দুরন্ত গতিতে ছুটছে সেনসেক্স-নিফটি, কোন শেয়ার কিনবেন, কোনটা ছাড়বেন?
G20 Impact on Share Market: ভারতীয় বাজারে এই মুহূর্তে লাভের জোয়ার। আজকেই শেয়ার বাজারে ৯টি স্টক এক্স ডিভিডেন্ট দিতে চলেছে তাদের বিনিয়োগকারীদের।
জি-২০ সম্মেলনের শেষে এবার ম্যাজিক দেখাতে শুরু করল ভারতীয় শেয়ার বাজার। ভারতীয় শেয়ার মার্কেট নতুন এক ইতিহাস গড়েছে। এই প্রথম ২০ হাজারের ঊর্ধ্বসীমা অতিক্রম করল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি। এক লাফে ১৮০ পয়েন্ট এগিয়ে গিয়ে ২০ হাজারের উপরে চলে গেছে নিফটি। টানা সপ্তম দিনের ঊর্ধ্বগতি বজায় রাখল সেনসেক্সও। সপ্তাহের প্রথম দিনেই ৫২৮.১৭ পয়েন্ট লাভ করে ৬৭১২৭.০৮ পয়েন্টে পৌঁছে গেছে সেনসেক্স। সোমবারের পর মঙ্গলবারেও একইভাবে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার। ২০ হাজারের গণ্ডি অতিক্রম করে এই মুহূর্তে নিফটি দাঁড়িয়ে রয়েছে ২০,০০৮ পয়েন্টে। ১৯ হাজার থেকে ২০ হাজার হতে নিফটির প্রয়োজন ছিল মাত্র ৫২টি সেশন, যা শেয়ারবাজারে নিরিখে বেশ খুশির খবর।
সেক্টরের দিকে দেখতে হলে, সোমবার বম্বে স্টক এক্সচেঞ্জের প্রত্যেকটি সেক্টর লাভের মুখ দেখেছে। তবে সব থেকে বেশি লাভজনক সেক্টর থেকেছে ইউটিলিটি সেক্টরটি। আগামী এক সপ্তাহে এই সেক্টর নতুন রেকর্ড গড়বে বলে আশা প্রকাশ করছেন অভিজ্ঞ বিনিয়োগকারীরা। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক অনুযায়ী মঙ্গলবার বাজার খোলার সময় ইউটিলিটির লাভের পরিমাণ দাঁড়িয়েছে, ২.৪৩ শতাংশ। ইউটিলিটির পরেই জায়গা করে নিয়েছে টেলিকম সেক্টর, পাওয়ার সেক্টর, এবং অটোমোবাইল সেক্টর। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের দিকে নজর রাখলে, এই তালিকায় সবার উপরে রয়েছে সরকারি ব্যাঙ্ক। এরপর রয়েছে মেটাল সেক্টর এবং অটো সেক্টর। তার পাশাপাশি নিফটিতে এই মুহূর্তে সরকারি ব্যাঙ্কের লাভের পরিমাণ রয়েছে ৩.১৩ শতাংশ।
বাজার বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় শেয়ারবাজার এই মুহূর্তে লিড করছে বুল। অর্থাৎ আগামী কয়েক দিন বিনিয়োগ করার জন্য সেরা সময়। ভারতের শেয়ার বাজারের ইতিহাসে কখনই নিফটি ২০ হাজারের উপরে যায়নি। কিন্তু, জি- ২০ সম্মেলনের দৌলতে এই প্রথম এতটা ঊর্ধ্বমুখী শেয়ার বাজার। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে এক লম্বা লাফ দিয়েছে ভারতীয় শেয়ার মার্কেট। যদি বিশাল বড় পরিবর্তন না হয় তাহলে এই সপ্তাহে ১৯,৯০০-এর নিচে নামছে না ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচকটি। অন্যদিকে, যদি নিফটি ২০,২০০-এর লক্ষ্যমাত্রা অতিক্রম করে যেতে পারে, তাহলে খুব সহজেই ২০,৫০০-এর গণ্ডিও অতিক্রম করবে নিফটি। সেক্ষেত্রে যারা এই শেয়ারে বিনিয়োগ করেছিলেন তারা বিশাল লাভের মুখ দেখবেন।
আরও পড়ুন- ‘মন কি বাত’ শুনেই জন্ম উত্তরীয়র? জি২০ অতিথিদের এই বিশেষ ‘অঙ্গবস্ত্র’ আসলে কী?
সংস্থাগুলির তালিকায় নজর দিলে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার সেনসেক্সের দিকে সর্বাধিক লাভ করেছে পাওয়ার গ্রিড, অ্যাক্সিস ব্যাঙ্ক, মারুতি সুজুকি, স্টেট ব্যাঙ্ক। সবথেকে বেশি লাভ করেছে পাওয়ার গ্রিড। সোমবার এই শেয়ারের লাভের পরিমাণ ২.১৮ শতাংশ। তবে ৩০টি সেনসেক্স কোম্পানির মধ্যে, বর্তমানে ক্ষতির সম্মুখীন মাত্র দু'টি কোম্পানি, বাজাজ ফাইন্যান্স (০.২২ শতাংশ ক্ষতি) ও লার্সেন অ্যান্ড টাব্রো (০.২৭ শতাংশ ক্ষতি)।
অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক নিফটির লাভের তালিকায় এক নম্বরে রয়েছে আদানি পোর্ট এবং আদানি এন্টারপ্রাইজ। এরপরের তৃতীয় স্থানে রয়েছে পাওয়ার গ্রিড এবং চতুর্থ স্থানে রয়েছে অ্যাপোলো হসপিটাল। আদানি পোর্টের বর্তমান লাভের পরিমাণ ৬.৯৬ শতাংশ। অন্যদিকে, নিফটিতে সর্বাধিক ক্ষতির তালিকায় রয়েছে কোল ইন্ডিয়া, ওএনজিসি, এলটি, এবং বাজাজ ফাইন্যান্স।
আমেরিকায় সেপ্টেম্বরের মূল্যস্ফীতির কারণে এশিয়া স্টক মার্কেট এই মুহূর্তে কিছুটা নিম্নমুখী। সারা বিশ্বের শেয়ার মার্কেট তাকিয়ে আছে ফেডারেল রিজার্ভের পরবর্তী পদক্ষেপের দিকে। মনে করা হচ্ছে, এরপর সুদের হারের উপর নতুন নিয়ম জারি করবে আমেরিকার ফেডারেল রিজার্ভ। সেক্ষেত্রে এশিয়া প্যাসিফিক শেয়ার নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনিতেই, MSCI এর ব্রডকাস্ট ইনডেক্স অনুযায়ী জাপানের বাইরে এশিয়া প্যাসিফিক শেয়ার ০.৪ শতাংশ ক্ষতির সম্মুখীন হয়েছে সপ্তাহের প্রথম দিন। শুক্রবারে তুলনায় আমেরিকার শেয়ার বাজার কিছুটা ক্ষতিপূরণ করতে পারলেও, আমেরিকার ওয়াল স্ট্রিটের অবস্থা খুব একটা ভালো না। সেই কারণে যদি এখন বিনিয়োগ করতে হয় তাহলে ভারতীয় বাজারে বিনিয়োগ করাই শ্রেয়।
বাজার বিশেষজ্ঞদের ধারণা, নিফটি যদি ৩৮.২% ফিবোনাশি এক্সটেনশন পেতে পারে তাহলে এই সপ্তাহের শেষের দিকে নিফটি ২০,৪৫০ এর গণ্ডি অতিক্রম করতে পারবে। সেক্ষেত্রে যারা নিফটি শেয়ারে বিনিয়োগ করেন তাদের দারুণ লাভ। নিফটির পরবর্তী টার্গেট ২১,৫০০, যা প্রধান ব্রেক আউট লেভেল ১৮,৫০০ এর থেকে ৩,০০০ পয়েন্ট বেশি। অন্যদিকে গত এক বছরে নিফটির ট্রেলিং রেট ২২.৩৯ পয়েন্ট যা দীর্ঘ সময়ের অনুপাত ২০.৩৯ এর থেকে কিছুটা বেশি। ফলে বলাই যেতে পারে, আগামী এক বছরে নিফটি অনেকটাই ঊর্ধ্বমুখী চলবে।
এখন কোন কোন স্টকের দিকে নজর রাখা উচিত?
ভারতীয় বাজারে এই মুহূর্তে লাভের জোয়ার। আজকেই শেয়ার বাজারে ৯টি স্টক এক্স ডিভিডেন্ট দিতে চলেছে তাদের বিনিয়োগকারীদের। এই নয়টি ডিভিডেন্ট পেয়িং স্টকের মধ্যে রয়েছে MSTC, ভগবতী অটো, জুপিটার ওয়াগন এবং Hind Hardy। এই স্টকের দিকে আপনি নজর রাখতে পারেন।
বোনাস শেয়ারের মধ্যে ২০২৩ সেপ্টেম্বরে সব থেকে বেশি লাভ দেবে পাওয়ার গ্রিড কর্পোরেশন। বর্তমানে বাজারের সবথেকে বেশি লাভজনক শেয়ার এটি। এই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টররা ইতিমধ্যেই ১:৩ বোনাস শেয়ার দেওয়ার কথা ঘোষণা করেছেন।
এই মুহূর্তে সব থেকে ভালো স্টক কোনগুলি?
এই সময় বিনিয়োগ করার জন্য ভারতের বাজারের ৬টি স্টক বর্তমানে সবথেকে বেশি নজর কাড়া।
১. Divi Laboratories
৩৭৩৬ টাকায় এই শেয়ার আপনি এখন কিনতে পারছেন। এই শেয়ারের টার্গেট ভ্যালু চলছে ৩৮৫২ টাকা এবং স্টপ লস ৩৬৫৪ টাকা। এই স্টকের বিশ্লেষণ করলে, DIVISLAB বর্তমানে ৩৭৩৬ টাকায় ট্রেড করছে। ৩৭০০ টাকার সাবস্টেন্সিয়াল সাপোর্ট ইতিমধ্যেই পেয়ে গিয়েছে এই শেয়ার। ২০,৫০,১০০ এবং ২০০ এর গড়ে এই স্টক ভালো ব্যবসা করছে। এই শেয়ারে বিনিয়োগ করলে আপনার লাভ হওয়ার সম্ভাবনা ভালোই।
আরও পড়ুন- জি২০ সামিটে চিনের ধাক্কা! বেল্ট অ্যান্ড রোড প্রকল্প থেকে সরে যেতে পারে ইতালি
২. Axis Bank
অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ার এই মুহূর্তে ১,০০০ টাকায় ট্রেড করছে। এই শেয়ারের সর্বাধিক টার্গেট ভ্যালু ১,০৪০ টাকা এবং স্টপ লস ৯৮০ টাকা। ৫০ এবং ২০ দিনের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ দেখাচ্ছে এই স্টক।
৩. Gujrat Gas
শর্ট রানে বিনিয়োগ করতে হলে এই শেয়ারটি আপনার জন্য সবথেকে ভালো শেয়ার হতে চলেছে। বর্তমানে এই শেয়ার ৪৬০ টাকায় ট্রেড করছে। এই শেয়ারের টার্গেট ভ্যালু ৪৭২ টাকা। স্টপ লস কাউন্ট রয়েছে ৪৫২ টাকা। তবে সব থেকে বড় বিষয় হলো, এই স্টকের একটি বুলিশ রিভার্সাল প্যাটার্ন রয়েছে। এর কারণে এই স্টকে কিছু সময়ের জন্য আপনি একটা বিনিয়োগ করতে পারেন। এতে আপনার লাভ হবে অনেকটাই বেশি।
৪. Bharti Airtel
আবারও শর্ট টার্ম চার্টের একটি ভালো শেয়ার উপরের দিকে উঠতে শুরু করেছে। শেয়ার বাজারে ভারতে এয়ারটেলের একটা বুলিশ প্যাটার্ন দেখা যায়। তাই কম সময়ের মধ্যে বিনিয়োগ করতে হলে এটাও আপনার পছন্দের মধ্যে থাকতে পারে। এই শেয়ার এখন আপনি কিনতে পারবেন ৮৯০ টাকায় এবং এর সর্বাধিক টার্গেট ভ্যালু ৯০০ টাকা। টার্গেট ভ্যালু কম হলেও এই শেয়ার আপনাকে লাভ দেবে ভালো। এর স্টপ লস মাত্র ৮৮২ টাকা। তাই এই শেয়ারের বাউন্স ব্যাক করার সম্ভাবনা অনেকটা বেশি।
৫. Piramal Enterprise Ltd বা PEL
চার্ট প্যাটার্নে এই মুহূর্তে বুলিশ স্টক হিসেবেই নজর কাড়ছে পিরামল এন্টারপ্রাইজ। এই স্টক আপনি এখন ১১২৭ টাকায় কিনতে পারছেন এবং এর টার্গেট ভ্যালু ১২০০ টাকা। ১০৯৭ টাকার স্টক লসে এই শেয়ার আপনাকে দারুণ লাভ দিতে পারে।
৬. Max Financial Services Ltd
৯৫৪ টাকায় এখন আপনি এই শেয়ার কিনতে পারছেন এবং এই শেয়ারের টার্গেট ভ্যালু ৯৮৫ টাকা। ৯৩৭ টাকার স্টপ লস নিয়ে এই শেয়ার আপনাকে বুল ট্রেন্ড দেখাতে পারে। সহজেই এই শেয়ারে আপনি বিনিয়োগ করে প্রচুর লাভ পেতে পারেন।