ভারতে চিতাদের প্রথম শিকার! যেভাবে সেজে উঠছে নতুন শ্বাপদদের রোমহর্ষক অরণ‍্য

Cheetah in India: জানা গেছে, একটি চিতল হরিণ শিকার করেছে নামিবিয়ার দুই শ্বাপদ।

৭০ বছর পর ভারতে চিতার প্রথম শিকার! মধ‍্যপ্রদেশের কুনো জাতীয় উদ‍্যান সেজে উঠছে ভারতের নতুন অতিথিদের বরণ করার জন্য। নামিবিয়া থেকে আসা চিতাদের মধ‍্যপ্রদেশের এই অভয়ারণ্যে ছাড়া হয়েছিল ১৭ সেপ্টেম্বর‌। তারপর থেকে চলছিল চিতাদের কোয়ারেন্টিন পর্ব। তাদের রাখা হয়েছিল বিশেষ এনক্লোজারে। অবশেষে ৫ নভেম্বর দু'টি চিতাকে ছাড়া হয় বড় এনক্লোজারে। আর তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই প্রথম শিকার সারল তারা। জানা গেছে, একটি চিতল হরিণ শিকার করেছে নামিবিয়ার দুই শ্বাপদ। ৫ নভেম্বর রাতে বা ৬ নভেম্বর ভোরের মধ্যে শিকারটি হয়েছে বলে দাবি করা হচ্ছে বনবিভাগের তরফে।

আরও পড়ুন: বৈজ্ঞানিক সত‍্যকে তুচ্ছ করে চিতা ফেরানো শুধুই রাজনৈতিক দেখনদারি

আপাতত জানা যাচ্ছে, নামিবিয়া থেকে আসা সবক'টি চিতাই সুস্থ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে ট‍্যূইট করে এই সংবাদ জানিয়েছেন দেশবাসীকে। কিন্তু প্রথম থেকেই প্রশ্ন উঠছে, ভারতের অরণ‍্য-বাস্তুতন্ত্রের সঙ্গে চিতারা আদৌ মানিয়ে নিতে পারবে তো? ১৯৫২ সালে এশিয়াটিক চিতার বিলুপ্তি যে শিক্ষা দিয়েছে, তা থেকে অন্তত এটুকু স্পষ্ট, চিতারা ভারতীয় অরণ‍্যে বহুবিধ প্রতিকূলতার মুখোমুখি হবে। তবে সুদূর আফ্রিকার এই বাসিন্দাদের যাতে চোরাশিকার জাতীয় সমস্যার মুখোমুখি না হতে হয়, তার ব‍্যবস্থাও করা হয়েছে। একটি স্নিফার ডগের বাহিনী বনকর্মীদের সঙ্গে মিলে পাহারা দিচ্ছে কুনো-র জঙ্গল।

আটটি চিতার মধ্যে বাকিগুলোকেও ক্রমে ক্রমে ছাড়া হবে বড় এনক্লোজারে, এমনটাই জানা যাচ্ছে। ৫টি পুরুষ ও ৩টি মহিলা চিতা রয়েছে কুনো-তে। প্রসঙ্গত, এই শিকারটি করেছে দুই পুরুষ চিতা। আশা নামক একটি চিতা ইতিমধ্যে অন্তঃসত্ত্বাও হয়েছে। সে চিতা প্রসব করবে বলেও জানা যাচ্ছে। আফ্রিকার দেখাদেখি এখানেও সাভানা অরণ্য নির্মাণের একটি প্রচেষ্টা করা হয়েছে, যাতে চিতাদের কোনও অসুবিধা না হয়। ধাপে ধাপে ৫০টি চিতা আসবে এই জঙ্গলে। চিতা-পর্যটন হয়ে উঠবে ভারতের অরণ্য পর্যটনের নতুন এক দিগন্ত, এমনটাই ভাবা হচ্ছে এখন‌। কিন্তু বাস্তুতন্ত্রের সঙ্গে এই প্রাণীগুলো মানিয়ে উঠতে পারবে তো? এখনও সংশয় দূর হচ্ছে না পরিবেশপ্রেমীদের। কিন্তু এই প্রথম শিকার কি সেই পথে প্রথম ধাপ? এই প্রশ্নের উত্তর দেবে সময়।

More Articles