Budget 2024: এই ট্যাক্স বাড়তেই মাথায় হাত লগ্নিকারীদের, কোটি কোটি টাকার ক্ষতি
Share Market: বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন যে যে কোনও রকম অ্যাসেটের উপর বিনিয়োগে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এবার থেকে ১০ শতাংশের বদলে দিতে হবে ১২.৫ শতাংশ।
তৃতীয়বার ক্ষমতায় আসার পর মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। ভোটমুখী বাজেটে প্রায় কিছুই ঘোষণা করেননি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সমস্তটাই তুলে রেখেছিলেন পূর্ণাঙ্গ বাজেটের জন্য। স্বাভাবিক ভাবেই এই বাজেটের দিকে নজর ছিল গোটা দেশের। মঙ্গলবার বাজার খোলার পর সোমবারের থেকে প্রায় ৫০ পয়েন্ট বেড়ে গিয়েছিল সেনসেক্সের সূচক। এমনকী সামান্য বেড়ে যায় টাকার দামও। তবে বেশিক্ষণের জন্য নয়। তার পরেই মুখ থুবড়ে পড়ল শেয়ার বাজার। লক্ষ লক্ষ টাকার ক্ষতির মুখে পড়লেন বহু ব্যবসায়ী।
লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পরেই বিরাট ধস নেমেছিল শেয়ার বাজারে। মঙ্গলবার সকালে শেয়ার বাজারে সামান্য উন্নতি হতেই আশায় বুক বেঁধেছিলেন অনেকেই। তবে শেষপর্যন্ত সেই আশাভঙ্গই হল। এর আগে ১ ফেব্রুয়ারি বাজেট ঘোষণার সময় সেনসেক্স ছিল ৭১,৬৪৭.৩০ পয়েন্টে। এরপর গত ৬ মাসে সেনসেক্স বেড়েছে প্রায় ৯ হাজার পয়েন্ট। তবে মঙ্গলবার সকালটা যেভাবে শুরু হয়েছিল, বেলা বাড়তেই হু হু করে নামতে থাকল সেনসেক্স।
চলতি বছরের ২০২৩ সালের অর্থনৈতিক সমীক্ষাতেই জানানো হয়েছে শেয়ারবাজারে খুচরো বিনিয়োগকারী ব্যবসায়ীদের ক্ষতির কথা। অর্থনৈতিক সমীক্ষা ২০২৪-এ বলা হয়েছিল যে খুচরো বিনিয়োগকারীদের সংখ্যা দ্রুত বাড়ছে। এছাড়া শেয়ারবাজারে বাজি ধরার প্রবণতা বাড়ছে, এতে মানুষ ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। অর্থনৈতিক সমীক্ষায় সরকারের এমন উল্লেখ বাজেটে শেয়ারবাজারের জন্য বিশেষ কিছু ঘোষণার দিকেই ইঙ্গিত দিচ্ছিল বলে মনে করেছিল ওয়াকিবহাল মহল। ক্যাপিটাল গেইন সংক্রান্ত কোনও বড় ঘোষণা আসতে চলেছে বলেই মনে করছিলেন তারা।
আরও পড়ুন: Budget 2024: কীসের দাম বাড়ছে, সস্তা হচ্ছে কোন কোন জিনিস?
হলও তেমনটাই। পূর্ণাঙ্গ বাজেটে কর্মসংস্থান থেকে কৃষি, শিক্ষা থেকে আয়কর, একাধিক ক্ষেত্রে বেশ বড় বড় একগুচ্ছ ঘোষণা সামনে আনেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদী ক্যাপিটাল গেইন ট্যাক্স ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১২.৫ শতাংশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর সেই ঘোষণা সামনে আসতে না আসতেই হু হু করে নামতে থাকে সেনসেক্স। সকালটা পতন দিয়ে শুরু হলেও মধ্যিখানে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। বেশ খানিকটা উঠতেও থাকে সেনসেক্স। তবে নির্মলার ঘোষণার পরে ১১০৩ পয়েন্ট পড়ে যায় বাজার।
বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন যে যে কোনও রকম অ্যাসেটের উপর বিনিয়োগে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এবার থেকে ১০ শতাংশের বদলে দিতে হবে ১২.৫ শতাংশ। অর্থাৎ কোনও অ্যাসেট কিনে ১ বছর পর বিক্রি করলে তাঁর মুনাফার উপর ১২.৫ শতাংশ কর ধার্য করা হবে। বিনিয়োগকারীদের জন্য যে খবর বেশ হতাশাজনক। যার ফলে বাজেট প্রস্তাব পাঠের ২৫ মিনিট যেতে না যেতেই ফের একবার লাল রেখায় সেনসেক্স। নিফটিও কমল ২২.১০ পয়েন্ট। মঙ্গলবার সকালে ১৩০ পয়েন্ট বেড়ে ৮০,৬৩৫ পয়েন্টে পৌঁছেছিল সেনসেক্স। নিফটি ৫০-ও ছিল ২৪,৫৩৮ পয়েন্টের সীমায়। সূত্রের খবর, তারপর ফ্ল্যাট ট্রেডিং চলছিল। সকাল ১১টার সময় অর্থমন্ত্রীর বাজেট পেশ শুরু হতেই সেনসেক্স ৪৫.৮৮ পয়েন্ট নীচে পড়ে যায়। নিফটিও নেমে আসে ৪৪.৯০ পয়েন্ট। নিফটি স্মলক্যাপ ও মিডক্যাপ সূচকও ০.৩৫ শতাংশ কমে গিয়েছিল।
বেলা গড়াতে ফের মুখ থুবড়ে পড়ে বাজার। এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ সেনসেক্স ৮৩৪.৫৭ পয়েন্ট পড়ে যায়। ১.০৪ শতাংশ পড়ে সেনসেক্স দাঁড়ায় ৭৯,৬৬৭ পয়েন্টে। অন্যদিকে নিফটিও পড়ে যায় ২৭.৮৫ পয়েন্ট। তবে এদিনের বাজারে ফিনান্স সেক্টর, অটো এবং ব্যাঙ্কিং সেক্টর দৌড় দিয়েছে। নিফটিতে আলট্রাটেক সিমেন্ট, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ট্রেড, এইচডিএফসি লাইফ এইকার মোটরস, গ্রাসিম ইন্ডাস্ট্রিজ ইত্যাদি শেয়ারের দাম আজ বেড়েছে। অন্যদিকে শ্রীরাম ফাইন্যান্স, এইচসিএল টেক, ওএনজিসি, এইচডিএফসি ব্যাঙ্ক, ডিভিস ল্যাব ইত্যাদি শেয়ারে সবথেকে বেশি পতন দেখা দিয়েছে। জানা যাচ্ছে, এখনও সবচেয়ে লোকসানে আছে বেদান্ত লিমিটেড (৪.৭ শতাংশ), ম্যাঙ্গালোর রিফাইনারি (৩.৬৫ শতাংশ), ভোডাফোন-আইডিয়া (৩.৭১ শতাংশ), হিন্দুস্তান কপার (৩.২০ শতাংশ), ন্যাশনাল অ্যালুমিনিয়ামের (২.৮৮ শতাংশ) শেয়ারগুলি। অন্যদিকে, এখনও পর্যন্ত শেয়ার বাজারে সবচেয়ে লাভে আছে বোরোসিল (১০ শতাংশ), ইজি ট্রিপ প্ল্যানার (৭.১৫ শতাংশ), গ্ল্যাক্সোস্মিথ কাইন (৫.৯ শতাংশ), আসাহি ইন্ডিয়া গ্লাসের (৪ শতাংশ), সুজলোন এনার্জি (৪.৭২ শতাংশ) শেয়ার।
আরও পড়ুন: Budget 2024: বাজেটে চাকরির দিশা নেই, ইন্টার্নশিপই ভরসা মোদি সরকারের?
এদিন ৩০০০ টাকার নীচে নামল রিলেয়ান্সের শেয়ারের দাম। বিগত বেশ কয়েক সেশন ধরে লাগাতার ৩০০০ টাকার ওপরে ছিল রিলায়েন্সের শেয়ার দর। তবে আজ বাজেটের দিন দাম কমল রিলায়েন্সের শেয়ারের দামে। গত ১ সপ্তাহে রিলায়েন্সে শেয়ারের দাম প্রায় ৬ শতাংশ কমেছে বলে জানা যাচ্ছে। শেয়ার বাজারের সব সেক্টর জুড়ে, অটো, এফএমসিজি, প্রাইভেট ব্যাঙ্ক, রিয়েলটি এবং স্বাস্থ্যসেবা আপাতত লাভে আছে। এদিকে আর্থিক পরিষেবা, মিডিয়া, পিএসইউ ব্যাঙ্ক, কনজিউমার ডিউরেবলস এবং তেল ও গ্যাস ক্ষতির খাতায় আছে। মেটাল সূচক সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে এখনও পর্যন্ত।