প্রকাশ্যে পোশাক পাল্টে সোশ্যাল মিডিয়ায় 'ট্রোলড', ভাইরাল ভিডিওয় সত্যিই কি কাজল?

Kajol's deepfake video goes viral on social media: আদতে যার টিকটক ভিডিওটির উপরে বলিউড তারকার মুখটি বসানো হয়েছে, তার নাম রোজি ব্রিন। গত জুন মাসের ৫ তারিখ ওই ভিডিওটি টিকটকে পোস্ট করেন রোজি।

এ যুগ চূড়ান্ত ভাইরালের। ছবি থেকে গান, এক মুহূর্তে পৌঁছে যাচ্ছে মিসিসিপি থেকে মৌসিনরাম। তাতে নেচেকুঁদে অন্য কেউ একজন হয়তো পৌঁছে যাচ্ছেন সুদূর সুমাত্রায়। দূরকে এমনভাবেই কাছের করে তুলেছে সোশ্যাল মিডিয়া। মহৌষধীর পার্শ্বপ্রতিক্রিয়া থাকে, এ তো সাধারণ সোশ্যাল মিডিয়া। সাইবার অপরাধের দুনিয়ায় প্রতিদিন নতুন নতুন রাস্তা খুঁজে সাইবার-মস্তানরা। প্রযুক্তির গেরোয় যে আজকাল সবই সহজ। যা দেখছেন তা যে একশো শতাংশ সত্য, তেমন কোনও গ্যারান্টি আজ আর নেই। কারণ ছবি বলুন বা ভিডিও, তাতে ল্যাজা কার, আর মুড়োটাই বা যে কার- তা বোঝা কঠিন। কিছুদিন আগেই রশ্মিকা মান্দানার একটি ভাইরাল হওয়া ভিডিও ঘিরে উত্তাল হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়া। পরে দেখা গেল, সেই ভিডিওয় রশ্মিকা ছিলেনই না। হ্যাঁ, মুখটি রশ্মিকার বটে, তবে সেটি বসিয়ে দেওয়া হয়েছে অন্য এক মহিলার শরীরে। এমনই সে তালমিল, যে খালি চোখে দেখে ধরা শক্ত।

রশ্মিকার পর ক্যাটরিনা হয়ে এবার কাজল। ডিপ ফেক ভিডিও শিকার এবার বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। ইতিমধ্য়েই ইন্টারনেটে ঘুরছে সেই ক্লিপ। যেখানে এক মহিলাকে পোশাক পরিবর্তন করতে দেখা গিয়েছে। আর দক্ষতার সঙ্গে সেই মহিলার মুখে বসিয়ে দেওয়া হয়েছে কাজলের মুখটি। ভিডিওটি ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। শুরু হয়ে যায় নিন্দামন্দের ঢল। তবে ভালো করে খতিয়ে দেখার পর জানা যায়, ভিডিওটি আদতে এক ইংলিশ ইনফ্লুয়েন্সারের। আদতে টিকটকের 'গেট রেডি উইদ মি' ট্রেন্ডে অংশ নিয়ে ভিডিওটি পোস্ট করেছিলেন তিনি।

আরও পড়ুন: রশ্মিকার পর ক্যাটরিনা! টাইগার ৩-এর তোয়ালে দৃশ্যের ‘ফেক’ ছবি ভাইরাল

আর সেই ভিডিওটিতেই চলে কারচুপি। দক্ষতার সঙ্গে তাতে বসিয়ে দেওয়া হয় কাজলের মুখটি। বেশ কয়েকটি ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট ডিপ ফেক ভিডিওটিকে শনাক্ত করে। এ অবশ্য আজকাল আর তেমন শক্ত ব্যাপার নয়। চাইলে হাজারটা এমন এআই টুল পাওয়া যায়, যার মাধ্য়মে এক নিমেষে এই ধরনের কাজ সেরে ফেলা যায়। অন্যজনের কলেবরে জুড়ে দেওয়া যায় আরেকজনের মুখ। একজনের কথা বসিয়ে দেওয়া যায় অন্যজনের মুখে । এমন ভাবে যে কতধরনের সাইবার অপরাধ প্রতিনিয়ত ঘটে চলেছে বিশ্ব জুড়ে, তার দিকে তাকালে দুশ্চিন্তা হয় বইকি।

After Rashmika Mandanna And Katrina Kaif, Kajol's Deepfake Video Surfaces Online

ভাইরাল হওয়া সেই ভিডিও ক্লিপের অংশ

আদতে যার টিকটক ভিডিওটির উপরে বলিউড তারকার মুখটি বসানো হয়েছে, তার নাম রোজি ব্রিন। গত জুন মাসের ৫ তারিখ ওই ভিডিওটি টিকটকে পোস্ট করেন রোজি। সে সময় টিকটকে 'গেট রেডি উইদ মি' নামে একটি ট্রেন্ড ঘুরছিল। তার অংশ হিসেবেই পোশাক পরিবর্তনের ওই ভিডিওটি পোস্ট করেছিলেন তিনি। কিছু দিন আগেই ক্যাটরিনা কাইফকে নিয়েও তৈরি করা হয়েছিল একটি ডিপফেক ভিডিও। যা নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছিল। একই ভাবে ডিপ ফেক ভিডিওর দৌলতে সোশ্য়াল মিডিয়া ট্রায়ালের মুখে পড়েন রশ্মিকা মান্দানা। সম্প্রতি সচিন তেন্ডুলকরের মেয়ে সারাকে নিয়েও একই ধরনের ডিপফেক ভিডিও তৈরির অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: ভাইরাল ভিডিওর নারী রশ্মিকা মান্দানা নন, কী ভাবে চিনবেন ডিপফেক?

এই সোশ্যাল মিডিয়ার যুগে আসলে সকলেই মেঘনাদ। তাই মেঘের আড়াল থেকে এ ধরনের অপরাধ যেন দুধভাত। স্বাভাবিক ভাবেই এই ধরনের সাইবার অপরাধের সবচেয়ে বড় শিকার মেয়েরাই। যাদেরকে কাঠগড়ায় তোলা এ সমাজে সবচেয়ে সহজ। সামাজিক ভাবে খাপ ডেকে দেগে দেওয়া সবচেয়ে আসান। পাড়ার রকে মেয়েদের টিটকিরি, তাঁকে নানা ভাবে উত্যক্ত করার যে জঘন্য প্র্যাকটিস, তাকেই যেন নতুন করে মঞ্চ দিয়েছে সোশ্যাল মিডিয়া। সেখানে তারকাদের অবস্থাই যদি এই হয়, স্বাভাবিক ভাবেই সাধারণ মেয়েদের অবস্থাটা নিয়ে প্রশ্ন উঠেই যায়। রশ্মিকা মান্দানার ভাইরাল ভিডিওটির ক্ষেত্রে বিহারের একটি ১৯ বছরের ছেলেকে ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । কারণ তিনিই প্রথম শেয়ার করেছিলেন ওই ডিপফেক ভিডিওটি। ভাইরাল হওয়া ওই নকল ভিডিওটি তৈরির ক্ষেত্রেও তার হাত থাকতে পারে বলে আশঙ্কা পুলিশের। তবে তাতে যে মোটেই এই ধরনের অপরাধে লাগাম টানা যাচ্ছে না তার প্রমাণ একের পর এক তারকার বিকৃত ভিডিও। এর শেষ আসলে কোথায়! বলতে পারছেন না তাবড় সাইবার বিশেষজ্ঞেরাও।

More Articles