এমবাপেকে 'মৃত' ঘোষণা মার্টিনেজের, বিশ্বকাপ শেষেও তুলকালাম যে বিতর্কে

Fifa WorldCup 2022 Final : এমবাপেকে মৃত ঘোষণা করেই নীরবতা পালনের আর্জি জানালেন মার্টিনেজ

ড্রেসিংরুমে তখন জমজমাট আসর। টানটান ম্যাচের উত্তেজনাও শান্ত হয়েছে খানিক। সকলেই ব্যস্ত উদযাপনের খুশিতে। দুর্ধর্ষ রাতে রোমাঞ্চকর জয় উপহার দিয়েছে আর্জেন্টিনা। উপরন্তু মেসির শেষবেলায় এমন নজির। গোটা টিম তখন খোশ মেজাজে। টানা এক মাসের ওঠা-নামা, বিতর্ক সবকিছুকে পিছনে ফেলে তারা জয়োল্লাসে মত্ত। সমবেত কণ্ঠে বিজয় সংগীত চলছিল। ঠিক এরকম সময় আবার পুরনো বিতর্ক উস্কে দিলেন এমি মার্টিনেজ। টিমের বাকিদের কাছে আর্জি জানালেন এক মিনিটের নীরবতা পালনের। তাও আবার খোদ এমবাপের উদ্দেশ্যে।

এমবাপে বনাম মার্টিনেজ যুদ্ধ চলছে ফাইনালের আগে থেকেই। এমনকী ফাইনাল ম্যাচের সময়ও সমানে সমানে টক্কর চলেছে। গতরাতে পেনাল্টি শ্যুট থেকে প্রথম গোল আসে এমবাপের পায়েই। সময় এবং দিক ঠিক নির্ধারণ করা সত্ত্বেও এমবাপের পায়ের জোরের কাছে ধরাশায়ী হন গোলকিপার এমি। কিন্তু শেষ ঘন্টা বাজতে তখনও অনেককিছু বাকি। স্বপ্নের চাকাটা ঘুরছে ক্রমাগত। জায়গা ছাড়ছেন না কেউই। অবশেষে গেলে গড়ায় একস্ট্রা টাইমে। সেখানেও মীমাংসা হয়না। অতঃপর পেনাল্টি। পাঁচটা পাঁচটা করে সুযোগ দুপক্ষের সামনেই। সেখানেও স্বমহিমায় গোল করেন এমবাপে। কিন্তু এবার তৈরি ছিলেন মার্টিনেজও। পরের গোলটি দুর্দান্ত সেভ। তারপর আবার।

আরও পড়ুন - প্রথম ম্যাচে হেরেও বিশ্বজয়! কেন রূপকথাকেও হার মানাবে মেসিদের এই যাত্রা?

একেই তো বলে ওস্তাদের মার শেষ রাতে। একা মেসি নন, যোগ্য সম্মান পেয়েছেন এমিও। তাঁর গ্লাভসেই স্বপ্নপূরণ হয়েছে মেসির। তাই সোনার গ্লাভস তার প্রাপ্যই ছিল। কিন্তু ওপর মেরুতে দাঁড়িয়ে থাকা যে তরুণটি ক্রমাগত জিইয়ে রাখলেন খেলাকে তাঁর কপালে কী লেখা ছিল কটাক্ষই? ড্রেসিংরুমে বিশ্বকাপ জয় উদযাপন করার সময়েই সোনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ কটাক্ষ করলেন কিলিয়ান এমবাপেকে। একপ্রকার এমবাপেকে মৃত ঘোষণা করেই নীরবতা পালনের আর্জি জানালেন তিনি।

প্রসঙ্গত, উঠে আসে এবছরের শুরুর অন্য একটি ঘটনা। দক্ষিণ আমেরিকান ফুটবল নিয়ে কটু মন্তব্য করেন এমবাপে। এমবাপের ব্যক্তিগত জীবনের উদ্ধত আচরণ নিতে বহু সময়েই কথা উঠেছে আগেই। ফরাসি ফরোয়ার্ডের সেবারের মন্তব্যে খুশি ছিলেন না আর্জেন্টিনা গোলরক্ষক এমি। হয়তো পুষে রেখেছিলেন ক্ষোভ। যোগ্য সুযোগের অপেক্ষা করছিলেন। গত রাতের শেষ বাঁশিতে তার জবাব মিলেছে। তাই জয়ের পড়ে এমন কটাক্ষ করে পুরোনো বিতর্ক তিনি আবারও উস্কে দিলেন।

আর্জেন্টিনা এখন সুখ সায়রে ভাসমান। একটা যুগের অবসান হতে চলেছে তাদের দলে। এই শেষবেলায় এসে এমন স্বীকৃতি যেন যোগ্য সম্মান ছাড়া আর কিছুই নয়। ফুটবল বিশ্ব যা ফিরিয়ে দিল আর্জেন্টিনাকে। মেসিকে। বছর চারেক পড়ে তারা ফিরবে নতুন অবয়ব নিয়ে। সঙ্গে থাকবে ভরপুর শক্তি, পুরনো বিজয়ের উল্লাসও। আর ফ্রান্স ফিরবে ঘা খাওয়া বাঘের মতোই। সমস্ত ক্ষত থেকে শিক্ষা নিয়ে বৈশ্বিক শিরোপা আদায়ের লড়াইয়ের আবারও জ্বলজ্বল করবে তারা।

More Articles