অবরুদ্ধ বাংলাদেশ থেকে গুচ্ছ কবিতা: আব্দুল আজিজ

Bangladesh Quota Protest: বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের ওই সব ভয়ঙ্কর দিনগুলো এখনও বুকে গভীর ক্ষতের মতো। সেই সব দিনকেই মনে করায় অবরুদ্ধ বাংলাদেশ থেকে কবিতাগুচ্ছ।

AA

একজন মা

 

সন্তান ভূমিষ্ট হওয়ার পর থেকে একজন মা

সন্তানের ভালো ত্বকের জন্য

খাঁটি তেল ও

দামী লোশন খোঁজেন।

চুল কাটার প্রসঙ্গ এলেই

একজন মা

চুল ছোটো করতে বলেন

কমের মধ্যে ভালো জামা কাপড়ের জন্য

একজন মা

দোকানে উচ্চস্বরে দাম দর করেন

ভালো টিউটর থেকে স্কুল

সবকিছুর দৌড়েই থাকেন একজন মা।


কিন্তু এই মুহূর্তে একজন মা

হাসপাতালে দাঁড়িয়ে আর কিছুই করছেন না

কান্নায় ভিজে যাওয়া ঠোঁটে চুমু নিয়ে

প্রিয় সন্তানের ব্যথা ভুলিয়ে দেওয়ার জন্য

শুধু গুলিবিদ্ধ স্থানটি খুঁজে চলেছেন।

 

মৃত্যুকে উপদেশ দিও না


মৃত্যুকে উপদেশ দিও না, ভুলেও

মৃত্যু পরিবর্তন আনে

বিচ্ছেদ কি দেখা যায়

যদি না সে অন্ধ হয়, প্রেমে...

 

নবাগত তরুণদের মাজারে


নবাগত তরুণদের মাজারে

সদ্য ফোটা গোলাপ

আর মোমবাতি নিয়ে আমরা উপস্থিত।


জন্মদিনের কেকের মতো পুষ্পবতী

মাজারে

বিস্ময়কর স্মৃতিচারণের আলো

সঙ্কেত দিচ্ছে ভালোবাসার।


শোকের শর্ত কি

ঘরে ঘরে

মর্সিয়া বিলাপ

নাকি

টিএসসির মোড়ে

তাহাদের মত উল্লাস করে

বিরিয়ানি ভোজন।


তোমাদের বলছি

বাতিল আসবাবপত্রের মতো

অনুজ্জ্বল ভঙ্গুর আমাদের ভবিষ্যতে

তোমরা জ্বেলে গেছ আলো।


এখন থেকে তোমরাই আমাদের পথপ্রদর্শক, পীর

আর এই ভগ্নহৃদয়ে গড়ে তুলেছি তোমাদেরই মাজার।


আজ ১৯ শে জুলাই

 

আজ ১৯ শে জুলাই

গণহত্যায়

লুটিয়ে পড়া

দেহের মতো,

ঝরে পড়ছে

রাতের বৃষ্টি

আমি নির্বাক শেয়াল

হুক্কাহুয়া

দেওয়ার হুকুম নেই।


কিন্তু আমাদের পিতৃতুল্য জন্তুরা জেগে -


দেখো ক্রীতদাসের জীবন নিয়ে

মৃত গ্রীষ্মের পর বাদামের আইলে

পড়ে আছি

কোনও এক ঢোড় সাপের মতো খোলস ছেড়ে।



নিধন পর্ব


মাটিতে কবর হয়নি তাদের

আমি তো জেনেছি

বাতাসে সমাধিস্থ হয়েছে তারা।


সুঘ্রাণ পাই বহু দূর

থেকে।

ওরা যে

আমাদের ভাই।

বলে গেছে, নৈঃশব্দ্যকে

ভয় পেয়ো না

সত্যিই তো ওদের কণ্ঠেই

আমাদের জয়।

More Articles