ঘূর্ণাবর্ত থেকে ক্রমেই তৈরি হচ্ছে নিম্নচাপ! ভিজবে গোটা বাংলা?

Rain in South Bengal: শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্বাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে কয়েক জায়গায় দমকা ঝড়ো হাওয়া বইবে। উপকূল লাগোয়া ও পুর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বে...

বর্ষা নামলেও বৃষ্টির দেখা নেই ভেবে ভেবে মনখারাপ শহরবাসীর মনে খুশির বাতাস ছড়িয়ে বৃহস্পতিবার সামান্য হলেও বৃষ্টি নেমেছে শহর কলকাতায়। কিছুটা হলে স্বস্তি মিলেছে প্যাচপ্যাচে গরম থেকে। তবে শুঘু কলকাতা নয়, গোটা দক্ষিণবঙ্গেই এবার বৃষ্টির সম্ভাবনা। তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মৌসুমীবায়ু প্রবেশ করেছে। যার জেরে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে খুব শিগগিরই। বৃহস্পতিবারের বৃষ্টির আবেশ ধরে রেখেই বর্ষার ঝোড়ো স্পেল কলকাতাতেও শুরু হতে চলেছে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই। তার উপর কেকের উপর চেরি বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরির হওয়ার সম্ভাবনা। যার জেরে মাসের শেষের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।

জুন মাসে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই যথেষ্ট বৃষ্টির ঘাটতি ছিল। তা কি শেষপর্যন্ত মিটতে চলেছে নতুন মাসেই। অন্তত তেমনটাই আশা আবহাওয়া দফতরের। আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে। যা এই সপ্তাহের শেষে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়বে রাজ্যে। সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি চলবে।

আরও পড়ুন: ফের দানা বাঁধছে ঘূর্ণাবর্ত! কবে থেকে ঝেঁপে বৃষ্টি শহর কলকাতায়?

শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্বাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে কয়েক জায়গায় দমকা ঝড়ো হাওয়া বইবে। উপকূল লাগোয়া ও পুর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সব জেলার বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা। কয়েক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা। আগামী কয়েকদিন বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রয়েছে বজ্রপাতের আশঙ্কা। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেইড থেকে ওয়াইড স্প্রেইড রেইন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও আগামী ২৪ ঘণ্টাযয় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বেশি। মালদহ, দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে ভারী বৃষ্টি চলবে। তবে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কমবে। শনিবার ও রবিবার ওয়াইড স্প্রেইড রেইন মালদা ও দুই দিনাজপুরে।

আরও পড়ুন:অযোধ্যায় মন্দিরের ছাদ ফুটো! বৃষ্টিতে ভিজতে হবে রামলালাকে?

এদিকে এরই মধ্যে শক্তিশালী হতে থাকবে পশ্চিম-মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। শুক্রবারের মধ্যে যা নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা। এরই প্রভাবে দক্ষিণবঙ্গে সক্রিয় হবে মৌসুমী বায়ু। যা বর্ষার অনুকূল পরিবেশ তৈরি করে দেবে বলেই আশা। এর ফলে আগামী তিন চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। যার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

More Articles