সকলে নিয়েছেন এই কোভিড ভ্যাকসিন! ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়ার কথা এতদিনে স্বীকার করল সংস্থা

Covishield Vaccine Side Effect: এরা মূলত দুইটি ব্র্যান্ডের ভ্যাকসিন বাজারে আনে। কোভিশিল্ড, যেটি ভারতে বহু বহু মানুষ নিয়েছেন এবং ভ্যাক্সজেভরিয়া।

কোভিড ভ্যাকসিন নিয়ে শরীরে নানা সমস্যা হয়েছে কি হয়নি, এই নিয়ে দীর্ঘ দীর্ঘ তর্ক চলেছে। অনেকে বলেছেন, ভ্যাকসিনের প্রভাবে পরবর্তীতে মৃত্যুও হয়েছে। অনেকে এও বলেছেন, বিবিধ অসুস্থতা দেখা দিয়েছে ভ্যাকসিনের ফলে। প্রায় দুই বছর কেটে গিয়েছে করোনা অতিমারীর। এতদিন পর AstraZeneca স্বীকার করেছে, করোনা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং তা বেশ ভয়াবহই! আদালতের নথিতে AstraZeneca এই প্রথম স্বীকার করেছে যে এটির কোভিড-১৯ ভ্যাকসিনের একটি বিরল পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড ভ্যাকসিন বিশ্বব্যাপী বিক্রি হয়েছিল। এরা মূলত দুইটি ব্র্যান্ডের ভ্যাকসিন বাজারে আনে। কোভিশিল্ড, যেটি ভারতে বহু বহু মানুষ নিয়েছেন এবং ভ্যাক্সজেভরিয়া। ফার্মাসিউটিক্যাল কোম্পানি AstraZeneca-র অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় তৈরি করা ভ্যাকসিন নেওয়ার ফলে গুরুতর আঘাত এবং মৃত্যুর অভিযোগ ওঠে। মামলা দায়ের হয় সংস্থার বিরুদ্ধে।

আরও পড়ুন- বিতর্কই তবে সত্যি? কোভিড ভ্যাকসিন নিয়ে দেহে বাড়ছে হার্ট, মস্তিষ্কের বিরল রোগ!

আদালতের দ্বারস্থ হয়ে বেশ কয়েকটি পরিবার অভিযোগ করেছে, অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া ভয়াবহ প্রভাব ফেলেছে। মামলাটি শুরু করেছিলেন জেমি স্কট। ২০২১ সালের এপ্রিলে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নিয়েছিলেন তিনি। দেখা যায় মস্তিষ্কে একধরনের স্থায়ী আঘাত হয়ে গিয়েছে তাঁর। থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিন্ড্রোম (টিটিএস) নামে পরিচিত একটি বিরল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে তাঁর দেহে এবং আরও বহু মানুষের শরীরে যারা এই টিকা নিয়েছিলেন। এই পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে রক্ত জমাট বেঁধে যায় এবং প্লেটলেট কমে যায়।

যুক্তরাজ্যের হাইকোর্টে জমা দেওয়া আইনি নথিতে, অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করেছে যে এর ভ্যাকসিন "খুব বিরল ক্ষেত্রে, টিটিএস ঘটাতে পারে।" যদি কোম্পানি নির্দিষ্ট ক্ষেত্রে ভ্যাকসিন-জনিত অসুস্থতা বা মৃত্যুর কথা স্বীকার করে তবে ব্যাপক পরিমাণে ক্ষতিপূরণ দিতে হতে পারে তাঁদের।

AstraZeneca-Oxford ভ্যাকসিন নিরাপত্তাজনিত কারণে যুক্তরাজ্যে আর ব্যবহৃত হয় না। মহামারী মোকাবিলায় কার্যকরী হলেও এই বিরল পার্শ্ব প্রতিক্রিয়াগুলি দেখা দেওয়ার কারণে বিষয়টি আর সহজে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই ভ্যাকসিন নেওয়ার ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং তাদের পরিবাররা এখন ন্যায্য ক্ষতিপূরণ দাবি করছেন। তারা চাইছেন, এই অসুস্থতার দায় নিক সংস্থা।

More Articles