'মন কি বাত' শুনেই জন্ম উত্তরীয়র? জি২০ অতিথিদের এই বিশেষ 'অঙ্গবস্ত্র' আসলে কী?

G20 Leaders Khadi Angvastram : জ্যোতি গ্রিনই ভারতের প্রথম এবং একমাত্র সৌর খাদি ইউনিট।

দু’দিনের অতিথিরা ভারতে এসেছিলেন। আয়োজনে ঢালাও ব্যবস্থা। নিরামিষ খাওয়ানো হয়েছে ঠিকই, তবে তার ব্যবস্থাপনা দেখে আমিষভোজীরাও লজ্জা পেয়েছেন। ভারতে গত ৯ এবং ১০ সেপ্টেম্বর জুড়ে আয়োজিত হয়েছে G20 সম্মেলন। আর এই সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজঘাটে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদের গলায় পরিয়েছেন বিশেষ এক উত্তরীয় বা অঙ্গবস্ত্র। তবে যে সে অঙ্গবস্ত্র নয়। এই উত্তরীয়টির সঙ্গে জড়িয়ে আছে প্রধানমন্ত্রীর 'মন কি বাত'। বৃষ্টিভেজা রাজঘাটে বাপু কুটিরের একটি ছবির সামনে দাঁড়িয়ে খাদির অঙ্গবস্ত্রম বা উত্তরীয় পরিয়ে দিয়েছেন মোদি। খাদি কাপড়ের তৈরি এই অঙ্গবস্ত্রটি যেখানে তৈরি, সেই কারখানা শুরুই হতো না মোদির 'মনের কথা' না শুনলে!

বিষয়টা হচ্ছে, এই যে বিশেষ উত্তরীয়, এটি উত্তরপ্রদেশের জলেসার এলাকার একটি কারখানায় উত্পাদিত। প্রধানমন্ত্রী মোদির মাসিক রেডিও অনুষ্ঠান 'মন কি বাত'-এর সঙ্গে তাহলে এর কী সংযোগ? জি২০ সম্মেলনে আগত অতিথিদের যে খাদি কাপড়ের উত্তরীয় দেওয়া হয়েছে তা 'জ্যোতি গ্রিন' কারখানায় তৈরি করা হয়েছে। এই কারখানার প্রতিষ্ঠাতা অঙ্কিত সিসোদিয়া। প্রধানমন্ত্রী মোদির মাসিক রেডিও প্রোগ্রাম শুনে অনুপ্রাণিত হয়েই খাদি কাপড়ের এই ব্যবসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন- জি২০ সামিটে চিনের ধাক্কা! বেল্ট অ্যান্ড রোড প্রকল্প থেকে সরে যেতে পারে ইতালি

অঙ্কিত সিসোদিয়া এমবিএ পাশ ঝকঝকে তরুণ। পড়াশোনা শেষ করে একটি বহুজাতিক সংস্থায় এক বছর কাজ করেছিলেন তিনি। চারদিক দেখেশুনে পরে তিনি নিজের ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেন। 'মন কি বাত' রেডিও প্রোগ্রামে প্রধানমন্ত্রী মোদির কথায় প্রভাবিত হয়েই পাঁচ বছর আগে প্রচলিত পদ্ধতির পরিবর্তে আধুনিক পদ্ধতি ব্যবহার করে খাদি উৎপাদন শুরু করেছিলেন অঙ্কিত। এই নয়া পন্থায় খাদি পণ্য উৎপাদনের জন্য তিনি তাঁর শহর জলেসারে 'জ্যোতি গ্রিন' শুরু করেন। জ্যোতি গ্রিনই ভারতের প্রথম এবং একমাত্র সৌর খাদি ইউনিট।

এই জ্যোতি গ্রিনে তৈরি কাপড় 'খাদি ইন্ডিয়া'-তে পাঠানো হয়। G20 নেতাদের গলায় থাকা সেই বিখ্যাত 'অঙ্গবস্ত্রম' তৈরি করেছে জলেসার শহরের এই কারখানাটিই। জলেসার শহরের অবশ্য একটি নিজস্ব পরিচয় আছে। এই জলোসরেই তৈরি হয় ঘুংরু, নাচের অন্যতম গুরুত্বপূর্ণ এক উপাদান। ঘণ্টা, ঘুংরু ইত্যাদি তৈরির জন্য সারা বিশ্বে বিখ্যাত জলোসর এখন দেশের খাদি কাপড়ের উত্পাদনের সঙ্গে জড়িত বিশেষ নাম হয়ে উঠছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিভা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিয়ারা সকলেই এই খাদিবস্ত্র নিয়েই ফিরেছেন নিজ দেশে।

 

More Articles