Discard Article
Do you really want to discard the article ?
Submit Article
Once you submit, the story will be produced to our
editor for review
লাশ শনাক্ত করতেও ভয় পাচ্ছেন মণিপুরবাসী? মৃতের সংখ্যা ২০০ ছুঁইছুঁই- দেখে নিন পরিসংখ্যান
Manipur Violence : কী বলছে সংখ্যাতত্ত্ব? মণিপুরবাসীর বিপদ কতখানি? কী থেকেই বা শুরু সংঘাত? পড়ুন বিস্তারিত।
কুকি'মুক্ত' মণিপুর গড়বে বিজেপি সরকার। কুকি-তাড়ানো এই যজ্ঞে রণক্ষেত্র হয়ে উঠেছিল মণিপুর। গত তিন চারমাস ধরেই বিশৃঙ্খলা চরমে।কোথাও চলছে সেনা বনাম জনতার হাতাহাতি, কোথাও অগ্নিদগ্ধ রাজপথে লেখা হচ্ছে প্রতিরোধের ইতিহাস। লাশ কুড়োতে কুড়োতে ক্লান্ত মণিপুর। কেমন আছে প্রতিবেশী রাজ্য?
মণিপুরে ৩ মে থেকে ঘটে চলা হিংসার ঘটনায় ১৪ সেপ্টেম্বর ডাকা হল সাংবাদিক সম্মেলন। পুলিশ সূত্রে খবর,মৃতের সংখ্যা ১৭৫ ছুঁয়েছে মণিপুরে। এরমধ্যে, ৯৬ টি মৃতদেহ এখনও শনাক্ত করা যায়নি, দাবি পুলিশের। সংবাদ-মাধ্যমে বারবার উঠে এসেছে মণিপুরে জাতিগত বিদ্বেষের বেনজির দৃষ্টান্ত। সংবাদসংস্থা 'হিন্দুস্তান টাইমস'-এর প্রতিবেদন অনুযায়ী, মণিপুরে অন্তত ৪৭৮৬ টি বাড়ি, ৩৮৬ টি ধর্মীয় স্থানসহ মোট ৫১৭২ টি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বিগতদিনে।
রাজ্য থেকে লোপাট হয়েছে ৫৬৬৮ টি অস্ত্র, যার মধ্যে মাত্র এক চতুর্থাংশ পুনরুদ্ধার করা গেছে। ১৫০৫০ টি গোলাবারুদ এবং ৪০০ টি বোমা উদ্ধার করা হয়েছে। রাজ্যের নিরাপত্তা বাহিনী ধ্বংস করেছে ৩৬০ টিরও বেশি অবৈধ বাঙ্কার। ইতিমধ্যেই গোটা রাজ্যকে ঘিরে ফেলেছে অসংখ্য ব্যারিকেড। ইম্ফলসহ মণিপুরের নানা প্রান্তে একেকটি ব্যারিকেড, আলাদা করে রেখেছে জাতিভিত্তিক জনগোষ্ঠীকে। সেই নিয়ে একটি প্রতিবাদসভারও আয়োজন করা হয়েছিল ৬ সেপ্টেম্বর। প্রসঙ্গত, সেখানেও ধস্তাধস্তিতে ৪০ জন পদপিষ্ট হয়েছেন বলে খবর।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে উত্তপ্ত হয়ে আছে মণিপুর। গত মঙ্গলবারও পশ্চিম ইম্ফল এবং কাংপোপকি জেলায় উগ্রবাদী হামলায় মৃত্যু হয়েছে তিন আদিবাসীর।ইতিমধ্যে, কুকি উপজাতিদের দাবিকে সমর্থন জানিয়েছে মিজোরামের ক্ষমতাসীন দল MNF। সব মিলিয়ে একটি চরম রাজনৈতিক তরজার মুখে ধুঁকছেন মণিপুরের মানুষ।
কেন জ্বলছে মণিপুর?
মণিপুরে ৩৪ টি উপজাতির মানুষের বাস আছে। তার মধ্যে মেইটিরাই সংখ্যাগরিষ্ঠ। তাঁরা দীর্ঘদিন থেকেই তফশিলি উপজাতি হিসেবে সংরক্ষণ দাবি করে এসেছেন। এখানেই সংঘাত বেধেছে আদিবাসীদের সঙ্গে মেইতিদের। মেইতিদের সংরক্ষণ না দেওয়ার পেছনেও উঠে এসেছে একাধিক যুক্তি। মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং- সরাসরিভাবে কুকি জনজাতিকে জবরদখলকারী হিসেবে অভিহিত করলে চরমে পৌঁছয় অশান্তি। কবে শেষ হবে এই জাতিগত বিদ্বেষের? কবে শান্তিতে ঘুমোতে পারবেন মণিপুরবাসী। তাকিয়ে সারা দেশ।
কলকাতার তলপেট মস্তানির একাল সেকাল
ধোঁয়াটে ক্রিক রো-র ঝলমলে জলসা! কলকাতা কাঁপাত মস্তান ভানু বোসের কালীপুজো
"Awsome! Author Manjima will view your appreciation"
Applause with Google Applause with Facebook Continue with General LoginYour purchase could not be completed
We received error when attempting to authorize your payment from razar pay. But don't worry our team will be in touch with you shortly
Congratulations!
You have unlocked “লাশ শনাক্ত করতেও ভয় পাচ্ছেন মণিপুরবাসী? মৃতের সংখ্যা ২০০ ছুঁইছুঁই- দেখে নিন পরি...” just now. Read it anytime in next 30 days