তিনি না থাকলে প্রাণ হারাত ৪১ শ্রমিক! সুড়ঙ্গ থেকে উদ্ধারের নেপথ্যে কে এই আর্নল্ড ডিক্স?

Arnold Dox Uttarkashi Rescue : তিন দশকের কর্মজীবনে আর্নল্ড ডিক্স প্রধানত ভূগর্ভস্থ নিরাপত্তা নিয়েই কাজ চালিয়ে গিয়েছেন।

ভূগর্ভে ১৭ দিন ধরে আটকে রয়েছেন তারা। পরিচয় পরিযায়ী শ্রমিক। ভারতের বিভিন্ন জেলা থেকে কাজ করতে গিয়েছিলেন উত্তরকাশীতে। ১২ নভেম্বর দীপাবলির রাত্রে ধসে পড়ে সিল্কিয়ারার সুড়ঙ্গের ছাদ। সেই ছাদ ধসে গিয়ে সুড়ঙ্গের মধ্যেই আটকে পড়েন ৪১ জন শ্রমিক। হিমালয়ের ওই দুর্বল ভূপ্রকৃতিতে সুড়ঙ্গ নির্মাণ নিয়ে গোড়া থেকেই পরিবেশবিদদের একাংশ তীব্র বিরোধিতা করেন। সুড়ঙ্গ ভেঙে পড়ার পরে ওই শ্রমিকদের বের করে আনতে এত সময় লাগার কারণও ওই ভূপ্রকৃতিই। যাতে শ্রমিকদের বের করতে গিয়ে আবারও সুড়ঙ্গ বা বড় যন্ত্রপাতি ভেঙে না পড়ে সেই দিক মাথায় রেখেই ঢিমে তালে এগিয়েছে উদ্ধারকার্য। আর এই উদ্ধারকার্য ত্রুটিহীন করতে আন্তর্জাতিক টানেলিং বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্সকে নিযুক্ত করা হয় এই কাজে। বিশ্বজুড়ে ভূগর্ভস্থ নির্মাণ সম্পর্কিত আইনি, পরিবেশগত, রাজনৈতিক এবং নৈতিক বহু ঝুঁকি নিয়েছেন আর্নল্ড।

২৮ নভেম্বর সকালেই উদ্ধারকারী দল জানায়, শেষ কয়েক মিটার ধ্বংসস্তূপের মধ্য দিয়ে খনন প্রায় সম্পূর্ণ। এই খবর পাওয়া মাত্র আশ্বস্ত বোধ করেছেন আর্নল্ড। বারেবারেই আর্নল্ড ডিক্স বলেছেন, "পাহাড় আমাদের একটিই কথা বলছে, বলছে নম্র হতে।” এই একই কথা বলেছিলেন ভারতের পরিবেশকর্মী এবং বহু সচেতন মানুষও। শুধুমাত্র তীর্থযাত্রীদের সুবিধার্থে বিশাল এই সুড়ঙ্গ তাও খোঁড়া হয়েছে হিমালয় পার্বত্য অঞ্চলের এমন নরম ভূমিতে।

আর্নল্ড ডিক্স আসলে কে?

আর্নল্ড ডিক্স ইন্টারন্যাশনাল টানেলিং অ্যান্ড আন্ডারগ্রাউন্ড স্পেস অ্যাসোসিয়েশনের (জেনেভা) সভাপতি। আর্নল্ড ডিক্স একাধারে ভূতত্ত্ববিদ, ইঞ্জিনিয়ার এবং আইনজীবীও! মেলবোর্নের মোনাশ ইউনিভার্সিটি থেকে বিজ্ঞান ও আইন নিয়ে পড়াশোনা করেন এই টানেলিং বিশেষজ্ঞ। এর পাশাপাশিই দক্ষ একজন আইনজীবীও তিনি। তিন দশকের কর্মজীবনে আর্নল্ড ডিক্স প্রধানত ভূগর্ভস্থ নিরাপত্তা নিয়েই কাজ চালিয়ে গিয়েছেন।

২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত কাতার রেড ক্রিসেন্ট সোসাইটিতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজও করেছিলেন আর্নল্ড। লিঙ্কডিনে আর্নল্ডের প্রোফাইল বলছে ভূগর্ভস্থ এমন নানা ঘটনার মোকাবিলায় আর্নল্ডের পরামর্শ ও প্রতিক্রিয়া সারা বিশ্বজুড়েই পরিচিত।

আর্নল্ড ডিক্সের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য বলছে, ২০২০ সালে আন্ডারগ্রাউন্ড ওয়ার্কস চেম্বার গঠনের জন্য লর্ড রবার্ট মেয়ার পিটার ভিকারি কিউসি-তে যোগ দেন আর্নল্ড। ভূগর্ভস্থ নানা স্থানে জটিল, অভিনব এবং ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জগুলির প্রযুক্তিগত সমাধানে তিনি সিদ্ধহস্ত।

মঙ্গলবার, ২৮ নভেম্বর সকালে, আর্নল্ড ডিক্স সিল্কিয়ারা টানেলে আটকে পড়া ৪১ জন নির্মাণ শ্রমিককে নিরাপদে সরিয়ে আনার জন্য স্থানীয় আধ্যাত্মিক নেতাদের সঙ্গে মিলে প্রার্থনাও করেন আর্নল্ড ডিক্স।

অধ্যাপক আর্নল্ড ডিক্স ভূগর্ভস্থ এবং পরিবহন পরিকাঠামোর বিশেষজ্ঞ। নির্মাণের ঝুঁকি থেকে শুরু করে নিরাপত্তার, সমস্তটা নিয়েই তাঁর কাজ। ভূগর্ভস্থ নির্মাণের সঙ্গে সম্পর্কিত ঝুঁকির বিষয়ে পরামর্শ দেন তিনি। ভূগর্ভস্থ টানেলিং বিষয়ে বিশ্বের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের অন্যতম আর্নল্ড। ঘটনাস্থলে পৌঁছনোর পরপরই, আর্নল্ড ডিক্স সিল্কিয়ারা টানেল সাইটে যান, উদ্ধার অভিযানে জড়িত সংস্থাগুলির সঙ্গে কথা বলেন। প্রথম থেকেই এই শ্রমিকদের উদ্ধারের বিষয়ে চরম আশাবাদী ছিলেন আর্নল্ড। তাই প্রতিশ্রুতি দিয়েছিলেন, আসছে বড়দিনের মধ্যেই আটকে পড়া ৪১ জন শ্রমিককে বাড়ি ফেরাবেন তিনি। বড়দিনের বহু আগেই আসতে চলেছে বড় খবর। উদ্ধারকারী দল মঙ্গলবারই ধসে পড়া সিল্কিয়ারা টানেলের ধ্বংসস্তূপের মধ্যে আরও ৬০ মিটার ড্রিল করে ফেলে। ডিক্স জানান, প্লাজমা কাটার নিয়ে আসাতে ধ্বংসস্তূপে আটকে থাকা কিছু অংশ কাটার গতি বেড়ে যায়।

আর্নল্ড ডিক্সের কর্মজীবনে এমন অসংখ্য ঘটনা রয়েছে যা বিশ্বব্যাপী টানেল নিরাপত্তার প্রসঙ্গে তাঁকে করে তুলেছে অদ্বিতীয়। ২০১১ সালে, টানেলিংয়ে শ্রেষ্ঠ কাজের জন্য, বিশেষ করে টানেলয়ের অগ্নি নিরাপত্তায় চমকপ্রদ কাজের জন্য অ্যালান নেইল্যান্ড অস্ট্রালাসিয়ান টানেলিং সোসাইটির দ্বি-বার্ষিক পুরস্কার পান তিনি। আর্নল্ড ডিক্স ব্রিটিশ ইনস্টিটিউট অফ ইনভেস্টিগেটরের সদস্য। তিনি সমস্ত মহাদেশ জুড়েই কাজ করেন। আর্নল্ড বিশেষজ্ঞ আন্ডারগ্রাউন্ড ওয়ার্কস চেম্বার্সের সদস্য, ভিক্টোরিয়ান বারের সদস্য এবং টোকিও সিটি ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিংয়ের (টানেল) ভিজিটিং প্রফেসর।

More Articles