মাঠ ছাড়ছেন ডি মারিয়া! আর্জেন্টিনার হয়ে আর কতদিন, জানিয়ে দিলেন

Angel Di Maria to retire : আর্জেন্টিনার হয়ে ১৩৬টি ম্যাচ খেলেছেন, চারটি বিশ্বকাপ খেলেছেন ডি মারিয়া।

বয়স ৩৫। বিশ্বকাপজয়ী দলের প্রাণ যে ক'জনের সিন্দুকে যত্নে রাখা, তিনি তাঁদেরই একজন। অ্যাঞ্জেল ডি মারিয়া। কেরিয়ারের শীর্ষে থাকতে থাকতেই আন্তর্জাতিক ফুটবল থেকে সরে আসছেন তিনি। আর্জেন্টিনার ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া ঘোষণা করে দিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের কোপা আমেরিকাই হবে তাঁর জীবনের শেষ খেলা। আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারের ইতি হবে সেখানেই। ২০০৮ সাল থেকে পেশাদার ফুটবলে এসেছেন তিনি। আর্জেন্টিনার হয়ে ১৩৬টি ম্যাচ খেলেছেন, চারটি বিশ্বকাপ খেলেছেন। ২০২২ সালের বিশ্বকাপ জিতিয়েছেন দলকে, হারিয়েছেন ফ্রান্সের মতো দাপুটে প্রতিপক্ষকে।

মারাকানাতে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিরুদ্ধে আর্জেন্টিনা সম্প্রতি ১-০ গোলে জিতেছে। সেই দলেও খেলেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। বিশ্বকাপ বাছাইপর্বের ব্রাজিলের প্রথম হার ছিল এই ম্যাচ। ম্যাচের ৭৮ মিনিটের মাথায় অধিনায়ক লিওনেল মেসির জায়গায় মাঠে নামেন মারিয়া। ২০২১ সালে এই মারাকানাতেই কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা, গোল করেন ডি মারিয়াই। লিওনেল স্কালোনির আর্জেন্টিনা দলের অন্যতম অভিজ্ঞ ফরোয়ার্ড মারিয়ার পায়ের জাদু দেখেছিল ২০২২ সালের কাতারে বিশ্বকাপ।

ডি মারিয়া এই বছর পর্তুগিজ চ্যাম্পিয়ন বেনফিকায় ফিরে আসেন। এই ক্লাবের হয়েই তিনি আগে, ২০০৭ থেকে ২০১০ সাল অবধি ইউরোপে খেলেছিলেন। রিয়াল মাদ্রিদ, পিএসজি, জুভেন্টাস এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও খেলেছেন ডি মারিয়া। ডি মারিয়া ২০০৮ সালে অলিম্পিকের ফাইনালে, ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে এবং ২০২২ সালের বিশ্বকাপের ফাইনালে গোল করেছিলেন। লিওনেল স্কালোনি প্রায়ই বলতেন, ডি মারিয়া আর মেসি, দিয়েগো মারাদোনা এবং মারিও কেম্পেসের সমান স্বীকৃতি পাওয়ার যোগ্য।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ángel Di María (@angeldimariajm)

আরও পড়ুন- আঠা দিয়ে ফাটা জুতো মেরামত করে ফুটবল খেলা, দি মারিয়ার গল্প হার মানাবে রূপকথাকেও

কোয়ালিফায়ারে ঘরের মাটিতে ব্রাজিলকে হারানোয় আর্জেন্টিনা সমর্থকদের উপর চড়াও হয় ব্রাজিলের সমর্থকরা। গ্যালারি জুড়ে চলে তাণ্ডব, পুলিশের মার। আর্জেন্টিনার খেলোয়াড় মার্তিনেজকেও দেখা যায় পুলিশের লাঠির ঘা থেকে নিজেদের সমর্থকদের রক্ষা করতে। ডি মারিয়া এই ঘটনার উল্লেখ করে সোশ্যাল মিডিয়াতে লেখেন, "কেউই এমন আচরণের যোগ্য নয়, মারধরেরও যোগ্য নয়। স্টেডিয়ামে খেলা দেখতে এসেছিল পরিবারগুলি, শিশুরা। ম্যাচ উপভোগ না করে সবাই ভয় পেয়ে গিয়েছিল। আশা করি, এই ধরনের ঘটনা আর ঘটবে না। খেলোয়াড় হিসেবে আমরা সবসময় আমাদের ভক্তদের রক্ষা করব।"

ডি মারিয়া নিজের ইনস্টাগ্রামে তাঁর শেষ ম্যাচ সম্বন্ধে লিখতে গিয়ে বলছেন, "কোপা আমেরিকাতেই শেষবারের মতো আমি আর্জেন্টিনার জার্সি পরব। আমার মনে চিনচিন করে ওঠা ব্যথা, আমার গলার কাছে দুমড়ে ওঠা ব্যথা আমাকে বুঝিয়ে দিচ্ছে আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে সুন্দর জিনিসটিকে বিদায় জানাচ্ছি, আমি। এই জার্সি পরা, এই জার্সি পরে ঘামা, আমার শরীরে এর লেপ্টে থাকা বুঝিয়ে দিত এটাই আমার গর্ব!”

 

More Articles