'ফাঁদে পড়েছি' মেসেজ লিখেই নিখোঁজ! সোশ্যাল মিডিয়ায় তন্নতন্ন করে যে খোঁজ চলছে

Siliguri: জয়ের স্ত্রী শ্রাবণী অধিকারী জানিয়েছেন, রাত পৌনে বারোটা নাগাদ জয় তাঁকে হোয়াটস্যাপে জানান যে তিনি সরাইঘাট এক্সপ্রেসে উঠেছেন।

এই ছিল, এই নেই! আর থাকা থেকে না থাকার মাঝের পথটিও অত্যন্ত রহস্যময়। যে রহস্যের সিন্দুকে রয়েছে একটি হোয়াটস্যাপ মেসেজ। সুস্থ সবল একজন মানুষ নিখোঁজ হয়ে গেলেন একটি মেসেজ লিখে! বাড়ি ফেরার কথা ছিল। কথা ছিল বড়দিন কাটাবেন পরিবারের সঙ্গে। কিন্তু আশ্চর্যজনকভাবে উধাও হয়ে গেলেন শিলিগুড়ির যুবক। শিলিগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডের হাকিমপাড়ার বাসিন্দা বছর চল্লিশের জয় অধিকারীর হঠাৎ উধাও হয়ে যাওয়া, আর চলন্ত ট্রেন থেকে করা তাঁর একটি মেসেজ ঘিরে এখন হইচই চারদিকে।

বড়দিন স্ত্রী ও দুই মেয়ের সঙ্গে কাটাতেই বাড়ি ফিরছিলেন জয়। বেসরকারি সংস্থায় চাকরি করেন জয় অধিকারী। তাঁর নিজের বাড়ি আলিপুরদুয়ারে। কাজের সূত্রেই শিলিগুড়িতে ঘরভাড়া নিয়ে তিনি পরিবারের সঙ্গে থাকেন। বড়দিনের আগে, ২৪ ডিসেম্বর মঙ্গলবার কাজ শেষ করে মালদা থেকে শিলিগুড়ি ফেরার ট্রেনে চেপেছিলেন তিনি। কিন্তু আর ফেরেননি বাড়ি। ট্রেন থেকেই নিখোঁজ হয়ে যান জয়। আর নিখোঁজ হওয়ার আগে একটি হোয়াটস্যাপ করেন স্ত্রীকে।

জয়ের স্ত্রী শ্রাবণী অধিকারী জানিয়েছেন, রাত পৌনে বারোটা নাগাদ জয় তাঁকে হোয়াটস্যাপে জানান যে তিনি সরাইঘাট এক্সপ্রেসে উঠেছেন। কিন্তু একটি ফাঁদে পড়েছেন তাই সব কিছু খুলে বলতে পারছেন না। কোনওরকমে সুযোগ পেয়ে নাকি তিনি মেসেজ করছেন। এই ফাঁদ থেকে বেরিয়ে ফোন করবেন বলেও জানান জয়। কিন্তু তারপর থেকেই ফোন বন্ধ।

আরও পড়ুন- চলন্ত ট্রেনে বেছে বেছে সংখ্যালঘুদের হত্যা! যে খাদের ধারে দাঁড়িয়ে আছে মোদির ভারত

পরিবারের মানুষ ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে পুলিশে যায়। পানিট্যাঙ্কি ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়। উত্তর-পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা জানিয়েছেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। নিউ জলপাইগুড়ি স্টেশন, নিউ কোচবিহার স্টেশন সহ বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়েছে, অথচ জয় অধিকারীর কোনও সন্ধান নেই। বিভিন্ন স্টেশনে ছবি দিয়ে যোগাযোগ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় জয় অধিকারীর ছবি দিয়ে প্রচার চালানো হচ্ছে।

চলন্ত ট্রেনে ঠিক কোন ফাঁদে পড়েছিলেন জয়? ফোন নম্বরের শেষ লোকেশনে সূত্র ধরেও সন্ধান চালাচ্ছে পুলিশ। কিন্তু ট্রেনের মধ্যে কী এমন বিপদে পড়তে পারেন জয়। সহযাত্রীদের মধ্যে থেকেও এমন কী বিপদ ঘটেছে যাতে কয়েক ঘণ্টার মধ্যে নিখোঁজ হয়ে গেলেন তরতজা যুবক! অবাক করছে এই ঘটনা। সোশ্যাল মিডিয়াতে হন্যে হয়ে সন্ধান চলছে। আলোর সামান্য খোঁজ মিলবে কিনা এই নিয়েই উৎকণ্ঠায় পরিবারও।

More Articles