এবার চাঁদেই হিন্দুরাষ্ট্রের 'আবদার', কেন এমন চান স্বামী চক্রপাণি?

‘Declare Moon a Hindu Rashtra’: বিশুদ্ধতা বজায় রাখতেই কি চাঁদকে হিন্দুরাষ্ট্র হিসেবে ঘোষণা করা উচিত নয় প্রধানমন্ত্রীর, প্রশ্ন তুলেছেন মহারাজ।

চাঁদে পা দিয়েছে ভারত। ইতিহাসের পাতায় ভারত চতুর্থ দেশ, যারা চাঁদের মাটিতে পা রাখল। দেরিতে চাঁদে পৌঁছলেও, চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছনো প্রথম দেশ ভারত। আর তা সেই আনন্দকে দ্বিগুণ করেছে যেন। সফল হয়েছে ইসরোর চন্দ্রযান-৩ অভিযান। চাঁদের যে অংশে গত ২৩ অগস্ট নেমেছে চন্দ্রযান ৩-র ল্যান্ডার, সেই স্থানটির নামকরণও হয়ে গিয়েছে ইতিমধ্যেই। চাঁদের সেই এলাকাটিকে শিবশক্তি হিসেবে চিহ্নিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। যদিও বিজ্ঞানভিত্তিক এক অভিযানস্থলের নাম এমন দেবদেবতার নামে হবে কেন, সে নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তা নিয়ে শুরু হয়েছে বিতর্কও। আর মোদির সেই নামকরণের পথ ধরেই এবার সাংঘাতিক দাবি করে বসল একটি সংগঠন।

আরও পড়ুন: উত্তর কলকাতায় নামছে বিক্রম ল্যান্ডার! দুর্গাপুজোয় যে বিশাল চমক পাচ্ছে কলকাতাবাসী

সেই কবে থেকে ভারতকে হিন্দুরাষ্ট্র হিসেবে গড়ে তোলার কথা বলে আসছে বিজেপি। তার থেকে আরও এক ধাপ এগিয়ে এবার চাঁদকেই হিন্দুরাষ্ট্র ঘোষণা করল এক হিন্দুত্ববাদী একটি সংগঠন। অল ইন্ডিয়া হিন্দু মহাসভা ও সন্ত মহাসভার জাতীয় সভাপতি স্বামী চক্রপাণি মহারাজ এ নিয়ে রীতিমতো আবেদনও জানিয়ে ফেলেছেন প্রধানমন্ত্রীর কাছে। অবিলম্বে চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হোক। না, শুধু মুখে দিলে গেলেই কিন্তু হবে না, এ নিয়ে সংসদে বিলও পাশ করুক বিজেপি সরকার। আর সেই হিন্দু সনাতন রাষ্ট্রের রাজধানী হবে শিবশক্তি পয়েন্ট।

গোড়া থেকেই চন্দ্রযান ৩ অভিযানের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাঁধে তুলে দিতে উঠেপড়ে লেগেছেন বিজেপি নেতানেত্রীরা। চন্দ্রযান-৩-এর ল্যান্ডার চাঁদের মাটি ছুঁতে না ছুঁতেই টিভির পর্দায় হাজির হয়ে গেলেন প্রধানমন্ত্রী। সুদূর আফ্রিকা থেকে তিনি ভার্চুয়ালি যোগ দিলেন সেই চূড়ান্ত মুহূর্তে। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জানালেন, চাঁদ আর দূরে নয়, বরং ট্যুর এখন থেকে চাঁদ। অচিরেই চাঁদের যে স্থানে ল্যান্ডার অবতরণ করল, তার নাম রাখলেন শিবশক্তি পয়েন্ট। চন্দ্রযান ৩ অভিযান সফল হতে না হতেই শুভেচ্ছায় ভেসেছে ইসরো। তবে ইসরোকে নয়, চন্দ্রাভিযান মিশনের সাফল্যের সমস্ত শুভেচ্ছা প্রধানমন্ত্রীকেই জানালেন স্বামী চক্রপাণি মহারাজ। পাশাপাশি চাঁদের দক্ষিণ মেরুর ওই বিশেষ জায়গার নাম শিবশক্তি পয়েন্ট রাখার জন্যও বিশেষ ধন্যবাদ জানান। তাঁর দাবি, চাঁদের ওই জায়গায় অন্য় কোনও দেশ, অন্য কোনও ধর্ম বা মতভেদ পৌঁছনোর আগেই চাঁদের নাম রাখা হোক 'গজওয়া-ই-হিন্দ'। পাশাপাশি চাঁদকে অবিলম্বে ঘোষণা করা হোক সনাতন হিন্দু রাষ্ট্র হিসেবে।

কেন এমন দাবি তাঁর? নিজের দাবির সমর্থনে রীতিমতো যুক্তি দিয়েছেন ওই স্বামীজি। তিনি মনে করেন, হিন্দুরাষ্ট্রের মর্য়াদা বাড়াতেই দেবাদিদেব শিবের জটায় চাঁদকে রাখা হয়েছিল। আর হিন্দু সনাতনীদের চাঁদের সঙ্গে সম্পর্ক বহুযুগের। বিভিন্ন হিন্দুশাস্ত্রতেও বারবার চাঁদের উল্লেখ পাই আমরা। তা এমন চাঁদ হিন্দুরাষ্ট্র হবে না তো আর কী-ই বা হবে বলুন তো। তাঁর মতে, চাঁদের সেই বিশুদ্ধতা বজায় রাখতেই সেটিকে হিন্দুরাষ্ট্র ঘোষণা করা উচিত।

 

এমন আর্জি করে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ একটি ভিডিও পর্যন্ত শেয়ার করেছেন অল ইন্ডিয়া হিন্দু মহাসভা ও সন্ত মহাসভার জাতীয় সভাপতি স্বামী চক্রপাণি মহারাজ। সেই ভিডিওর ক্যাপশনে তিনি সাফ জানিয়েছেন, পার্লামেন্টের তরফে চাঁদকে সনাতন হিন্দুরাষ্ট্র ঘোষণা করা উচিত, তার রাজধানী হোক শিবশক্তি পয়েন্ট। যেখানে অবতরণ করেছিল চন্দ্রযান ৩-এর ল্যান্ডার। আর এর সঙ্গেই জুড়ে দেন বিস্ফোরক একটি মন্তব্য। তাঁর দাবি, এই সব কিছু অবিলম্বে করা উচিত, যাতে কোনও জঙ্গি জিহাদি মতাদর্শ নিয়ে সেখানে না পৌঁছতে পারে।

আরও পড়ুন: মোবাইলের চেয়েও সস্তা চাঁদের জমি! সত্যিই কি চাঁদের মালিক হতে পারেন আপনি?

সোশ্যাল মাইক্রোব্লগিং সাইট এক্সে মহারাজের এই ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ তা নিয়ে বিতর্ক জুড়েছেন, কেউ বা কৌতূকের সঙ্গে উড়িয়ে দিয়েছেন। তবে এই ভিডিও বা মন্তব্যের মধ্যে যে বিচ্ছিন্নতাবাদী, জাতি ও ধর্মবিদ্বেষী মতাদর্শ লুকিয়ে রয়েছে, তা ভাবলে কিন্তু সিঁটিয়ে যেতে হয়। হাজার হাজার বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার অহরহ পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে যে বিজ্ঞানসাধনার পথ প্রসারিত করল, তার মান ক্ষুন্ন হয়ে যাবে না তো এমন অবৈজ্ঞানিক অসাংবিধানিক ভাবনার ভিড়ে। চাঁদ জয়ের এই সাফল্য একদিনে শিকেয় ছেঁড়েনি ভারতের। তার জন্য রয়েছে অক্লান্ত পরিশ্রম এবং ব্যর্থতার যন্ত্রণা। কিন্তু সত্যিই কি বিজ্ঞানের হাত ধরে এগোচ্ছে সভ্যতা, নাকি সেই সভ্যতার চাকাকে কয়েক কিলোমিটার পিছনে টেনে নিয়ে যাচ্ছে ধর্মের রাজনীতি। ভেবে দেখার প্রয়োজন আছে বৈকি!

More Articles