গোটা বাড়িতে সতেরোটা ঘর! আরবে রোনাল্ডোর বিরাট 'প্রাসাদের' ভাড়া কত, জানেন?

Cristiano Ronaldo : নিজস্ব ভিলায় ওঠার আগে পরিবার নিয়ে বিলাসবহুল এক হোটেলে থাকছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ড

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নামটাই কাফি। বিশ্বকাপে একবার খারাপ ফর্ম দিয়ে হয়তো সত্যিই এ নামের মর্যাদার বিচার হয় না। রোনাল্ডো অনেক আগেই ছিনিয়ে নিয়েছেন শিরোপা। বারবার শিরোনাম দখল করা এই তারকা ফুটবলার লক্ষ লক্ষ অনুরাগীদের হার্টথ্রব। তাই তাঁর খেলোয়াড়ি জীবনের বাইরে ব্যক্তিগত জীবনও বারবার চর্চার মুখোমুখি হয়েছে। কী খাচ্ছেন রোনাল্ডো, কোথায় থাকছেন তিনি, সবকিছুতেই নজর রেখেছেন অনুরাগীরা। সম্প্রতি তিনি সৌদি আরবের ক্লাব আল নাসেরে জায়গা করে নিয়েছেন। আপাতত বান্ধবী জর্জিনা, সন্তানদের নিয়ে তিনি আরব্য রজনীর দেশে। আর সেখানেই সামনে এসেছে তাঁর বিলাসবহুল বাড়ি। বাড়ি, নাকি 'প্রাসাদ'? কারণ, বাড়ির বর্ণনা শুনে প্রায় সবারই চক্ষু চড়কগাছ। সতেরোটা ঘর, বিলাসবহুল আসবাব, ঝকঝকে চেহারা... এমন বাড়ি তো বিশ্বের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলারই পেতে পারেন।

এমন একজন তারকার থাকার জায়গাও যে চমৎকার হবে তা বলাই বাহুল্য। বাড়ির বর্ণনা শুনলে রীতিমত চমক লাগে। কী নেই তাতে! সুইমিং পুল, সিনেমা হল, জিম, টেনিস কোর্ট, বিলিয়ার্ড সেন্টার, স্পা, ম্যাসাজ রুম সবই রয়েছে হাতের কাছে। এমন একটা বাড়ির ভাড়া কত, জানেন? দিনে সাড়ে তিন লাখ টাকা! এরপর একে 'প্রাসাদ' না বললেই বরং ছোট করা হবে। অবশ্য আক্ষরিক ভাবে দেখতে গেলে, এটি একপ্রকার প্রাসাদই।

আরও পড়ুন : একটানা ঘুমান না রোনাল্ড, তবুও থাকেন টগবগে মেজাজে, যে রহস্য লুকিয়ে তাঁর দৈনন্দিন জীবনে?

সৌদি আরবের আল নাসের ক্লাবের হয়ে মাঠে নামতে চলেছেন সিআর সেভেন। হেভিওয়েট এই তারকাকে জায়গা দিতে সেনেগালের ভিনসেন্ট আবুবকরের সঙ্গে চুক্তি বাতিল করেছে আরবের ক্লাবটি। যদিও ক্রিশ্চিয়ানো যেখানে থাকছেন, সেটি তাঁর স্থায়ী ঘর নয়। বলা ভালো, এটি একটি হোটেল। আরও ভালো করে বললে, রাজকীয় হোটেল। তাঁর স্থায়ী বাড়ি এখনও তৈরি হতে বেশ কিছুটা সময় লাগবে। আপাতত তাই এই বিলাসবহুল হোটেলটিতেই থাকতে হবে তারকাকে। বান্ধবী এবং পাঁচ সন্তান সহ থাকছেন পাঁচতারা হোটেলে, থুড়ি প্রাসাদে। নাম, 'হোটেল ফোর সিজনস'।

হোটেলের দু'টি তলা পুরোটাই নির্ধারিত করা হয়েছে রোনাল্ডো এবং তাঁর পরিবারের জন্য। ৪৯ এবং ৫১ তলা জুড়ে রয়েছে যাবতীয় ব্যবস্থাপনা। অন্তত একমাস তাঁরা এখানেই থাকবেন। জানা গিয়েছে, সৌদি আরবের রাজপরিবার এই হোটেলে উঠলে এখানেই থাকেন। এখন সেই রয়্যাল স্যুটেই রোনাল্ডোর থাকার ব্যবস্থা করা হয়েছে। ১৭টি রুমের এই স্যুটে আছে ব্যক্তিগত সুইমিং পুল, সিনেমা হল, জিম, স্নানঘর, টেনিস কোর্ট, বিলিয়ার্ড সেন্টার সহ সবরকমের সুযোগ-সুবিধা। শুধু তাই নয়, ক্লান্তি দুর করতে চাইলে যেতে পারবেন স্পা অথবা ম্যাসাজ রুমেও। সেই ব্যবস্থাও রয়েছে এখানে।

খাওয়া দাওয়ার জন্য ঘরের মধ্যেই রয়েছে ব্যবস্থা। সব একেবারে মুখের সামনে হাজির করবেন হোটেল কর্তৃপক্ষ। রুম ডাইনিংয়ের ব্যবস্থাও রেখেছে তারা। জানা গিয়েছে, এখানকার জাপানিজ আর লেবানিজ খাবার মনে ধরেছে রোনাল্ডোর। এছাড়াও গরু এবং ভেড়ার মাংসের বিভিন্ন আইটেম পছন্দ করেছেন তার প্রেমিকা জর্জিনা। এছাড়াও হোটেলটির রুফ টপ স্কাই ব্রিজে ক্যান্ডেল লাইট ডিনার করার সুযোগও রয়েছে তালিকায়।

এই এত এত আয়োজনের জন্য যে দাম অমন হবে তা তো বলাই বাহুল্য। তাই কড়কড়ে সাড়ে তিন লাখ টাকা গুনতে হবে তাকে। রাজকীয় জায়গায়, রাজার আসনে এখন সিআর সেভেন। এটুকু খাতির যত্ন তো করতেই হবে! এই অর্থ অমন তারকার কাছে কিছুই নয়। তাই মাসখানেক এমন সুখেই থাকবেন রোনাল্ডো ও তাঁর পরিবার।

More Articles