ভারতীয়দের পছন্দের বিদেশভ্রমণের তালিকাতেই নেই মলদ্বীপ! প্রতি রাতের খরচ কত জানেন?

Maldives Tour : ভারতীয়দের হট ফেভারিট পর্যটন কেন্দ্র কিন্তু মলদ্বীপ নয়। ২০২২ সালে ভারতীয়দের পছন্দের সেরা ১০ বিদেশি পর্যটন গন্তব্যে ঠাঁই হয়নি মলদ্বীপের।

মলদ্বীপ না লাক্ষাদ্বীপ? কোন দ্বীপ ভ্রমণে উৎসাহী হবেন পর্যটকরা? এই প্রশ্নটি নেহাতই আর পর্যটনের প্রশ্ন নয়। বিষয়টির সঙ্গে জুড়ে গিয়েছে জাতীয়তাবাদ! অথচ বিষয়টি নিয়ে খুব সাধারণ কিছু তথ্য প্রকাশ্যে এলেই বোঝা যাবে এত দ্বন্দ্ব বা দ্বিধার কোনও জায়গাই নেই। মলদ্বীপের অর্থনীতিকে বাঁচাতে পর্যটন দরকার। আর পর্যটনকে বাঁচাতে ভারতকে দরকার। অথচ মলদ্বীপ কিন্তু মোটেও 'ফেভারিট ট্রাভেল ডেস্টিনেশন' নয়! ভারতীয় পর্যটকদের পছন্দের সেরা ১০টি গন্তব্যের মধ্যে নেই মলদ্বীপ। এখানেই শেষ না, ছুটি কাটানোর জন্য যারা নানা জায়গার অনুসন্ধান করেন যারা তারা মোটেও মলদ্বীপকে খোঁজেন না।

তাহলে মলদ্বীপ কীভাবে এত গুরুত্বপূর্ণ হয়ে গেল? সূর্যধোয়া সৈকতে বলিউড তারকাদের পাগলপারা সেলফি দেখেই কি এত জনপ্রিয়তা বাড়ল মলদ্বীপের? মলদ্বীপ যদি ভারতীয়দের ভ্রমণের তালিকায় সেরা ১০ টি জায়গার মধ্যে না থেকে থাকে, তাহলে পর্যটকরা যাচ্ছেন কোথায়? ভারতীয়রা গত বছর ছুটি কাটানোর জন্য কোন কোন জায়গার সন্ধান করেছিলেন জানলে অবাক হবেন। তার আগে মলদ্বীপ ও ভারতের সাম্প্রতিক দ্বন্দ্ব সংক্ষেপে জেনে রাখা দরকার।

আরও পড়ুন- ভারতের সঙ্গে মেলামেশা ক্ষতিকর, চিনের কাছে নালিশ মলদ্বীপের

প্রধানমন্ত্রী মোদি সম্প্রতি লাক্ষাদ্বীপে যান। সেখানের সৈকতে ছবি তুলে, স্নরকেলিং করে সেই সব ছবি পোস্ট করে মলদ্বীপের গোঁসা ধরিয়ে দেন। মলদ্বীপ নয়, মোদি চাইছেন মানুষ লাক্ষাদ্বীপ যাক, এমন একটা তর্ক ছড়িয়ে পড়ে দেশে। ভারতের নিজস্ব সুন্দর দ্বীপ লাক্ষাদ্বীপের পর্যটনকেই গুরুত্ব দেওয়ার হাওয়া ওঠে জোরে। এই প্রচারের ফলে মলদ্বীপ সরকারের তিনজন নেতা উত্তেজিত হয়ে ভারতীয় মানুষ ও প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য পোস্ট করে ফেলেন। পাল্টা ভারত থেকেও 'বয়কট মলদ্বীপ' প্রচার শুরু হয়। লাক্ষাদ্বীপে ছুটি কাটানোর খরচাপাতি নিয়ে মানুষের আগ্রহ বেড়ে যায়। বিতর্কের মাঝে পড়ে মলদ্বীপ সরকার ওই তিনজন নেতাকে বহিষ্কার করে। মলদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি এবং মন্ত্রীরাও 'ড্যামেজ' নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

মলদ্বীপের পর্যটন-নির্ভর অর্থনীতিতে ভারতের গুরুত্ব অসীম। ফলে বরাবরই কেন্দ্রের সঙ্গে মলদ্বীপ সরকারের সুসম্পর্কই ছিল। এমনকী কোভিড মহামারী চলাকালীন, ভারত মলদ্বীপের জনগণ এবং সরকারকে অনেক সাহায্য এবং ওষুধ পাঠিয়েছিল। কিন্তু মলদ্বীপের নতু রাষ্ট্রপতি মহম্মদ মুইজু চিনের সমর্থক। আর ভারত চিন সম্পর্ক একেবারে তলানিতে!

পর্যটন ছাড়াও, কেন ভারতীয়রা মলদ্বীপের কাছে এত গুরুত্বপূর্ণ? ঠিক কবে থেকে ভারতীয়রা মলদ্বীপ ভ্রমণে এমন উৎসাহী হয়ে উঠল? বিশ্বব্যাংকের মতে, মলদ্বীপের অর্থনীতির প্রায় এক-তৃতীয়াংশ পর্যটনের ওপর নির্ভরশীল। মলদ্বীপে ভারতের পর্যটকরাই সবচেয়ে বেশি যান। দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। ২০২৩ সালে ভারত থেকে দুই লক্ষেরও বেশি পর্যটক ছুটি কাটাতে মলদ্বীপে গিয়েছিলেন। যদিও দুই লাখ পর্যটক ভারতের ক্ষেত্রে কিছুই না, মলদ্বীপের জন্য এই পর্যটকরা মোট পর্যটকের ১১%।

অতএব, যে দেশের অর্থনীতি পর্যটনের উপর অত্যধিক নির্ভরশীল সেই দেশ তো ভারতীয়দের বয়কটের ডাকে চাপে পড়ে যাবেই। মলদ্বীপের পর্যটন মন্ত্রকের তথ্য অনুসারে, এই দ্বীপ রাষ্ট্রে ভারতীয় পর্যটকের সংখ্যা ২০১৮ সালে ৯০,৪৭৪ থেকে বেড়ে ২০২৩ সালে দুই লক্ষেরও বেশি হয়েছে। মলদ্বীপের মোট ভারতীয় পর্যটকের সংখ্যা ৬.১% থেকে বেড়ে ১১%-এর বেশি হয়েছে। পর্যটন কেন্দ্র হিসাবে মলদ্বীপের এই আকস্মিক উত্থান হলো কীভাবে?

আরও পড়ুন- বলিউডের মন্দারমণি! কেন সব তারকাই মলদ্বীপ ঘুরতে যান?

হেনলি পাসপোর্ট সূচকে ৬২টি দেশ রয়েছে যেখানে নাগরিকদের ভিসা ছাড়াই প্রবেশাধিকার রয়েছে। মালদ্বীপ সেই ৬২টি দেশের মধ্যে একটি এবং ভারত সূচকে ৮০ তম স্থানে রয়েছে। কোভিডকালীন লকডাউনের পরে ভিসাছাড়া ভ্রমণের এই পথ জনপ্রিয় হতে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও। ধনী ভারতীয়রা মলদ্বীপে ভিড় বাড়াতে শুরু করে। বলিউডের সমস্ত অভিনেতাই মলদ্বীপে প্রায় প্রতি সপ্তাহান্তেই ছুটি কাটিয়ে আসেন। মলদ্বীপের পর্যটন শিল্পও ভারতীয় সেলিব্রেটি এবং প্রভাবশালীদের এই ভ্রমণকে প্রচার করতে সাহায্য করে।

২০২১ সালে, প্রায় তিন লাখ ভারতীয় মলদ্বীপে গিয়েছিলেন, যা সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ। ২০২২ এবং ২০২৩ সালেও বিপুল পর্যটক সেখানে যান। তবে ভারতীয়দের হট ফেভারিট পর্যটন কেন্দ্র কিন্তু মলদ্বীপ নয়। ২০২২ সালে ভারতীয়দের পছন্দের সেরা ১০ বিদেশি পর্যটন গন্তব্যে ঠাঁই হয়নি মলদ্বীপের। ভারতের পর্যটন মন্ত্রকের তথ্য অনুসারে, ২০২২ সালে ভারতীয় পর্যটকরা সবচেয়ে বেশি গেছেন, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের মতো গন্তব্যগুলিতেই। তালিকায় দশম স্থানে ছিল ওমান, সেখানে ৭.৭২ লক্ষ ভারতীয় সেখানে যান যা মলদ্বীপে যাওয়া পর্যটকদের থেকে ৩, ৪ গুণ বেশি।

মলদ্বীপে ভারতীয়রা সাধারণত ৪ থেকে ৫ রাত থাকে, বছরে অন্তত একবার বা দুইবার, খরচ হয় প্রায় ২.০৭ থেকে ৪.১৪ লক্ষ টাকা। গুগল বলছে ২০২৩ সালে ভারতীয়রা ঘুরতে যাওয়ার জন্য সবচেয়ে বেশি খুঁজেছেন ভিয়েতনাম, বালি, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ইতালির মতো জায়গাগুলিকেই। মলদ্বীপ এই তালিকায় থাকতে পারেনি।

More Articles