একটি সংবাদ জীবন | কথাবার্তায় সুমন চট্টোপাধ্যায়-শুভাশিস মৈত্র

Shiyore Suman, an Interview of Suman Chattopadhyay : সাংবাদিক জীবনের চড়াই-উতরাই, কীভাবে পেরোলেন সুমন চট্টোপাধ্যায়! অনর্গল কথাবার্তায় মানুষ সুমন-সাংবাদিক সুমন, সঙ্গে শুভাশিস মৈত্র

সাংবাদিক-সম্পাদক সুমন চট্টোপাধ্যায়ের দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছিলেন শুভাশিস মৈত্র। 'শিয়রে সুমন' নামে সেই সাক্ষাৎকার এর আগে বই আকারে প্রকাশিতও হয়েছে। তবে ডিজিটাল মাধ্যমে এই বই এবার প্রথম প্রকাশ পেল ইনস্ক্রিপ্টে, লেখকের অনুমতি নিয়েই। সুমন চট্টোপাধ্যায়ের সাংবাদিক জীবন দীর্ঘ, খবরের কাগজ থেকে টেলিভিশন মাধ্যমের সাংবাদিকতার বদলে যাওয়া ধরনকে প্রত্যক্ষ করেছেন তিনি। রাজ্যের পালাবদলকে দেখেছেন জহুরির চোখে, বিদেশে যুদ্ধের ময়দানে দাপিয়ে বেরিয়েছেন খবরের সন্ধানে। কেমন ছিল সেই অভিজ্ঞতা, এই দীর্ঘ জীবনে যাদের সামনে থেকে দেখেছেন, সান্নিধ্য পেয়েছেন কেমন ছিলেন সেই মানুষেরা? বিতর্ক থেকে শুরু করে বিশ্বাসভঙ্গ- সবকিছু নিয়েই অকপট সুমন। সেই দীর্ঘ সাক্ষাৎকার পড়ুন ইনস্ক্রিপ্টে।    আমরা তো এই যে আজ বসেছি, কথা হলো গিয়ে, তুমি প্রায় ৩৭ বছর ধরে কখনও দিল্লিতে ,কখনও এই শহরে সাংবাদিকতা করছ। তোমার ষাট বছর বয়সও হয়ে গেল, মানে পুরোদস্তুর প্রবীণ নাগরিক। অনেক বড় দায়িত্ব সামলেছ, এখনও সামলাচ্ছো। এই পর্যায়ে এসে আমরা যদি পেছন ফিরে তাকাই বা আজকের সময় ও সাংবাদিকতা নিয়ে কথা বলি, তাহলে স্বাভাবিকভাবেই বহু ঘটনা, বহু প্রসঙ্গ আসবে। আমরা তার মধ্যে ঢুকব। তবে শুরুতে কয়েকটি…

Continue Reading

Support quality writing

Encourge writers

Access on any device

Rental includes 30 days of reading from the date of purchase
Already a member of Inscript.me family? Login Already a member of Inscript.me family? Login

More Articles