অল্প লগ্নিতে আয় বাড়বে বহুগুণ, জেনে নিন এই স্টক শেয়ারের সুবিধেগুলি

তাদের রিপোর্টে অ্যাক্সিস সিকিউরিটি দাবি করে, এই মাসে যদি আপনারা বিনিয়োগ করতে চান তাহলে অ্যাস্ট্রাল পাইপস অবশ্যই একটি ভালো বিকল্প হতে চলেছে।

ভারতে প্রতিদিন যেভাবে মূল্যবৃদ্ধি বাড়ছে এবং সাধারণ মানুষের আর্থিক অবস্থা খারাপ হচ্ছে, তার সঙ্গে পাল্লা দিতে এখন সকলের প্রয়োজন বাড়তি আয়। কিন্তু চাকরি কিংবা ব্যবসা করার পাশাপাশি একটি বাড়তি আয়ের রাস্তা খুঁজে বের করা হয়ে ওঠে বেশ দুষ্কর। তাই এই মুহূর্তে নব প্রজন্মের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠতে শুরু করেছে স্টক মার্কেট। অনেকেই চাকরি কিংবা ব্যবসা করার পাশাপাশি স্টক মার্কেটে কিছু টাকা লগ্নি করার মাধ্যমে কিছু বাড়তি আয় করার পরিকল্পনা নিচ্ছেন। তবে, না জেনেবুঝেই তো আর স্টক মার্কেটে বিনিয়োগ করতে নেমে পড়া যায় না। বিনিয়োগ শুরু করার আগে প্রথমেই জানতে হবে, কোন স্টক কত ভালো পারফর্ম করে এবং কোন স্টক আপনাকে কত ভালো রিটার্ন দিতে পারবে। শুধুমাত্র সস্তা হলেই সেই স্টকে ইনভেস্ট করা সমীচীন নয়।

এই মুহূর্তে ভারতের স্টক মার্কেটে প্রচুর কোম্পানির একাধিক ধরনের স্টক রয়েছে। কিন্তু এর মধ্যে বিনিয়োগ করার জন্য ভালো স্টক কোনটা, সেটা বেছে নেওয়াটাই সবথেকে কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। আজকে আমরা কথা বলব ভারতীয় স্টক মার্কেটের অন্যতম পুরনো একটি কোম্পানির স্টক নিয়েই। এই মাল্টিব্যাগার স্টক বিগত ১০ বছর ধরে ভারতীয় স্টক মার্কেটে নিজের জায়গা ধরে রেখেছে এবং যাঁরা প্রথম দিকে এই স্টকে ইনভেস্ট করতেন, তাঁদের টাকা প্রায় ৬৩ গুন বাড়িয়ে দিয়েছে এই স্টক।

যে কোম্পানির স্টক নিয়ে মূল আলোচনা, সেটি হল অ্যাস্ট্রাল পাইপস কোম্পানির স্টক। একটা সময় পর্যন্ত ভারতীয় স্টক মার্কেটে অ্যাস্ট্রাল পাইপস সবথেকে ভালো কিছু স্টকের মধ্যে একটা ছিল। বিগত এক বছরে খুব একটা ভালো পারফরম্যান্স না দিতে পারলেও, যাঁরা দীর্ঘসূত্রিতায় লগ্নি করতে পছন্দ করেন, তাঁদের জন্য কিন্তু অ্যাস্ট্রাল পাইপস অবশ্যই একটি লাভজনক স্টক। বিগত এক বছরে এই স্টকের মূল্যে অনেকটা ধস নামলেও যারা বিগত ১০ বছর ধরে এই কোম্পানির ওপর ভরসা রেখেছিলেন, তাদের জন্য কিন্তু বেশ লাভজনক প্রমাণিত হয়েছে এই অ্যাস্ট্রাল পাইপ কোম্পানির স্টক।

আরও পড়ুন: কোন পথে সঞ্চয় করলে নিশ্চিন্ত থাকবেন বয়সকালে?

ভারতীয় স্টক মার্কেটের একটি পরিসংখ্যান থেকে উঠে এসেছে, বিগত ১০ বছরে এনএসই অনুযায়ী, এই অ্যাস্ট্রাল পাইপ স্টকের প্রাইমারি ভ্যালু ২৫.৭৫ টাকা থেকে বেড়ে গিয়ে হয়েছে ১,৬৩২.৬০ টাকা। প্রায় ৬০০০ গুণ বৃদ্ধি লক্ষ্য করতে পেরেছে অ্যাস্ট্রাল পাইপ স্টক। মাত্র দশ বছরের মধ্যে কোনও একটি স্টকের এতটা উন্নতি অবশ্যই বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত লাভজনক।

বিগত এক মাসে অ্যাস্ট্রাল পাইপ স্টকের দাম ১,৬৩২.৬০ টাকা থেকে নেমে হয়েছে ১,৬১২ টাকা। অর্থাৎ, প্রায় ৫ শতাংশ নিম্নমুখী হয়েছে স্টকের দাম। চলতি আর্থিক বছরের শুরু থেকে আজকের দিন পর্যন্ত হিসেব করলে দেখা যায়, এই কোম্পানিটির শেয়ার প্রাইস ২,৩৩২ টাকা থেকে কমে গিয়ে হয়েছে ১,৬৩২ টাকা। বিগত ৬ মাসে এই কোম্পানির স্টকের মূল্য ২,২৬৫ টাকা থেকে কমে গিয়ে হয়েছে ১,৬৩২ টাকা। এই সময়কালে এই কোম্পানির স্টকের পতন হয়েছে প্রায় ২৮ শতাংশ। অন্যদিকে গত এক বছরে অ্যাস্ট্রাল পাইপসের শেয়ারের দাম ১,৯৫০ টাকা থেকে কমে হয়েছে ১,৬৩২ টাকা। অর্থাৎ, বার্ষিক ভিত্তিতে দেখা গেলে, ষান্মাসিক অথবা ত্রৈমাসিক ভিত্তির থেকে অনেকটাই কম পতন হয়েছে স্টকের দামে। পরিসংখ্যান অনুযায়ী উঠে আসছে, এই সময়কালে অ্যাস্ট্রাল পাইপের স্টকের দাম পড়েছে ১৬ শতাংশ।

তবে এই মুহূর্তে আবার নতুন করে এই কোম্পানিটির স্টক চোখে পড়তে শুরু করেছে। নতুন করে দাম উঠছে অ্যাস্ট্রাল পাইপ স্টকের। ইতিমধ্যেই এই কোম্পানিটি জেম পেন্টস থেকে বরাদ্দ ১৯৪ কোটি টাকার ঐচ্ছিক পরিবর্তনশীল ডিবেঞ্চারের সদস্যপদ গ্রহণ করে ফেলেছে। এছাড়াও জেম পেন্টস এবং ইশা পেন্টসের বোর্ডে সংখ্যাগরিষ্ঠ পরিচালকদের নিয়োগ করতে চলেছে এই অ্যাস্ট্রাল পাইপ কোম্পানি। এককথায় বলতে গেলে, এই মুহূর্তে জেম পেন্টস এবং ইশা পেন্টস অ্যাস্ট্রাল পাইপের একটি সাবসিডিয়ারি এবং স্টেপ ডাউন সাবসিডিয়ারিতে পরিণত হয়েছে।

তবে গত এক বছরে অ্যাস্ট্রাল পাইপসের স্টক খারাপ পারফরম্যান্স করলেও যদি দীর্ঘ সময়ের জন্য এই স্টকে বিনিয়োগ করা যায়, তাহলে রিটার্ন অনেকটাই বেশি। গত ৫ বছরে অ্যাস্ট্রাল পাইপসের স্টকের মূল্য প্রায় ৪১৫ টাকা থেকে বেড়ে গিয়ে হয়েছে ১,৬৩২ টাকা। এই শেষ পাঁচ বছর ছিল এই কোম্পানির স্টকের সবথেকে ভালো সময়। এই সময় স্টকের দাম প্রায় ২৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। একইভাবে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের হিসেব অনুযায়ী, গত ১০ বছরে অ্যাস্ট্রাল পাইপ শেয়ার শেয়ারের দাম ২৫.৭৫ টাকা থেকে বেড়ে গিয়ে হয়েছে ১,৬৩২.৬০ টাকা। সার্বিক হিসেব দেখতে গেলে, এই সময়কালে এই স্টকের মূল্য বৃদ্ধি পেয়েছে প্রায় ৬,০০০ শতাংশ। গত ১০ বছরে যাঁরা এই স্টকে বিনিয়োগ করেছেন, তাঁরা যদি ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে মাল্টিব্যাগার স্টক বিনিয়োগে প্রিন্সিপাল অ্যামাউন্ট ১ লক্ষ টাকা থেকে বেড়ে গিয়ে এখন হয়েছে প্রায় ৬৩ লক্ষ টাকা।

 

কেন বিশেষজ্ঞদের চোখে অ্যাস্ট্রাল পাইপস এখনও একটি ভালো স্টক ?
চতুর্থ ত্রৈমাসিকে এই স্টকের মূল্য একধাক্কায় অনেকটা কমে গেলেও, স্টক মার্কেটের বিশেষজ্ঞরা এখনও কিন্তু অ্যাস্ট্রাল পাইপসের ওপরে নিজেদের ভরসা রেখেছেন। তার অবশ্য বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে প্রথম হলো, নির্মাণের কাজ বৃদ্ধি পাবে এবং বুনিয়াদি কাঠামোর ওপরে সরকারের নজর থাকবে। সম্ভাবনা আছে, যদি সমস্ত ধরনের কাঠামোর ওপর সরকারের নজর পড়ে, তাহলে অবশ্যই পাইপের চাহিদা বাড়বে।

অন্যদিকে, ভালো পণ্যের মিশ্রণ দিয়ে তৈরীর মাধ্যমে ২০২৩-'২৪ সালে EBITDA, আরও অনেক উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয়ত, জেম পেন্টসের ৫১ শতাংশ শেয়ার বর্তমানে অ্যাস্ট্রালের কাছে রয়েছে। এর ফলে একদিকে যেমন অ্যাস্ট্রালের পেন্টস ব্যবসার পরিধি অনেকটা বৃদ্ধি পাবে, তেমনই কিন্তু জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এই ধরনের স্টকের। এবং চতুর্থত, গত পাঁচ বছর ধরে কোম্পানিটি প্রায় ১,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে।

 

কেন আপনি বিনিয়োগ করবেন?
অ্যাক্সিস সিকিউরিটির জুন মাসের একটি স্টক রিপোর্টে নতুন করে আবার অ্যাস্ট্রাল পাইপসের স্টকের নাম উঠে আসে। তাদের রিপোর্টে অ্যাক্সিস সিকিউরিটি দাবি করে, এই মাসে যদি আপনারা বিনিয়োগ করতে চান তাহলে অ্যাস্ট্রাল পাইপস অবশ্যই একটি ভালো বিকল্প হতে চলেছে। তাদের রিপোর্টে প্রকাশিত হয়, 'পাইপের মার্কেটে গত চার বছরের মধ্যে সবথেকে ভালো উন্নতি করতে পেরেছে অ্যাস্ট্রাল পাইপ। গত চার বছরে প্রায় ১০ শতাংশ উন্নতি হয়েছে এই স্টকের। যখন, চার বছর ধরে ধীরে ধীরে আবারও নিজের পুরনো জায়গায় ফিরে আসতে শুরু করেছে অ্যাস্ট্রাল, সেখানেই, এই কোম্পানির স্টক আবার নতুন করে মার্কেট শেয়ার দখল করতে শুরু করেছে।'

রিপোর্টে আরও দাবি করা হয়েছে, 'অ্যাস্ট্রাল কোম্পানিটি EBITDA মার্জিন মোটামুটি ১৭.৮ শতাংশের কাছাকাছি রেখেছে, যাতে, মন্দার বাজারে তাদের জিনিসের দাম মোটামুটি সঠিক থাকে।' ভালভ, রেজিন থেকে শুরু করে স্যানিটারি ওয়্যার এবং ট্যাঙ্ক পর্যন্ত তৈরি করে অ্যাস্ট্রাল পাইপস। আগামী আরও কয়েক বছরের মধ্যে এই কোম্পানির স্টক প্রাইস আরও বৃদ্ধি পাবে। যদি সেই সময় পর্যন্ত কেউ ভালোভাবে এই কোম্পানিতে বিনিয়োগ করতে পারেন, তাহলে কিন্তু তার সুবিধেই হবে।

পাশাপাশি পরিসংখ্যান বলছে, গত অর্থবর্ষের চতুর্থ কোয়ার্টারে অ্যাস্ট্রাল পাইপস কোম্পানির রেভিনিউ ছিল মোটামুটি ২৩.৩ শতাংশ। এর মধ্যে সবথেকে বেশি বৃদ্ধি হয়েছিল প্লাস্টিক এবং আঠায়। কিন্তু, গত অর্থবছর থেকে এই মুহূর্তে ছবিটা অনেকটাই আলাদা। গত বছর করোনাভাইরাসের জন্য অনেক স্টক মার্কেটের অবস্থা ছিল অনেকটাই খারাপ। সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাস্ট্রাল কোম্পানির খুব একটা কিন্তু অসুবিধে হয়নি। কিন্তু এই বছরের শুরু থেকেই স্টক মার্কেটে রীতিমতো একটা ভিড় লেগেই আছে। অ্যাস্ট্রাল পাইপস কোম্পানির স্টকের মূল্যও পরবর্তীতে আরও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই বিশেষজ্ঞরা বলছেন, যদি আপনার দীর্ঘসূত্রিতায় কোনও সমস্যা না হয়, তাহলে নিঃসন্দেহে বিনিয়োগ করুন এই মাল্টিব্যাগার স্টকে।

More Articles