AI-র হাত ধরে প্রনয় রায়ের নয়া উড়ান, নতুন বছরে খবরের সংজ্ঞা বদলাতে আসছে 'deKoder'
AI Operated News Website deKoder, Pranay Roy: সামনেই লোকসভা ভোট। আর সেই ভোটের সমস্ত খবরাখবর থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষণ এবার মানুষের কাছে পৌঁছে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এমনই একটি এআই ওয়েবসাইট আনতে চলেছেন প্রণয় রায়।
নতুন বছরের শুরুতেই নতুন চমক। সোশ্যাল মিডিয়ার কল্যাণে এতদিন আমরা এআই সংবাদপাঠিকাদের টুকরো টুকরো ছবি দেখেছি। এবার গোটা একটি ডিজিটাল সংবাদমাধ্যমের সব দায়িত্ব সামলাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তবে সেই আশ্চর্যজনক ঘটনার নেপথ্যে কিন্তু থাকতে চলেছে একজন স্বনামধন্য মানুষের হাত। নিউ দিল্লি টেলিভিশন (এনডিটিভি)-এর প্রতিষ্ঠাতা ও প্রাক্তন অধিকর্তা প্রণয় রায় এবার দর্শকদের মাঝখানে ফিরছেন তেমনই নতুন এক অবতারে। সামনেই লোকসভা ভোট। আর সেই ভোটের সমস্ত খবরাখবর থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষণ এবার মানুষের কাছে পৌঁছে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এমনই একটি এআই ওয়েবসাইট আনতে চলেছেন প্রণয় রায়। নিজের মুখেই ঘোষণা করলেন এ কথা। নতুন চ্যানেলটির তিনি নাম রেখেছেন 'ডিকোডার' (deKoder)।
শুধু একটি বা দু'টি ভাষায় নয়। প্রায় পনেরোটি আঞ্চলিক ভাষায় আসতে চলেছে এই ওয়েবসাইটটি। গত বছর এনডিটিভি থেকে পদত্যাগ করেন প্রণয় রায়। তার কিছুদিনের মাথাতেই চ্যানেলের সত্ত্ব যায় আদানির হাতে। এরপর খুব দ্রুত পরিবর্তন হতে থাকে এনডিটিভির শীর্ষস্তরে। প্রণয় রায় ঘনিষ্ঠ অনেকেই এনডিটিভি ছাড়েন। তার পর বেশ কিছুদিন গণমাধ্যম থেকে দূরেই ছিলেন প্রণয়বাবু। তবে তলে তলে চলছিল অন্য আয়োজন। তার পরেই নতুন বছরে এল সুখবর। সোমবারই আত্মপ্রকাশ করেছে ডিকোডার। না, শুধুমাত্র ভোটের খবরই নয়, তিল থেকে তাল, সব খুঁটিনাটিই থাকতে চলেছে তাঁর এই এআই ওয়েবসাইটে।
আরও পড়ুন: সাংবাদিকদের উপর রাষ্ট্রীয় দমনপীড়নের বিরুদ্ধে বাংলার বিকল্প সংবাদমাধ্যমের সমস্বর
প্রাথমিক ভাবে যা জানা যাচ্ছে, তাতে ভোটের খবরের পাশাপাশি দেশের দশের বহু খোঁজখবরই মিলবে এই এআই পরিচালিত ওয়েবসাইটে। তবে শুধু ওয়েবসাইট নয়, থাকছে 'ডিকোডার' অ্যাপ। দেশের তো বটেই, আন্তর্জাতিক নানা ঘটনা, সমস্যার দিকে আলো ফেলতে চলেছে 'ডিকোডার'।
Thrilled to go live with our first show Top Ten Trends of 2024 with Ruchir Sharma talking to Prannoy Roy. Watch Ruchir’s forecasts - from 2024 being the biggest year of democracy to the rise of cricket in India. Watch the full video here: https://t.co/CR1T8sXIhe
— deKoder (@deKoderdigital) January 15, 2024
Subscribe to the… pic.twitter.com/IloDO4xJcd
খবর মানেই গুরুগম্ভীর একটা বিষয়। তাতে উন্মাদনা তেমন নেই। অনেক জেন-ওয়াই বা জেড পাঠকই আর আজকাল খবরে তেমন আগ্রহ পায় না। তবে সেই মেজাজটাকেই বদলাতে চলেছে 'ডিকোডার'। সমস্ত জটিল বিষয়আশয়, খবরকেই সহজ এবং সাবলীল ভাবে দর্শকদের সামনে তুলে ধরাই কাজ হতে চলেছে এই ওয়েবসাইটটির। প্রায় পনেরোটি আঞ্চলিক ভাষা ব্যবহারের ফলে দেশের প্রায় সব কোণার মানুষের সঙ্গেই যোগাযোগ তৈরি করতে পারবে ডিকোডার, আশাবাদী প্রণয়বাবু। যা খুশি খবর নয়, প্রতিটা খবরের ক্ষুরধার, বুদ্ধিদীপ্ত বিশ্লেষণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়ে ইতিমধ্যেই পথচলা শুরু করেছে 'ডিকোডার'।
আরও পড়ুন: এআই দাপটে সবচেয়ে বিপদে সাংবাদিকরা? ভয়ঙ্কর তথ্য সমীক্ষায়…
গোদি মিডিয়ার ভিড়ে ভালো খবর নিরপেক্ষ ভাবে মানুষের কাছে পৌঁছে দেবে এই নতুন উদ্যোগ, এমনই আশা নিয়ে সোমবার শুভ মহরৎ হল 'ডিকোডার'-এর। ২০২৩ সালের শুরুতেই কেউ কেউ বলেছিল, আগামী দিনে পৃথিবীকে গ্রাস করতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক প্রভাব আমরা দেখতেই পাচ্ছি। আর এবার তাকে আরও এক নতুন অবতারে দেখার সুযোগ মিলছে নতুন বছরে। এখন ভারতীয় পাঠক-দর্শকের মন কতটা জয় করতে পারে প্রণয় রায়ের এই নয়া উদ্যোগ, সেটাই দেখার।