বোমা মেরে দু’শো স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি! ভোটের আগে বড় নাশকতার ছক বাংলায়?

Bomb Threat in Kolkata Schools: কলকাতা ও তার সংলগ্ন এলাকা, উত্তরবঙ্গ-সহ রাজ্যের একাধিক জেলার স্কুলগুলিতে এসেছে ওই হুমকি চিঠি। স্কুল চত্বরের মধ্যেই বোমাগুলি রাখা হয়েছে বলে জানানো হয় সেই মেইলে।

সামনেই পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ। তার চেয়েও বড় কথা আর কিছুদিন পর থেকেই দেশ জুড়ে শুরু হচ্ছে লোকসভা ভোট। ঠিক এ সময়ে কলকাতা-সহ রাজ্যের অন্তত দু'শোটি স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল। স্কুল কর্তৃপক্ষের কাছে ইমেল পাঠিয়ে নাকি ওই হুমকি দেওয়া হয়েছে। স্বাভাবিক ভাবেই ভোটের আগে আগে এই হুমকি চিঠি ঘিরে যথেষ্টই উত্তেজনা ছড়িয়েছে।

কলকাতা ও তার সংলগ্ন এলাকা, উত্তরবঙ্গ-সহ রাজ্যের একাধিক জেলার স্কুলগুলিতে এসেছে ওই হুমকি চিঠি। স্কুল চত্বরের মধ্যেই বোমাগুলি রাখা হয়েছে বলে জানানো হয় সেই মেইলে। চিং এবং ডল নামে দুই আতঙ্কবাদীর নাম করে পাঠানো হয়েছে হুমকি চিঠিটি। তাদের তরফে চিঠিতে জানানো হয়েছে, যত বেশি সংখ্যক মানুষকে হত্যা করাই তাদের উদ্দেশ্য।

সপ্তাহের প্রথম দিনেই রাজ্যের অসংখ্য সরকারি ও বেসরকারি স্কুলের মেইলে এসেছে ওই হুমকি-বার্তাটি। সূত্রের খবর, রাত ১২.৫১ থেকে ১২.২৫-এর মধ্যে ঢোকে ওই মেইলটি। পরীক্ষা পর্ব মিটিয়ে সবেই নতুন সেশন শুরু হয়েছে শহরের স্কুলগুলিতে। সে সময় হঠাৎ করেই এমন ভয়ানক একটি হুমকি-বার্তা ছড়ানোয় আতঙ্ক ছড়িয়েছে নানা মহলে।

আরও পড়ুন: ভোটের মুখে মোদির গলায় বিঁধে অনন্ত-কাঁটা, কোচবিহারে গড় ধরে রাখতে পারবে বিজেপি?

ইতিমধ্যেই পুলিশ ওই ঘটনায় স্বতপ্রণোদিত হয়ে একটি মামলা দায়ের করেছে। আইপি অ্যাড্রেস ট্র্যাক করে হুমকিদাতাদের খোঁজার চেষ্টা করছে সাইবার টিম। পুলিশ সূত্রের খবর, ওই হুমকির তালিকায় রয়েছে বেশিরভাগ দক্ষিণ কলকাতার স্কুল। বেহালার একাধিক স্কুলে পৌঁছেছে সেই চিঠি। রয়েছে শিলিগুড়ির একাধিক স্কুলও। ওই হুমকি চিঠি পাওয়ার পরেই লালবাজার কিংবা স্থানীয় থানায় যোগাযোগ করে স্কুল কর্তৃপক্ষ। একাধিক স্কুলে গিয়ে রেইকি করেছে স্থানীয় পুলিশও।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে গিয়েছে ওই হুমকি মেইলের একাধিক স্ক্রিনশট। যেখানে দেখা যাচ্ছে, 'হ্যাপিহটডগ১০১' নামে একটি ইমেইল আইডি থেকেই রাজ্যের বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুলে হুমকি চিঠি পাঠানো হয়। ঠিক কতগুলি স্কুলে এই মেইল গিয়েছে, তা এখনও পরিষ্কার নয়। কলকাতা, শিলিগুড়ি-সহ আর কোন কোন জেলার স্কুল রয়েছে সেই তালিকায়, তা-ও এখনও স্পষ্ট নয়।

ওই ইমেলে লেখা হয়, “এই বার্তা সবার জন্য। শ্রেণিকক্ষের বাইরে বোমা রাখা আছে। আগামিকাল সকালে যখন স্কুলে বাচ্চারা থাকবে তখন বোমাগুলি ফাটবে। আমাদের লক্ষ্য বেশি সংখ্যক মানুষকে রক্তস্রোতে ভাসিয়ে দেওয়া।" মেইলের প্রেরক হিসেবে চিং এবং ডল নামে দুই সন্ত্রাসবাদীর কথা হয়েছে সেখানে।

আরও পড়ুন: রুশ ‘বেদানা’ পোর্তুগালে এসে হল ‘বোমা’! ফলের শরবত খেতে চেয়ে বিচিত্র বিভ্রাট যুবকের

মঙ্গলবার অবশ্য কলকাতা পুলিশের তরফে হুমকি দিয়ে বলা হয়েছে, এই হুমকি মেল ভুয়ো। স্কুল কর্তৃপক্ষের ভয়ের কারণ নেই। তবে পুলিশ যতই আশ্বাস দিক না কেন, এক সঙ্গে রাজ্যের এতগুলো স্কুলে হুমকির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে শিক্ষক ও অভিভাবকমহলেও। অনেকেই সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। ভোটের মুখে সত্যিই কি কোনও বড়সড় নাশকতার ছক কষা হচ্ছে পশ্চিববাংলায়। স্কুলের মতো স্পর্শকাতর জায়গায় বোমা রাখার হুমকিকে মোটেই নিরাপত্তাগত দিক থেকেও ভালো চোখে দেখা হচ্ছে না। সব মিলিয়ে এই বোমাতঙ্ক ঘিরে যথেষ্ট আশঙ্কার পরিস্থিতি তৈরি হয়েছে এ রাজ্যে।

More Articles