সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থা সঙ্কটজনক! বিবৃতি প্রকাশ সিপিআইএমের

Sitaram Yechury: সীতারাম ইয়েচুরিকে গত ১৯ অগাস্ট অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছিল।

সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। দিল্লির এইমসে আপাতত শ্বাসযন্ত্রের সহায়তায় রয়েছেন সীতারাম ইয়েচুরি। মঙ্গলবার দলের তরফে জানানো হয়েছে, ৭২ বছর বয়সি সীতারাম ইয়েচুরি তীব্র শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন।

চিকিৎসকদের একটি দল ইয়েচুরির অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে চিকিৎসকরা বলছেন, এই মুহূর্তে শারীরিক অবস্থা গুরুতরই। খানিকটা নিউমোনিয়ার মতো বুকে সংক্রমণের জন্য সীতারাম ইয়েচুরিকে গত ১৯ অগাস্ট অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছিল।

হাসপাতালে প্রায় ২০ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এই প্রথম দলের তরফে সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে ঘোষণা করা হল। এর আগে দলের তরফে জানানো হয়েছিল, চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন ইয়েচুরি, শারীরিক অবস্থার উন্নতিও হচ্ছে।

আরও পড়ুন- ‘মিথ্যা বলছেন মুখ্যমন্ত্রী’! টাকা দিয়ে চুপ করানো প্রসঙ্গে কী বললেন তিলোত্তমার মা?

এইমসের চিকিৎসকেরা জানিয়েছেন, ইয়েচুরির ফুসফুসে সংক্রমণ থাকায় পরিস্থিতি একইরকম থাকছে না। একসময় প্রচুর ধূমপানের ফলে নিউমোনিয়া থেকে ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। আইসিইউতে রাখা হয়েছে তাঁকে।

গত ৭ অগাস্ট ইয়েচুরির ছানি অপারেশন হয়েছিল। ফলে ৯ অগাস্ট প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষযাত্রাতেও থাকতে পারেননি সীতারাম ইয়েচুরি। ১৯ অগাস্ট থেকেই তাঁর শারীতিক অবস্থার অবনতি হয়। ফলে এইমসে ভর্তি হতে হয় তাঁকে। গত ২২ অগাস্ট প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভাতেও সশরীরে কলকাতায় হাজির থাকতে পারেননি তিনি। হাসতাপাতাল থেকেই একটি ভিডিওবার্তা পাঠিয়েছিলেন।

More Articles