স্রেফ আলু দিয়েই মঙ্গলে তৈরি হবে আস্ত বাড়ি! কেন এমন অদ্ভুত চিন্তা বিজ্ঞানীদের?
Mars House with Potatoes : তাবড় বিজ্ঞানীরাই এমন জিনিস দিয়ে বাড়ি তৈরির ‘নিদান’ দিয়েছেন। তাই বলে আলু দিয়ে বাড়ি! সেটা কেমন কথা!
একটা সামান্য বাড়ি তৈরি করতে কী কী লাগে? আগেকার দিনে বেশিরভাগই ছিল মাটির বাড়ি। এখন সেটি কংক্রিট আর ইটের গাঁথনিতে রূপান্তরিত হয়েছে। যত দিন যাচ্ছে, বাড়ির গঠনও আরও আধুনিক, ঝা চকচকে হচ্ছে। বিশাল জানলা, ভেতরে এলাহি আয়োজন, সব মিলিয়ে সভ্যতার চরম শিখরে। কিন্তু কংক্রিট কিংবা ইট নয়, স্রেফ আলু দিয়ে যদি বাড়ি তৈরি করা যায়? শুধু আলু নয়, তার সঙ্গে যদি যুক্ত করা যায় মানুষের মূত্র আর রক্ত? কেমন হবে সেই বাড়িটি? প্রথমে মনে হলেও, এটি কোনও ভৌতিক উপন্যাসের দৃশ্য নয়। বরং খোদ তাবড় বিজ্ঞানীরাই এমন জিনিস দিয়ে বাড়ি তৈরির ‘নিদান’ দিয়েছেন। তাই বলে আলু দিয়ে বাড়ি! সেটা কেমন কথা!
আসল রহস্যে আসার আগে একটু বিজ্ঞান আর মহাকাশের দিকে ফেরা যাক। প্রযুক্তির এই বিস্ফোরণের যুগে নিত্যদিন নতুন নতুন গবেষণায় মগ্ন রয়েছেন বিজ্ঞানীরা। মহাকাশের নক্ষত্র থেকে আণুবীক্ষণিক জীব, কিছুই বাদ যায় না। মহাকাশ তো সবসময়ই রহস্যের খনি হয়ে হাজির হয়। এর আগে চাঁদে মানুষ পাঠিয়েছেন বিজ্ঞানীরা। সৌরজগতের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছে মহাকাশযানগুলি। এমনকী, সূর্যের কাছেও পৌঁছে গিয়েছেন বিজ্ঞানীরা। তবে আপাতত তাঁদের লক্ষ্য মঙ্গল গ্রহ। পৃথিবীর এই ‘যমজ গ্রহ’টি নিয়ে বহু বছর ধরেই চলছে পরীক্ষা নিরীক্ষা। মঙ্গলে কি আদৌ জীবন ছিল? জলের অস্তিত্ব নিয়েও বারবার পরীক্ষা চালাচ্ছে মার্স রোভার। নানারকম প্রমাণও পাওয়া যাচ্ছে।
আর এতকিছুর মধ্যে সামনে চলে আসছে আরও একটি বিষয়। পৃথিবীর জনসংখ্যা দিনকে দিন বাড়ছে। বিশ্ব উষ্ণায়নের কারণে মেরু অঞ্চলের বিশাল বিশাল হিমবাহ গলে যাচ্ছে। সমুদ্রের জলস্তর বাড়লে একটু একটু করে দেশগুলির অস্তিত্ব মুছে যাবে। তাহলে কোথায় যাব আমরা? এই ভাবনা থেকেই অন্যত্র বসবাসের খোঁজের চিন্তা করছেন বিজ্ঞানীরা। চাঁদ হোক বা মঙ্গল, কোথায় হবে পরবর্তী বসতি, সেটা নিয়ে চলছে আলোচনা।
মঙ্গলে যদি বসতি স্থাপন করা হয়, তাহলে কেমন হয়? এই প্রশ্ন থেকেই গবেষণা শুরু করেন ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সম্প্রতি আন্তর্জাতিক জার্নাল ‘ওপেন ইঞ্জিনিয়ারিং’-এ সেই গবেষণা প্রকাশিতও হয়। সেখানেই উঠে এসেছে আলুর প্রসঙ্গ। গবেষক দলের মতে, মঙ্গলে বসতি করতে গেলে আলুই নাকি একমাত্র ভরসা। ইট নয়, আলু দিয়েই নাকি তৈরি করা হবে বাড়ির স্ট্রাকচার। কীভাবে?
বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘স্টারক্রেট’ (StarCrete)। সাধারণ কংক্রিট, ইটের গঠন মঙ্গল গ্রহে কাজ করবে না। তার জন্য দরকার আরও শক্ত আর মজবুত জিনিস, যা প্রবল চাপ সহ্য করতে পারে। সেজন্যই আলু, নুন আর স্পেস ডাস্ট বা মহাকাশের ধুলিকণাকে মিশিয়ে তৈরি করা হয়েছে এই স্টারক্রেট। সাধারণ কংক্রিটের থেকেও বহুগুণ শক্তিশালী এটি। বিজ্ঞানীরা বলছেন, প্রায় ৩২ মেগাপাস্কাল চাপ নিতে পারে এই আলুর মিশ্রণটি। এবার এর সঙ্গে আরও অন্যান্য জিনিস যেমন ফক্স-মার্সিয়ান মাটি, চাঁদের ধুলো মেশালে এর শক্তি আরও কয়েকগুণ বাড়বে। শুধু তাই নয়, মানুষের মূত্র আর রক্ত মেশালেও নাকি একটু হলেও এই স্টারক্রেট মিশ্রণের ক্ষমতা বাড়বে!
আপাতত পরীক্ষা নিরীক্ষার পর্যায় আছে পুরো ব্যাপারটাই। মঙ্গলে বসতি স্থাপন করার জন্য মূল পদার্থ হতে চলেছে আলুই! শুনতে যতই অদ্ভুত আর আজব লাগুক না কেন, বিজ্ঞানীরা এখানেই আশার আলো দেখছেন। আপাতত গবেষণা সম্পূর্ণ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা। তারপর মঙ্গল গ্রহে নিয়ে গিয়ে শক্তি পরীক্ষাও করা হবে। তারপরই বোঝা যাবে আসল ক্ষমতা।