Budget 2024: বাজেটে চাকরির দিশা নেই, ইন্টার্নশিপই ভরসা মোদি সরকারের?

Union Budget 2024: মঙ্গলবার বাজেটের শুরুতেই শিক্ষা, প্রশিক্ষণ, কৃষি উৎপাদন ও কর্মসংস্থানের উপর জোর দেন। চাকরিজীবীদের জন্য নতুন প্রকল্প আনার কথাও বলেন তিনি।

দেশে তৃতীয় বার ক্ষমতায় ফিরেছে বিজেপি। এবার লোকসভা ভোটে আশাজনক ফল করতে পারেনি গেরুয়া শিবির। ভোটের আগে অন্তর্বর্তীকালীন বাজেটে তেমন কোনও বড় ঘোষণাই করেনি কেন্দ্র। সবটাই তুলে রাখা হয়েছিল পূর্ণাঙ্গ বাজেটের জন্য। এবার মোদি সরকারের সামনে চ্যালেঞ্জ আরও বেশি। ২০৩০ সাল পর্যন্ত অ-কৃষি খাতে বার্ষিক গড়ে প্রায় ৭৮.৫ লক্ষ কর্মসংস্থান তৈরি করতে হবে কেন্দ্র সরকারকে। তবেই ভারতীয় অর্থনীতিতে ক্রমবর্ধমান শ্রমশক্তি পূরণ হবে। অর্থনৈতিক সমীক্ষা অন্তত তাই বলছে। আর এই কর্মসংস্থান তৈরি করাই আপাতত সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সামনে।

তৃতীয়বার সরকার গড়ার পর মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট মঙ্গলবার। ইতিমধ্যেই সেই বাজেট পেশ করে ফেলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ২০২৪ সালের এই পূর্ণাঙ্গ বাজেটের দিকে তাকিয়ে ছিলেন দেশের চাকরিজীবীরা। দেশে বেকারত্বের সমস্যা বাড়ছে। শিক্ষিতদের যথাযথ চাকরি দিতে পারছে না সরকার। এমন নানা অভিযোগ ঘুরে বেড়াচ্ছে বহু দিন ধরেই। মঙ্গলবার বাজেটের শুরুতেই শিক্ষা, প্রশিক্ষণ, কৃষি উৎপাদন ও কর্মসংস্থানের উপর জোর দেন। চাকরিজীবীদের জন্য নতুন প্রকল্প আনার কথাও বলেন তিনি।

আরও পড়ুন: Budget 2024: পেনশনভোগীদের জন্য বিরাট ঘোষণা! কতটা আয়কর ছাড় দিলেন নির্মলা?

কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রীর প্যাকেজে তিনটি প্রকল্প আনার কথা উল্লেখ করেন অর্থমন্ত্রী এদিন বাজেটে। সেখানেও ইনসেনটিভ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। গুরুত্ব দেওয়া হচ্ছে ইপিএফও-র উপরেও। যাঁরা প্রথম চাকরিতে যোগ দেবেন তাঁদের জন্যও একাধিক সুযোগ-সুবিধার কথা ঘোষণা করেছেন তিনি। নতুন চাকরিতে যোগ দিলে সব কর্মীকে এক মাসের বেতন দেওয়া হবে। তিনটি ইন্সটলমেন্টে ৫০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে বেতন। বহু চাকরিজীবী এতে উপকৃত হবেন। প্রথমবার চাকরিতে যোগ দেবেন যাঁরা, EPFO-তে তাঁদের নাম ওঠার পর, তাঁদের ইনসেনটিভ দেবে কেন্দ্র। EPFO-তে প্রথম বার যাঁদের নাম নথিভুক্ত হবে, তাঁদের এক মাসের বেতন দেওয়া হবে সরকারের তরফে। তিনটি ইনস্টলমেন্টে প্রভিডেন্ট ফান্ড মারফত এই টাকা দেবে সরকার। এক্ষেত্রে ওই কর্মী এবং নিয়োগকারী সংস্থার ভাগে প্রথম চার বছরের EPFO-র টাকা কেন্দ্রই জমা দিয়ে দেবে। উৎপাদন ক্ষেত্রে কর্মসংস্থান প্রসঙ্গে নির্মলা জানান, প্রত্যেক অতিরিক্ত নিয়োগের ক্ষেত্রে দু'বছরের জন্য নিয়োগকারী সংস্থার ভাগের EPFO-র টাকা সরকার ফিরিয়ে দেবে।

এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভ হিসেবে তিনটি প্রকল্পের কথা এদিন ঘোষণা করেছেন নির্মলা। যেখানে প্রথম প্রকল্পে বলা হয়েছে, EPFO-তে নাম নথিভুক্ত হলে তিনটি কিস্তিতে ১৫ হাজার টাকা পর্যন্ত মিলবে। তবে বেতন হতে হবে ১ লক্ষ টাকা। দ্বিতীয় কিস্তি পাওয়ার আগে অনলাইন ফাইনান্সিয়াল কোর্স করতে হবে কর্মীদের। ২ কোটি ১০ লক্ষ যুবক যুবতী এতে উপকৃত হবেন। দ্বিতীয় প্রকল্পে, উৎপাদন ক্ষেত্রে নবনিযুক্ত কর্মী এবং নিয়োগকারী সংস্থার ভাগের EPFO-র টাকা, প্রথম চার বছরের জন্য সরকারই দেবে। এতে ৩০ লক্ষ ছেলেমেয়ে উপকৃত হবেন। তৃতীয় প্রকল্পে, প্রতি অতিরিক্ত কর্মী নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থা প্রথম দু'বছর EPFO বাবদ মাসে যে ৩০০০ টাকা জমা দেবে, তা ফিরিয়ে দেওয়া হবে তাদের। এক্ষেত্রে ১ লক্ষের মধ্যে বেতন হতে হবে নবনিযুক্ত কর্মীদের। এতে ৫০ লক্ষ ছেলেমেয়ে উপকৃত হবেন। কিন্তু নিয়োগের ১২ মাসের মধ্যে যদি চাকরি ছেড়ে দেন ওই কর্মী, সেক্ষেত্রে সরকারকে টাকা ফেরত দিতে হবে ওই সংস্থাকে।

এদিন বাজেটে অর্থমন্ত্রী জানালেন, ‘আমরা কর্মসংস্থান, মধ্যবিত্ত এবং স্কিল তৈরির ওপর জোর দেব’। শিক্ষাক্ষেত্রেও বড় সুবিধা আসছে বলে জানান নির্মলা। ১০ লক্ষ টাকা পর্যন্ত দেশের মধ্যে পড়ার জন্য ঋণ নেওয়ার ব্যাপারে সরকার সাহায্য করবে। প্রতি বছর ১ লক্ষ ছাত্রকে ই-ভাউচার দেওয়া হবে। এদিনের বাজেটে অর্থমন্ত্রী জানান, ‘সরকার মহিলা, যুব, গরিব, পিছিয়ে পড়ার দিকে নজর রাখছে’। অর্থমন্ত্রী এদিন বলেছেন, "২ লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় ব্যয়ে ৫ বছরের মধ্যে ৪.১ কোটি যুবক-যুবতীর ভবিষ্যত সহায়ক ৫ প্রকল্প গড়া হবে ৷ বাজেটে কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, এমএসএমই এবং মধ্যবিত্তের স্বার্থের উপর জোর দেওয়া হয়েছে ৷ ২০২৫ অর্থবর্ষের বাজেট শিক্ষা এবং কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়নের জন্য ১.৪৮ লক্ষ কোটি টাকা প্রদানের জন্য ফেব্রুয়ারির অন্তর্বর্তী বাজেটে ঘোষিত বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন এখনও চলছে ৷"

কর্মক্ষেত্রে মহিলাদের সমান যোগদানের সুযোগ তৈরি করতে, দেশের বিভিন্ন জায়গায় মহিলাদের জন্য ওয়ার্কিং হস্টেল তৈরি কথা এদিন ঘোষণাও করেন নির্মলা। দক্ষতা বাড়ানোর জন্য সরকার ঋণের ব্যবস্থা করবে যাতে সরকারের গ্যারান্টি থাকবে। যাতে সাড়ে ৭ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। এতে প্রতিবছর ২৫ হাজার বেশি পড়ুয়া উপকৃত হবে। ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার ব্যাপারে সরকার সাহায্য করবে দেশের মধ্যে পড়ার জন্য। যাতে সুদের হার থাকবে ৩ শতাংশ পর্যন্ত। ৩ লক্ষ কোটি টাকা মহিলাদের দক্ষতা বাড়ানো এবং প্রশিক্ষণের জন্য বরাদ্দ করা হয়েছে। সরকারের গ্যারান্টিতে ২০ লক্ষ টাকা মুদ্রা লোন দেওয়া হবে। ১০ লক্ষ টাকা থেকে মুদ্রা লোন বেড়ে হচ্ছে ২০ লক্ষ টাকা। এমএসএমই-দের জন্য এক্সপোর্ট হাব তৈরি করা হবে। MSME-র জন্য একছাদের নীচে উৎপাদন থেকে রফতানির ব্যবস্থা থাকবে। স্কিল ডেভলপমেন্টের জন্য় আগামী ৫ বছরের মধ্যে এক হাজার আইটিআই শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নতি করা হবে।

তবে মুখে যতই কর্মসংস্থানের কথা বলুন না কেন অর্থমন্ত্রী, নতুন চাকরি তৈরির জায়গা কতটা রয়েছে, সে কাজে কতটা সফল হবে মোদি সরকার, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই কি দেশে ইন্টার্নশিপের সুযোগ বাড়ানো হচ্ছে? নির্মলা এদিন জানিয়েছেন, প্রথম সারির সংস্থাগুলিতে ছেলেমেয়েরা যাতে ইন্টার্নশিপ করার সুযোগ পান, তার জন্য একবছর ধরে হাতে-কলমে কাজ শেখার সুযোগ থাকবে সঙ্গে ৫ হাজার টাকা অ্যালাওয়েন্সও দেওয়া হবে। বেসরকারি ক্ষেত্রেও সরকার অনুদান দেবে বলে জানিয়েছেন নির্মলা।

আরও পড়ুন:Budget 2024: বিশ্বস্ততার পুরস্কার! বিহার আর অন্ধ্রপ্রদেশকে কী কী দিয়ে ভরিয়ে দিলেন মোদি?

এদিকে মোদি ৩.O জমানার পূর্ণাঙ্গ বাজেটে কর্মসংস্থান সংক্রান্ত ঘোষণার অংশটি কংগ্রেসের ইস্তেহারের অনুপ্রেরণায় তৈরি বলেই তোপ দেগেছেন প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম। 2024 সালের লোকসভা নির্বাচনের সময় কংগ্রেসের তরফে যে ইস্তেহার সামনে আনা হয়েছিল, তাতে নির্মলার এমপ্লয়মেন্ট-লিঙ্কট ইনসেনটিভ (ইএলআই) প্রকল্পের মতোই অনুরূপ সুযোগসুবিধার কথা বলা হয়েছিল। কংগ্রেসের ইস্তেহারের তিরিশ পৃষ্ঠা ভালো করে দেখলেই তা মালুম হবে। চিদাম্বরমের মতে, বাজেটে এই প্রকল্পের অন্তর্ভুক্তি কর্মসংস্থানের সমস্যা সমাধানের দিকে একটি ইতিবাচক পদক্ষেপের ইঙ্গিত দেয়। টুইট করে সে কথা জানান প্রাক্তন অর্থমন্ত্রী নিজেই।

 

এমনকী শিক্ষানবিশ ভাতার যে উল্লেখ রয়েছে কেন্দ্রীয় বাজেটে, তা-ও কংগ্রেসের ইস্তেহারে রয়েছে বলে দাবি তাঁর। যদিও বিজেপির এই পদক্ষেপকে স্বাগতই জানিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী।

More Articles