৫১,০০০ স্কোয়ার ফুটের প্রাসাদে বাস! চেনেন কলকাতার সবচেয়ে ধনী ব্যক্তিকে?

Richest Man of Kolkata Benu Gopal Bangur: ফোর্বসের মতে, ২০২৩ সালের ১৭ জুলাই পর্যন্ত বেনু গোপাল বাঙ্গুরের মোট সম্পত্তির মূল্য ৬.৭ বিলিয়ন ডলার বা প্রায় ৫৭,০০০ কোটি টাকা!

দেশের সবচেয়ে ধনি ব্যক্তি কে, প্রশ্ন উঠলেই আদানি-আম্বানির নামই আসে ঘুরে ফিরে। তাঁদের বিলাস, তাঁদের বাহুল্য দেখে এই ১৪০ কোটির দেশ হাঁ হয়ে যায়। দিন আনা দিন খাওয়া মানুষ আর দিন এনে প্রজন্মের পর প্রজন্ম ধরে খাওয়া মানুষ একই সঙ্গে বাস করে এই দেশে। আর বাংলায়? পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী মানুষটি কে? থাকেন কোথায়? পশ্চিমবঙ্গের হলেও বাঙালি নন। কোটি কোটি টাকার বরাত বাঙালির কপালে লেখা আছে কমই, দুঃখজনক সত্য! পশ্চিমবঙ্গের এই ধনকুবের ভারতের অন্যতম বয়স্ক বিলিয়নিয়ার! শ্রী সিমেন্টের চেয়ারম্যান বেনু গোপাল বাঙ্গুর ভারতের অন্যতম ধনী ব্যক্তি এবং পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী ব্যক্তি।

জন্ম ১৯৩১ সালে। বেনু গোপাল বাঙ্গুর ধীরে ধীরে হয়ে উঠেছেন দেশের অন্যতম সিমেন্ট সম্রাট। বয়স এখন ৯২! বেনু গোপাল বাঙ্গুরের জন্ম কলকাতারই এক মাড়োয়ারি ব্যবসায়ী পরিবারে। পড়াশোনাও এই কলকাতাতেই, কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বেনু গোপাল বাঙ্গুরই ছিলেন কলকাতার বাঙ্গুর পরিবারের প্রথম স্নাতক। আসলে বাঙ্গুর পরিবারের পারিবারিক ব্যবসা শুরু করেছিলেন বেনু গোপাল বাঙ্গুরের দাদা মুঙ্গি রাম বাঙ্গুর। পেশায় ছিলেন একজন স্টক ব্রোকার। বাঙ্গুর পরিবারের এই ব্যবসায়িক দাপট শুরু হয়েছিল ১৯ শতকের শেষ দিকে। ১৯৬০-এর দশকে বাঙ্গুর পরিবার পাট, চা, কাগজ এবং তুলোর মতো বিভিন্ন ক্ষেত্রে তাদের ব্যবসা সম্প্রসারিত করে যার ফলে ভারতের অন্যতম ধনী মাড়োয়ারি ব্যবসায়ী পরিবার হয়ে ওঠে এই বাঙ্গুররা। ১৯৯০ সালে অর্থনৈতিক উদারীকরণের ঢেউয়ে বাঙ্গুর পরিবার পাঁচটি ভাগে ভাগ হয়ে যায়। ১৯৯১ সালে তাঁদের পারিবারিক ব্যবসাটি ভাগ হয়ে যায় পাঁচটি ভাগে, বলভদ্র দাস বাঙ্গুর, নিবাস বাঙ্গুর, কুমার বাঙ্গুর এবং বেনু গোপাল বাঙ্গুর (এরা সকলেই মুঙ্গি রামের নাতি) এবং লক্ষ্মী নিবাস বাঙ্গুরের (রাম কাউয়ারের নাতি) মধ্যে।

আরও পড়ুন- ঠাকুমার কাছেই আজীবন কৃতজ্ঞ রতন টাটা! টাটা সন্সের প্রথম মহিলা পরিচালক আজও আড়ালেই

ফোর্বসের মতে, ২০২৩ সালের ১৭ জুলাই পর্যন্ত বেনু গোপাল বাঙ্গুরের মোট সম্পত্তির মূল্য ৬.৭ বিলিয়ন ডলার বা প্রায় ৫৭,০০০ কোটি টাকা! বেনু গোপাল বাঙ্গুর থাকেন কলকাতারই একটি ভিলায়। ৫১,০০০ বর্গফুটের প্রাসাদে রয়েছে ভেঙ্কটেশের উদ্দেশ্যে নির্মিত হোম থিয়েটার, জিম এবং মন্দির। স্ত্রী গত হয়েছেন, রয়েছেন দুই সন্তান। তাঁ পুত্র হরি মোহন বাঙ্গুর আইআইটি স্নাতক। শেষ ৩৩ বছর ধরে ব্যবসার হাল ধরেছেন তিনিই। ১৯৯০ সাল থেকে শ্রী সিমেন্ট চালাচ্ছেন হরি মোহন।

শ্রী সিমেন্ট কোম্পানির যাত্রা শুরু ১৯৭৯ সালে। বেনু গোপাল বাঙ্গুরই এই বিশাল ব্যবসার সিংহভাগের মালিক। শ্রী সিমেন্ট কোম্পানিটি শ্রী আল্ট্রা জং রোধক, বাঙ্গুর সিমেন্ট এবং রকস্ট্রং নামে ব্র্যান্ডেড সিমেন্ট বিক্রি করে। সম্প্রতি শ্রী সিমেন্ট অন্ধ্র প্রদেশে একটি নতুন সিমেন্ট প্ল্যান্ট গড়তে চলেছে। সেই কারখানায় ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে প্রস্তুত বাঙ্গুররা৷ শ্রী সিমেন্টের বর্তমান বাজার মূলধন প্রায় ৮৯,৭৫০ কোটি টাকা। এই মুহূর্তে শ্রী সিমেন্ট বাজারের দিক থেকে ভারতের তৃতীয় বৃহত্তম সিমেন্ট কোম্পানি এবং এই সবটুকুর নেপথ্যে রয়েছেন বেনু গোপাল বাঙ্গুর।

ভারত জুড়ে কারখানা গড়েছেন বেনু গোপাল। প্রযুক্তি, গবেষণা ও উন্নয়নে প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছিলেন তিনি। ২০১২ সালে তাঁর পুত্র হরি মোহন বাঙ্গুরকে পাকাপাকিভাবে কোম্পানি পরিচালনার দায়িত্ব দেন বাবা বেনু গোপাল। ছেলে এবং নাতি প্রশান্ত বাঙ্গুরকে ২০১৮ সালের জুলাইয়ে ৩০৫ মিলিয়ন ডলারে রাস আল খাইমাহ থেকে ইউনিয়ন সিমেন্ট কোম্পানি অধিগ্রহণের নির্দেশ দেন বেনু গোপাল। এর আগে ২০১৪ সালে জয়প্রকাশ অ্যাসোসিয়েটস সিমেন্ট ইউনিট অধিগ্রহণ করেছিল শ্রী সিমেন্ট।

 

More Articles