দেখলে হবে, খরচা আছে! চেনা ব্র‍্যান্ডের লোগোতে গুপ্ত বার্তা, জানলে চমকে উঠবেন

Branding and Logo: এমন ১০টি কোম্পানির নাম জানা যাক, যাদের লোগোর পিছনে লুকিয়ে অনেক অজানা বার্তা।

আমরা সকলেই দৈনন্দিন জীবনের প্রয়োজনে একাধিক কোম্পানির পণ‍্য ব্যবহার করে থাকি। খেয়াল করলে দেখা যায় যে, সেই প্রত্যেকটি কোম্পানির নামের পাশাপাশি একটি নির্দিষ্ট লোগো আছে। আজ এমনই ১০টি কোম্পানির নাম জানা যাক, যাদের লোগোর পিছনে লুকিয়ে অজানা বার্তা।

ইউনিলিভার (Unilever)
ল্যাকমে, পেপসোডেন্ট, পন্ডস, ডাভ এইসব এফএমসিজি প্রোডাক্টস, যা আমরা আমাদের দৈনিক কাজে ব্যবহার করে থাকি- তার সমস্তটাই ইউনিলিভার উৎপাদিত দ্রব্য। এই ব্র‍্যান্ডের সমস্ত সামগ্রির পিছনে তাই আমরা এই ব্রান্ডের গ্রাফিক্স লোগো দেখতে পাই। এই লোগোটি ইংরেজি হরফের 'U' আকৃতির হয়। 'U' অর্থাৎ ইউনিলিভার। খেয়াল করে দেখলে চোখে পড়বে, যে এটি কেবলই একটি 'U' আকৃতির সংকেত নয়। এই ইউ আকৃতির ভেতর বিভিন্নরকম সংকেত ও চিহ্ন আঁকা রয়েছে, যেগুলো কোনও বিশেষ বস্তুকে নির্দেশ করে। তার মধ্যে একটি মেয়ের ঠোঁটের চিহ্ন আছে, যা সৌন্দর্যকে ইঙ্গিত করে, আবার গাছের পাতা আছে, যা কোনওকিছুর বৃদ্ধিকে নির্দেশ করে।

Logo design

অডি (Audi)
এটি একটি জনপ্রিয় বিলাসবহুল গাড়ির কোম্পানি। এই কোম্পানির যে লোগোটি ব্যবহার করে, তা অত্যন্ত অনন্য এবং অর্থবহ। এর লোগোটি চারটি গোলাকার রিং দ্বারা গঠিত। বলা হয়, এই চারটি রিং কোম্পানির চারটি প্রস্তুতকারক কোম্পানিকে নির্দেশ করে। প্রথম রিং কোম্পানি হলো হরচ, দ্বিতীয় হলো অডি, তৃতীয় ডিকেডাবলু, এবং শেষে ওয়ান্ডারড। ১৯৩২ সালে এই চারটি কোম্পানি মিলিত হয়ে একটি ইউনিয়ন গঠন করে। সেই কারণে এই চারটে রিং মূলত সেই ইউনিয়নকেই নির্দেশ করে।

Logo

আরও পড়ুন: এই প্রথমবার শীতকালে আয়োজিত হচ্ছে ফুটবল বিশ্বকাপ, নেপথ্যে কোন কারণ

পেপসি (Pepsi)
বিশ্বের সবচেয়ে পুরনো কোল্ড ড্রিঙ্কসের কোম্পানি হলো পেপসি। আজ থেকে প্রায় ১১২ বছর আগে এই কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল। সেই থেকে আজকের এই ১১২ বছরের ইতিহাসে প্রায় ১২ বার পেপসি কোম্পানির লোগোর পরিবর্তন করা হয়েছে। মজার বিষয় হলো, পেপসি নিজের লোগো পরিবর্তন করতে প্রায় ১ মিলিয়ন ডলার খরচ করে ফেলেছে। কিন্তু কী ছিল এর পিছনের কারণ? পেপসি-র ডিসাইনার এজেন্সির মতে, এই লোগো গোল্ডেন রেশিও, পৃথিবীর চৌম্বকক্ষেত্র ও মাধ‍্যাকর্ষণ শক্তিকে নির্দেশ করে। কোম্পানির মতে, লোগোর পিছনে লুকিয়ে এমন রহস্যময়, অর্থবহ কারণ কোথাও না কোথাও কোম্পানির বৃদ্ধিতে পরোক্ষভাবে সাহায্য করবে।

এসবিআই (SBI)
এসবিআই, অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটি একটি কেন্দ্রীয় ব্যাঙ্ক পরিচালিত সরকারি ব্যাঙ্ক। ১৯৫৫ সালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র লোগোতে ছিল একটি একটি বটগাছের ছবি যা সাফল্য ও শক্তিকে নির্দেশ করে। কিন্তু পরবর্তীতে এই লোগোকে কেন্দ্র করে অনেক বিতর্ক গড়ে ওঠে। অনেকের মতে, বটগাছ তার আশেপাশের গাছদের বেড়ে উঠতে দেয় না। তাই বিতর্ক এড়াতে শেখর কামাত এসবিআই-এর নতুন লোগো বানান। এই লোগো তৈরির পরিকল্পনা তাঁর মাথায় আসে আমেদাবাদের কঙ্করিয়া লেক থেকে। এই লেকটি ম্যাপে দেখতে অনেকটা এসবিআই-এর চিহ্নের মতো। যেখানে রং-ও অত্যন্ত ভেবেচিন্তে ব্যবহার করা হয়েছে। এখানে ব্যবহৃত নীল রং ঐক্য ও বুদ্ধিমত্তাকে নির্দেশ করে। এখানে যে ছোট গোলাকার সাদা রঙের চিহ্নটি দেখতে পাওয়া যায়, তা অনেকটা ছোট পাথরের মতো, যাকে পুকুরে ছুড়ে ফেলা হয়েছে। এর পিছনে একটি গুপ্ত বার্তা আছে। অর্থাৎ, আপনি যদি নিজের কোনও অর্থ এখানে সঞ্চিত রাখেন, তাহলে সেই অর্থের মূল্য ক্রমাগতই ঊর্ধ্বমুখী হয়ে বাড়তে থাকবে।

হুনডাই (Hyundai) 
এটি একটি কোরিয়ান গাড়ির কোম্পানি। এই লোগোর পিছনে কেবল একটাই নয়, দুটো গুপ্তবার্তা রয়েছে। প্রথমত, লোগোর ভেতরে যে বড় 'H' অক্ষরটি আছে, তা হুনডাই-এর প্রথম অক্ষর এইচ-কে নির্দেশ করে। সেই এইচ-কে ভালভাবে খেয়াল করলে তার মধ্যে দু'জন ব্যক্তিকে হাত মেলাতে দেখা যাবে। যাকে আমরা 'হ্যান্ডশেক' বলে থাকি। এই হ্যান্ডশেক-ক্রেতা ও বিক্রেতার আন্তরিক সম্পর্ককে নির্দেশ করে।

ম্যাকডোনাল্ডস (McDonalds)
আমরা সকলেই কম-বেশি ছোটবেলায় ম্যাকডোনাল্ডস মাসকট রোনাল্ড ম্যাকডোনাল্ডসের সঙ্গে ছবি তুলে এসেছি। ম্যাকডোনাল্ডস থেকে প্রতিদিন প্রায় ৬৮ মিলিয়ন মানুষ খায়। ম্যাকডোনাল্ডস লোগোতে ইংরেজি হরফের 'M' ম্যাকডোনাল্ডস-কেই নির্দেশ করে। কিন্তু ১৯৬০ সালে ম্যাকডোনাল্ডস তাঁদের লোগো পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাঁদের ডিজাইনার লুইস চেকসিন এটা হতে দেয়নি। তাঁর যুক্তি অনুসারে, এই এম অক্ষর কে উল্টো করলে দু'টি স্তনগ্রন্থি সামনে আসে, যা মাতৃত্বকে নির্দেশ করে এবং মানুষকে ম্যাকডোনাল্ডস থেকে খেতে আরও উৎসাহিত করে।এরপরে আরও অনেক বছর কেটে গেছে কিন্তু ম্যাকডোনাল্ডস এখনও তাঁদের লোগো পরিবর্তন করেনি।

Logo

বাসকিন রবিনস (Baskin Robin’s)
আমার আপনার সকলের অত্যন্ত পছন্দের খাবার আইসক্রিম। এই লোগো-তে ইংরেজি হরফের 'B' এবং 'R' দু'টি অক্ষর বাসকিন রবিনসকে নির্দেশ করে। বি এবং আর ছাড়াও এই লোগোটি ভালভাবে দেখলে এখানে '31' সংখ্যাটা উঠে আসবে, যা বাসকিন রবিনসের একত্রিশটি ফ্লেভারকে নির্দেশ করে।

টয়োটা (Toyota)
এই গাড়ি প্রস্তুতকারক সংস্থার লোগোর পিছনেও একটি বার্তা আছে। লোগোটির মধ্যে দুটো ওভালকে খাড়াভাবে দেখতে পাওয়া যায়। যার মধ্যে বড় ওভালটি ক্রেতার ও ছোট ওভালটি বিক্রেতার হৃদয়কে নির্দেশ করে। এবং যখন একটি ওভাল আর একটি ওভালকে তির্যকভাবে ছেদ করে, তখন সেটি তাঁদের মধ্যেকার আন্তরিক সম্পর্ককে নির্দেশ করে। কেবল এটাই নয়, লোগোর মধ্যে টয়োটা-র সম্পূর্ণ বানানটাই চলে আসে।

উইকিপিডিয়া (Wikipedia)
উইকিপিডিয়া পৃথিবীর সবচেয়ে বেশি ইউজার-সমৃদ্ধ জনপ্রিয় ওয়েবসাইট এটি। এই উইকিপিডিয়ার লোগোটির পৃথিবীর সমস্ত জ্ঞানকে নির্দেশ করে। ওটা একটি পাজেলের মতো আকারের যার মধ্যে বিভিন্ন ভাষায় 'W' লেখা আছে। এই পাজল-এর একটি ঘর ফাঁকা, কারণ এটি পৃথিবীর অজানা জ্ঞানকে নির্দেশ করে এবং সময়ের সঙ্গে সঙ্গে এই ফাঁকা স্থানে আরও জ্ঞান লিপিবদ্ধ করা হবে, এমনটাই নির্দেশ করা হয়ে থাকে।

অ্যামাজন (Amazon)
এই লোগোতে প্রথমে দেখলে মনে হবে এটি একটি স্মাইলি ফেস। কিন্তু এছাড়াও এর পিছনে কারণ আছে। এখানে যে A থেকে Z অবধি নির্দেশ করা যে হাসির রেখাটি আছে, সেটি আসলে বোঝায় যে আমাদের প্রয়োজনীয় সমস্ত দব্য আমরা অ্যামাজনে পাব।

More Articles