞাপনে প্রতিশ্রুতি দিয়েছে কেউ যদি তেলঙ্গানায় একটি ফার্ম প্লট বা ফ্ল্যাট বুক করেন তাহলে লাক্ষাদ্বীপে বিনামূল্যে ভ্রমণের সুযোগ পাবেন৷ "বিনামূল্যে লাক্ষাদ্বীপ ভ্রমণ চান? একটি ফার্ম প্লট বা রেসিডেন্সিয়াল প্লট কিনুন এবং বিনামূল্যে ভ্রমণের আনন্দ পান! আন্দামান এবং নিকোবরের মতো ভারতীয় দ্বীপগুলির সৌন্দর্যের সন্ধান চলুক,” লেখা হয়েছে বিজ্ঞাপনে৷
ওই রিয়েল এস্টেট ফার্মের চেয়ারপার্সন বলছেন, বিজ্ঞাপন প্রচার এতখানিই কাজে এসেছে যে ইতিমধ্যেই ৫০টি ফ্ল্যাট বিক্রি হয়ে গিয়েছে। এই ৫০ জনকে জানুয়ারি থেকে মার্চের মধ্যে লাক্ষাদ্বীপ সফরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন তারা।
প্রধানমন্ত্রী মোদি লাক্ষাদ্বীপে যাওয়ার পর, গুগলে লাক্ষাদ্বীপের জন্য যে পরিমাণে মানুষ সার্চ করেছেন তা গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। MakeMyTrip বিশেষ ছাড় ঘোষণা করেছে। জানা গেছে লাক্ষাদ্বীপে ঘুরতে যাওয়ার জন্য মেকমাইট্রিপে ৩,৪০০% মানুষ বেশি সার্চ করেছেন৷
স্বাভাবিকভাবেই এখন লাক্ষাদ্বীপে প্রচুর সংখ্যক পর্যটকদের আনাগোনা চলবে, আরও বেশি হোটেল এবং রিসর্টের প্রয়োজন পড়বে। যে হোটেলগুলি আছে সেগুলিকেও পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করে তোলা হবে। এর আগে Paytm-ও লাক্ষাদ্বীপের ফ্লাইট টিকিটে ১,৫০০ টাকা পর্যন্ত ছাড় ঘোষণা করেছিল। Paytm-এ লাক্ষাদ্বীপে ভ্রমণের জন্য সার্চ ৫০ গুণ বেড়ে যাওয়ার পরেই এই পদক্ষেপ।