এবার কার হাতে রিলায়েন্স সাম্রাজ্যের ভবিষ্যৎ? বছরশেষে স্পষ্ট করে জানিয়ে দিলেন মুকেশ আম্বানি
Reliance Industry Mukesh Ambani : এই দায়িত্ব আরও মজবুত হোক, চান রিলায়েন্স কর্তা। আকাশ, ইশা ও অনন্ত – কার হাতে যাচ্ছে রিলায়েন্সের দায়ভার?
ভারতের শিল্পপতিদের প্রসঙ্গ আসলে মুকেশ আম্বানিকে বোধহয় কেউই অস্বীকার করতে পারবেন না। টেলিকম সেক্টর থেকে পেট্রোলিয়াম, রিটেইল, মিডিয়া, এমনকী খেলার জগতও আম্বানি সাম্রাজ্যের অংশ হয়ে গিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের বিখ্যাত কোনও ক্লাবও কিনতে পারেন তিনি, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। কেবল ভারত নয়, বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় রয়েছে মুকেশ আম্বানির নাম।
একটি বছর শেষ হতে চলেছে। কয়েকদিন পড়েই শুরু হবে নতুন একটি বছর। ২০২৩ সালেই পঞ্চাশ বছর পূর্ণ হবে রিলায়েন্স ইন্ডাস্ট্রির। তারই আগে বিশেষ সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিলেন মুকেশ আম্বানি। কেন? একটা সময় ধীরুভাই আম্বানি যে সাম্রাজ্যের ভিত তৈরি করেছিলেন, পরে নিজের ছেলেদের তার অংশীদার করেন। এবার মুকেশ আম্বানিও চান, একটু একটু করে রিলায়েন্সের বিভিন্ন দিকের দায়িত্ব নিক তাঁর সন্তানরা। এমনিতেই রিলায়েন্সের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন মুকেশ ও নীতা আম্বানির তিন সন্তান। এই দায়িত্ব আরও মজবুত হোক, চান রিলায়েন্স কর্তা। আকাশ, ইশা ও অনন্ত – কার হাতে যাচ্ছে রিলায়েন্সের দায়ভার?
ইতিমধ্যেই পুরো ব্যাপারটি স্পষ্ট করে দিয়েছেন মুকেশ আম্বানি। প্রথমেই আসা যাক বড় ছেলে আকাশ আম্বানির প্রসঙ্গে। রিলায়েন্সের টেলিকম ব্যবসার জন্য তাঁকে তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁর বাবা মুকেশ। ভবিষ্যতে এই দিকের হাল ধরবেন তিনি। ইতিমধ্যেই জিও-র দায়িত্বে রয়েছেন আকাশ। তাঁর নেতৃত্বে নিজেদের বাজার অল্পদিনেই তৈরি করে নিতে পেরেছে এই সংস্থাটি। জিও-র সিম, ফোন এবং জিও ফাইভ জি-র দৌলতে গোটা দেশে আরও ছড়িয়ে পড়েছে রিলায়েন্স। মুকেশ আম্বানি জানিয়েছেন, নতুন বছর ২০২৩-এই জিও ফাইভ জি বাজারে চলে আসবে। তাই এই দায়িত্ব বড় ছেলে আকাশের হাতেই সম্পূর্ণভাবে ছেড়ে দিতে চান তিনি। মুকেশের স্বপ্ন, ছেলের হাত ধরেই জিও আরও নিত্যনতুন পরিকল্পনা নিয়ে আসবে বাজারে।
এছাড়াও রিলায়েন্সের আরও একটি দিক হল রিটেইলস। রিলায়েন্স ডিজিটাল, ট্রেন্ডস থেকে আজিও শপিং অ্যাপ – একটু একটু করে নিজের সুনাম তৈরি করেছে রিটেইলের ব্যবসা। এই বিশেষ বিভাগের দায়িত্বে ছিলেন মুকেশ-নীতার একমাত্র মেয়ে ইশা আম্বানি। তাই এই দিকটিও মেয়ের হাতেই ছেড়ে দিতে চান মুকেশ আম্বানি। ইতিমধ্যেই যমজ সন্তানের মা হয়েছেন ইশা। তার ওপর নতুন এই ঘোষণা তাঁকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে বলে জানান রিলায়েন্স কর্তা। তাঁর অধীনে রিলায়েন্স রিটেইলস নিজের সুনাম বজায় রাখবে বলে জানিয়েছেন তিনি।
তেল, পেট্রোকেমিক্যাল, প্রাকৃতিক গ্যাস নিয়ে রিলায়েন্সের মূল সাম্রাজ্য। এখানেই বহুদিন ধরে রাজত্ব করছে এই প্রতিষ্ঠান। তবে পৃথিবী যত এগোচ্ছে, দূষণ যত বাড়ছে, ততই বিকল্প শক্তির দিকে নজর পড়ছে মানুষের। সেদিকেই ঝোঁক বাড়ছে বাজারের। এবার এই নতুন বিকল্প শক্তির দিকেও নিজেদের নিয়ে যেতে চাইছে রিলায়েন্স। মুকেশ আম্বানি জানিয়েছেন, নতুন এই বিভাগটির দায়িত্বভার দেওয়া হবে ছোট ছেলে অনন্ত আম্বানিকে। ভারত নিজেই বিদ্যুৎ তৈরি করবে, আর এই নতুন উদ্যম কেবল দেশ নয়, গোটা বিশ্বকে পথ দেখাবে। নিজের বক্তব্যে এমন স্বপ্নের কথাই তুলে ধরেছেন মুকেশ আম্বানি।
সেই স্বপ্নপূরণের জন্য তিনি ভরসা করছেন ছোট ছেলে অনন্তের ওপর। ভারতের ‘গ্রিনেস্ট কর্পোরেট’ হওয়ার রাস্তায় আরও এক ধাপ এগোনোর যাবতীয় দায়িত্ব এখন তাঁর হাতে। খুব শীঘ্রই জামনগরে এই নতুন স্টার্টআপের জন্য কারখানা তৈরি হবে। আকাশ আর ইশার মতো অনন্তও তাঁর কাজে সফল হবেন, দৃঢ় বিশ্বাস মুকেশ আম্বানির।