দেশে বড়রা এত ঝগড়া, মারামারি কেন করে?

Children's Day 2024: আমাদের দেশে আরও নতুন নতুন খাবার আবিষ্কার হওয়া উচিত। আর সেইসব খাবার যেন সবাই যখন ইচ্ছে খেতে পারে।

আমাদের দেশটা খুব বড়। আমাদের দেশে অনেক লোক থাকে। আমি একদিন এই দেশ পুরোটা ঘুরে দেখতে চাই। স্কুল যাওয়ার পথে, ঘুরতে বেরিয়ে আমি আমার দেশ দেখতে পাই। তখন দেখি, মানুষের খুব রাগ। রাগে সবাই সবার সঙ্গে ঝগড়া করছে। আমার ভয় হয়, এই বুঝি মারামারি শুরু হয়ে গেল। আমি চাই কেউ ঝগড়া করে মারামারি না করুক। কেউ অন্যের জিনিস নষ্ট না করুক। রাস্তার জিনিস নষ্ট না করুক। রাগ হলেই জোরে জোরে নিঃশ্বাস নিক। রাস্তায় দু-চাকার গাড়ি চালাতে গিয়ে হেলমেট না পরলেও বড় বিপদ হতে পারে। এতে নিজের বাড়ির লোকের খুব অসুবিধে হতে পারে।

আমার কুকুর, বেড়াল আর মাছ খুব ভাল্লাগে। চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে আমার ময়ূর, বাঘ, শিম্পাঞ্জি খুব ভালো লেগেছে। আমি এমন একটা দেশ চাই যেখানে সবাই পশুপাখিদের খুব ভালোবাসবে।

বাড়িতে টিভিতে সবাই খবর দেখে। আমি জানতে পারলাম যে আমার দেশে মেয়েরা সম্মান পায় না। এটা আমার ভালো লাগেনি। যারা এরকম করছে, তারা একদম ঠিক করছে না। আমি এমন দেশ চাই যেখানে সবাই সবাইকে খুব ভালোবাসে। সবাই সবাইকে সম্মান করে।

আরও পড়ুন- বড় হয়ে সিধু জ্যাঠা হইব ঠিক…

বাড়িতে খুব কথা হয় যে, দোষ করলেও নাকি দেশে শাস্তি হয় না। এটা খুব খারাপ। আমার মনে হয় যারা দোষ করবে, তাদের সঠিক শাস্তি পাওয়া ভালো। তবে অনেকের দোষ কম হয়। তাদের বেশি শাস্তি না দিয়ে বুঝিয়ে বললেও হবে।

আমি যখন ঘুরতে বেরোই দেখি চারদিকে খুব নোংরা ছড়িয়ে থাকে। আমার এটা দেখতে একদম ভাল্লাগে না। ওই নোংরা আবার কুকুর বেড়াল খায়। ওরাও তো এরকম নোংরা খেতে ভালোবাসে না। ওদের ভালো খাবার দিতে হবে। আর নোংরা সবসময় নোংরার গাড়িতে ফেলতে হবে।

আরও পড়ুন- পৃথিবীতে আমরা তো সবাই সমান

আমার খেতে খুব ভাল্লাগে। কিন্তু খাওয়ার সময়ে কী খাব ভেবে উঠতে পারি না। আমাদের দেশে আরও নতুন নতুন খাবার আবিষ্কার হওয়া উচিত। আর সেইসব খাবার যেন সবাই যখন ইচ্ছে খেতে পারে।

আমি পাহাড়ে ঘুরতে গেছি। ওখানে খুব ঠান্ডা থাকে। আমার খুব ভালো লেগেছিল। আমি চাই আমার দেশের সব জায়গায় সারা বছর একটু ঠান্ডা থাকুক।

আমি আমার দেশে সব ভালো চাই। সব আমার ইচ্ছেমতো না হলেও আমি কিছু কিছু এরকম চাই।

 

শৃণ্বন্তি ভট্টাচার্য

পঞ্চম শ্রেণি

জুলিয়েন ডে স্কুল

শিশুর ছবি পরিবারের অনুমতিক্রমে ব্যবহৃত হলো

More Articles