৩৫টি ফোনে বন্ধ হয়ে যাচ্ছে WhatsApp! আপনার ফোনও কি রয়েছে তালিকায়?

WhatsApp: স্যামসাং, মোটোরোলা, সোনি, এলজি, অ্যাপেল, হুয়াওয়েই সংস্থার মোট ৩৫টি ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ।

হোয়াটস্যাপেই এখন ক্লাস, হোয়াটস্যাপেই ব্যবসা, হোয়াটস্যাপেই অফিসও। হোয়াটস্যাপ না চললে তোলপাড় পড়ে যায় বিশ্বজুড়ে। রোজের কাজের জীবন, বন্ধুজীবন এই অ্যাপটির উপর নির্ভরশীল হয়ে পড়েছে অজান্তেই। কিন্তু কিছুদিনের মধ্যেই আপনার ফোনে কাজ বন্ধ করে দিতে পারে এই মেসেজিং অ্যাপ। ৩৫ টি মোবাইলে WhatsApp আর কাজ করবে না বলে টেক দুনিয়ার খবর। আপনার ফোন যদি বেশ পুরনো হয়ে থাকে, দীর্ঘদিন ধরে যদি ফোনের একই মডেল ব্যবহার করে থাকেন তাহলে এই সমস্যায় পড়তেই হবে আপনাকে। CanalTech-এর রিপোর্ট বলছে, স্যামসাং, মোটোরোলা, সোনি, এলজি, অ্যাপেল, হুয়াওয়েই সংস্থার মোট ৩৫টি ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। কিন্তু কেন?

মূলত, WhatsApp Updates এবং Security Patches আর পাওয়া যাবে এই ৩৫টি ফোনে। ব্যবহারকারীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত। যাতে আরও সহজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন মানুষ এবং অ্যাপ ব্যবহারকালে তাঁদের নিরাপত্তাও অটুট থাকে তাই জন্যই এই ব্যবস্থা। সুতরাং নির্বিঘ্নে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গেলে এবার ফোন বদলাতে বা ফোন আপগ্রেড করতেই হবে। কোন কোন ফোনে হোয়াটস্যাপ চলবে না আর?

আরও পড়ুন- রিলস দেখছেন সারাক্ষণ! ইনস্টাগ্রাম রিলসের ভয়াবহ দিক জেনে আঁতকে উঠছে বিশ্ব

স্যামসাং

দক্ষিণ কোরিয়ার সংস্থার স্যামসাংয়ের গ্যালাক্সি Ace প্লাস, গ্যালাক্সি কোর, গ্যালাক্সি এক্সপ্রেস ২, গ্যালাক্সি গ্র্যান্ড, গ্যালাক্সি নোট ৩, গ্যালাক্সি এস৩ মিনি, গ্যালাক্সি এস৪ অ্যাক্টিভ, গ্যালাক্সি এস৪ মিনি, গ্যালাক্সি এস৪ জুম ফোনগুলিতে হোয়াটসঅ্যাপ আর কাজ করবে না।

মোটোরোলা

লেনোভো অধিকৃত সংস্থা মোটোরোলার মোটো জি এবং মোটো এক্স মডেলে আর কাজ করবে হোয়াটসঅ্যাপ।

অ্যাপেল

আইফোন ৫, আইফোন ৬, আইফোন ৬এস, আইফোন ৬এস প্লাস এবং আইফোন এসই মডেলগুলিতে হোয়াটসঅ্যাপ কাজ করবে না।

হুয়াওয়েই

চিনের এই সংস্থার Ascend পি৬ এস, Ascend জি৫২৫, Huawei সি১৯৯, Huawei জিএক্স১এস, Huawei ওয়াই৬২৫ ফোনগুলিতে হোয়াটসঅ্যাপ কাজ করবে না।

লেনোভো

লেনোভো ৪৬৬০০, লেনোভো এ৮৫৮টি, লেনোভো পি৭০, লেনোভো এস৮৯০- এই তিন মডেলের ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে।

সোনি

এক্সপেরিয়া জেড১, এক্সপেরিয়া ই৩- এই দুই মডেলের ফোনে হোয়াটসঅ্যাপ কাজ করবে না।

এলজি

অপটিমাস ৪এক্স এইচডি, অপটিমাস জি, অপটিমাস জি প্রো, অপটিমাস এল৭ মডেলের ফোনগুলিতে হোয়াটসঅ্যাপ আর কাজ করবে না।

আরও পড়ুন- ফিঙ্গারপ্রিন্ট, ফেসলক অতীত! জানেন আপনার নিঃশ্বাসেই খুলতে পারে মোবাইলের তালা?

হোয়াটসঅ্যাপে নানা আপডেট যুক্ত হয়েছে নানা সময়ে। হোয়াটস্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তার দিকেও কড়া নজর দিয়েছে কর্তৃপক্ষ। এই সমস্ত নতুন ফিচার, নতুন আপডেট যাতে সমস্ত ফোনে ভালোভাবে কাজ করে তাই পুরনো ফোনগুলিতে অ্যাপটির পরিষেবা বন্ধ করা হচ্ছে। অ্যান্ড্রয়েড ৫.০ বা তার বেশি ভার্সন এবং আইওএস ১২ বা তার থেকে আপডেটেড ভার্সনেই এবার থেকে কাজ করবে হোয়াটসঅ্যাপ। ফোনে অ্যান্ড্রয়েড ৫.০ কিংবা আইওএস ১২-এর কম বা পুরনো ভার্সন থাকলে এবার হোয়াটস্যাপ ব্যবহার করতে গেলে ফোন বদলাতেই হবে।

More Articles