সাপ কি সত্যিই সাপের মাংস খায়? অভাবনীয় দৃশ্য বদলে দেবে মানুষের বোঝাপড়া

Python Cannibalism : গোটা সাপটিকে খেতে প্রায় ১৫ মিনিট সময় লেগেছিল কালো মাথার অজগরটির।

কাক কাকের মাংস খায় কিনা এই প্রশ্ন এক সময় মানুষকে বড় আদিম সত্যের কাছে নিয়ে যেত। প্রয়োজনে মানুষ যে মানুষকেও খেতে পারে তা অস্বাভাবিক নয়। বরং আদিম প্রবণতা তাইই। মানুষের সংস্কৃতি ধীরে ধীরে তাকে স্বজাতিভক্ষণ থেকে দূরে ঠেলেছে। ক্যানিবালিজমের সঙ্গে মানুষের সম্পর্ক ক্ষীণতর হয়েছে। তবে প্রাণীদের মধ্যে এই প্রবণতা আজও আছে, ব্যাপক অর্থেই আছে। এক প্রজাতির সাপ এই ধারণাটিকে ফের চর্চায় নিয়ে এসেছে। অস্ট্রেলিয়ার ফার নর্থ কুইন্সল্যান্ডে কালো মাথার অজগর সাপকে নিজের প্রজাতির অন্য সদস্যকেই খেতে দেখা গেছে। অস্ট্রেলিয়ান ওয়াইল্ডলাইফ কনজারভেন্সির (AWC) পিকানিনি প্লেইন ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারির ব্যবস্থাপক নিক স্টক নিজে চোখে সেই দৃশ্য দেখেছেন। দেখেছেন কীভাবে একটি কালো মাথার অজগর আরেকটি সাপকে গিলে ফেলছে।

দূর থেকে সাপটিকে দেখে অবশ্য এমন ঘটনা মোটেও আশা করেননি তিনি। সাপের কাছাকাছি না যাওয়া পর্যন্ত ক্যানিবালিজমের এই দৃশ্য কল্পনাও করতে পারেননি। কাছে গিয়ে তিনি বুঝতে পারেন একটি বড় কালো মাথার অজগর একটি ছোট কালো মাথার অজগরকে খেয়ে ফেলছে। প্রথমে লেজ দিয়ে খাওয়া শুরু করে সবটাই খেয়ে ফেলে বড় সাপটি।

আরও পড়ুন- বিষাক্ততম সাপের কামড়ে মৃত্যু, ২০ বছরের এই তরুণ না থাকলে তৈরিই হতো না প্রতিষেধক

খাবার শেষ করে নিজের গর্তে ফিরে যায় বড় সাপটি। যেখানে সে খাওয়া শুরু করেছিল সেখান থেকে ১০ ফুট দূরেই ছিল সাপের বাসা। গোটা সাপটিকে খেতে প্রায় ১৫ মিনিট সময় লেগেছিল তার। পুরো ঘটনাটিই এই এতখানি সময় জুড়ে ক্যামেরাতে ধরে রাখেন নিক স্টক। কালো মাথার অজগরকে অন্য সাপকে খেয়ে ফেলছে এমন অবশ্য অস্বাভাবিক নয়। সরীসৃপই সরীসৃপের খাবারের প্রাথমিক উপাদান। স্টক এর আগেও অজগরটিকে অন্যান্য সাপ খেতে দেখেছিলেন।

এর আগে কালো মাথার অজগরকে ইস্টার্ন ব্রাউন স্নেক এবং ইয়েলো স্পটেড মনিটর খেতে দেখেছিলেন তিনি। তবে কালো মাথার অজগতকে আরেকটি কালো মাথার অজগর খেতে দেখার অভিজ্ঞতা এই প্রথম। এইভাবে সাপের ক্যানিবালিজমের ঘটনা ক্যামেরাবন্দি হওয়ার নজিরও কম।

কালো মাথার অজগররা স্তন্যপায়ী প্রাণীর চেয়ে সরীসৃপ খেতেই বেশি পছন্দ করে। গোয়ানা এবং নানা বিষধর সাপ সহ বড় বড় সরীসৃপ খায় কালো মাথার অজগর। তাই তারা সুযোগ পেলে অন্য অজগরকে গিলে ফেলবে এমনতা অস্বাভাবিক নয়। স্বজাতির অন্যান্য সাপদের খেয়ে আসলে ওই এলাকায় নিজেদের মধ্যে প্রতিযোগিতাও কমিয়ে দিচ্ছে এই সাপগুলি।

More Articles