চলে এল আয়কর দাখিলের দিন, কী করে সহজ ফর্মের মাধ্যমে ITR 1 ফাইল করবেন?

ITR 1 Sahaj Form Eligibility : নিজের আয়কর মিটিয়ে দিন এই ফর্ম ব্যবহার করে। তার আগে জেনে নিন এই বিশেষ ফর্মের খুঁটিনাটি তথ্য।

দেখতে দেখতে মার্চ মাসের শেষ সময় এসেই গেল। পুরনো অর্থবর্ষের পর নতুন একটা মরসুমের শুরু। ব্যবসা বাণিজ্য, অফিস, ব্যাঙ্ক, সরকার সবারই ব্যস্ততা বেড়ে যায় এই সময়। সেইসঙ্গে কেন্দ্রীয় সরকারের আরও একটি দফতরে কার্যত ঝড় চলে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, বা আয়কর দফতর। এই নাম শুনলে অনেকেরই গা, হাত-পা ঠাণ্ডা হয়ে আসে। আজও প্রচুর মানুষ নিজেদের আয়কর সঠিক সময় দাখিল করেন না। আর সেটা না হলেই শুরু হয় রেইড। ব্যক্তিমানুষের পাশাপাশি অফিস-কাছারি, কেন্দ্রের কাছে রাজস্ব তো দিতেই হবে। আর এই সময়ই আয়কর দফতরের ব্যস্ততা বাড়ে।

ছোটাছুটি শুরু হয় সাধারণ মানুষেরও। ইনকাম ট্যাক্স রিটার্ন কী করে করতে হবে, তা নিয়ে জিজ্ঞাসাও প্রচুর। প্রত্যেকেরই এই আয়কর জমা দেওয়ার জন্য একটি নির্ধারিত দিন থাকে। তার মধ্যে নির্ধারিত মূল্য সরকারকে দিতে হয়। তার সঙ্গেই জরুরি জিনিস হল ইনকাম ট্যাক্স রিটার্ন। যিনি কর দিচ্ছেন, তাঁর সম্পত্তির পরিমাণ, জমিজমা ইত্ত্যাদি সমস্ত তথ্য একটি ফর্মে লিখে, প্রমাণ দিয়ে পাঠাতে হয় আয়কর দফতরে। তারপর দফতর থেকে পুরো তথ্যের খুঁটিনাটি যাচাই করা হয়। যদি করদাতা নির্ধারিত মূল্যের থেকে বেশি আয়কর দেন, তাহলে বাড়তি টাকা তাঁকে ফেরত দেওয়া হয়। আর কম হলে, ফের একবার তলব করা হয়।

এই আয়কর রিটার্ন করার জন্যই মোট সাতটি ফর্ম রয়েছে। আলাদা আলাদা করদাতার জন্য এগুলি ব্যবহার করা হয়। তবে ভারতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ইনকাম ট্যাক্স রিটার্ন ১ বা ITR 1 ফর্ম। এক কথায় একে সহজ ফর্মও বলা হয় (Sahaj Form)। সময় শেষ হওয়ার আগেই নিজের আয়কর মিটিয়ে দিন এই ফর্ম ব্যবহার করে। তার আগে জেনে নিন এই বিশেষ ফর্মের খুঁটিনাটি তথ্য।

কারা ITR 1 Sahaj ফর্ম পূরণ করতে পারবেন?

ভারতের আয়কর দফতর বলছে, গোটা অর্থবর্ষে যাঁদের রোজগারের ঊর্ধ্বসীমা ৫০ লক্ষ টাকা থাকবে, তাঁরা এই ITR 1 Sahaj ফর্ম পূরণ করতে পারবে। এই আয়ের উৎসগুলি কী?

১) চাকরি থেকে উপার্জন, বাড়ি

২) চাষাবাদ থেকে অর্জিত টাকা (ঊর্ধ্বসীমা ৫০০০ টাকা)

৩) সেভিংস অ্যাকাউন্ট থেকে পাওয়া সুদ

৪) ব্যাঙ্ক, পোস্ট অফিস বা কো-অপারেটিভ সোসাইটিতে জমা রাখা টাকা থেকে পাওয়া সুদ

৫) ইনকাম ট্যাক্স রিটার্ন থেকে পাওয়া সুদ

৬) পরিবারের পেনশন

৭) অন্য কোনওরকম সুদবাবদ আয় থাকলে সেটা

৮) স্বামী অথবা স্ত্রীর আয়

কারা ITR 1 Sahaj ফাইল করতে পারবেন না?

১) যারা এনআরআই, ভারতের নাগরিকত্ব যাঁদের নেই

২) গোটা অর্থবর্ষে যাঁদের মোট আয় ৫০ লক্ষ টাকার থেকে বেশি

৩) চাষাবাদ থেকে আয় ৫০০০ টাকার বেশি

৪) লটারি, ঘোড়দৌড় বা যে কোনও আইনত জুয়া থেকে যারা রোজগার করেন

৫) পুরোপুরি ব্যবসা করে যাঁদের উপার্জন হয়

৬) কোনও কোম্পানির ডিরেক্টর পদে থাকা ব্যক্তি

৭) একটি বাড়ি বা জমির থেকে বেশি সম্পত্তি যাঁদের আছে

৮) আয়কর আইন ১৯৪এন (194N) অনুযায়ী যাঁদের কর ছাড় রয়েছে

ITR 1 Sahaj ফর্ম দাখিল করার জন্য আপনার কী কী নথি প্রয়োজন?

আয়কর দিতে গেলে অবশ্যই ইনকাম ট্যাক্স রিটার্নের ফর্ম পূরণ করতে হবে। আর সেটা করলেই হবে না, পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র লাগবে। তার ওপর নির্ভর করে আয়করের পরিমাণ ও যাচাই হবে। কী কী লাগবে? ১৬ নম্বর ফর্ম, ঘরভাড়ার কাগজ (যদি ভাড়া থাকেন, তবে), প্রিমিয়াম ইনভেস্টমেন্টের টাকা দেওয়ার রসিদ (যদি থাকে)। কিন্তু অন্যান্য কাগজপত্র যেমন, ইনভেস্টমেন্টের দলিল, কাগজ, টিডিএস সার্টিফিকেট ইত্যাদি লাগবে না। কিন্তু যখন আয়কর দফতর থেকে সমস্ত কিছু যাচাই করা হবে, তখন সায়িত্বপ্রাপ্ত অফিসাররা সেসব দেখতে পারেন।

অনলাইনে কী করে ITR 1 Sahaj ফর্ম ফাইল করবেন?

এখন অনলাইন প্রযুক্তির যুগ। প্রায় সমস্ত কাজই ইন্টারনেটের মাধ্যমেই হয়ে যাচ্ছে। আয়কর দফতরের ই-ফিলিং পোর্টালেই খুব সহজে সমস্ত নথি দিয়ে ফর্ম পূরণ করতে পারবেন। তবে এর সঙ্গে বেশকিছু বাড়তি তথ্যের প্রয়োজন। যেমন,

১) ব্যক্তিগত তথ্য (নাম, ঠিকানা ইত্যাদি)

২) সামগ্রিক আয়ের পরিমাণ

৩) সামগ্রিক খরচ

৪) কতটা ট্যাক্স দেওয়া হয়েছে

More Articles