বিজেপি না ইন্ডিয়া, দেশের রাশ শেষমেশ কার হাতে?

Lok Sabha Election Exit Poll: ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা ভোটের পরম্পরা মেনেই ২০২৪ লোকসভা ভোটেও যে ফের ক্ষমতায় ফিরতে চলেছে এনডিএ, সেই ভবিষ্যদ্বাণী করছে বুথফেরত অধিকাংশ সমীক্ষাই।

দেশের আঠেরোতম লোকসভা ভোট শেষ। এখন অপেক্ষা ফলাফলের। আগামী ৪ জুন ভোটের রেজাল্ট। কার হাতে থাকবে দেশ শাসনের ভার? আপাতত সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। ভোট এবং ভোটের ফলাফল, এই দু'য়ের মাঝে যা পড়ে থাকে, তা হল এক্সিট পোল। গত ১ জুন, শনিবার শেষ হয়েছে দেশের সপ্তম দফার ভোট। প্রাকৃতিক দুর্যোগের ভ্রূকূটি সামলে মোটামুটি উতরে গিয়েছে লোকসভা ভোট। কী হতে চলেছে ২০২৪ সালের লোকসভা ভোটে? কী বলছে দেশের এক্সিট পোলগুলি?

ভোটের লড়াই শুরুর আগে থেকেই বিজেপি দাবি করেছিল, এই লোকসভা ভোটে চারশো আসন পেতে চলেছে বিজেপি। যত ভোট এগোতে থাকে, তত সেই দাবির তীব্রতা কমতে থাকে। লোকসভা ভোটের একাধিক জনসভা থেকে এবার সংখ্য়ালঘুদের বিরুদ্ধে ঘৃণাভাষণ দিতে দেখা গিয়েছে মোদিকে। সেই নিয়ে চর্চাও কম হয়নি। এবার বিজেপির সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল জোট ইন্ডিয়া। বিজেপিকে হারাতে এ বার একজোট হয়েছিল দেশের একাধিক অবিজেপি দল। সাত দফা ভোটের পর কোথায় দাঁড়িয়ে রয়েছে সেই জোট ইন্ডিয়া? কোথায়ই বা দাঁড়িয়ে রয়েছে বিজেপি।

আরও পড়ুন: ২৯২টিরও বেশি আসনে জিতছে জোট ‘ইন্ডিয়া’! কীসের ভিত্তিতে বলছেন খাড়্গে?

ভোট শুরুর আগেই ভোটকুশলী প্রশান্ত কিশোর বলেছিলেন, চারশো আসন সম্ভাবনা নেই বিজেপির। তবে গত বারের মতোই তিনশো বা তার চেয়ে সামান্য বেশি আসনে জিততে চলেছে বিজেপি। অবশেষে কি ফলতে চলেছে পিকের ভবিষ্যদ্বাণীই? তবে ভারতীয় গণতন্ত্রের ইতিহাস বলছে, বুথফেরত সমীক্ষার ইঙ্গিত যে সব সময় অক্ষরে অক্ষরে মিলে যায়, এমন নয়। এক্সিট পোল ভুল প্রমাণিত হওয়ার উদাহরণ রয়েছে ঝুড়ি ঝুড়িয। তা সত্ত্বেও ভোটফেরত সমীক্ষার যে আলাদা একটা আবেদন রয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। বিশেষজ্ঞদের অনেকে মনে করেন, এই ধরনের সমীক্ষার উপর নাকি ভোটারের মনের আভাস পাওয়ার সম্ভাবনা থাকে একটি। সে যাই হোক, ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা ভোটের পরম্পরা মেনেই ২০২৪ লোকসভা ভোটেও যে ফের ক্ষমতায় ফিরতে চলেছে এনডিএ, সেই ভবিষ্যদ্বাণী করছে বুথফেরত অধিকাংশ সমীক্ষাই।

মোদি বলেছেন, এবার লোকসভা ভোটে চারশো পেরোচ্ছে এনডিএ জোট। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া ও নিউজ় ২৪- টুডেজ় চাণক্যের বুথ ফেরত সমীক্ষায় কিন্তু দেখা যাচ্ছে, হেসেখেলেই চারশো পেরোচ্ছেন গেরুয়া শিবিরের জোট। তবে নিউজ সি ভোটার অবশ্য তেমনটা বলছে না। চারশো পারের কথা মোটেও বলছে না তারা। কিন্তু ৩৫৩-৩৮৩টি আসন নিয়ে যে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপিই, তা মনে করছে তারাও। নিউজ সি ভোটার বলছে, ইন্ডিয়া জোট পেতে চলেছে ১৫২ থেকে ১৮২টি ভোট। আর বাদবাকিরা পাবে ৪-১২টি আসন। নিউজ টুডেজ চাণক্য বলছেন, এনডিএ জোট পাচ্ছে ৪০০। ইন্ডিয়া পাচ্ছে ১০৭। অন্যরা পাবে ৩৬টি আসন। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া মনে করছে, এনডিএ পাচ্ছে ৩৬১-৪০১টি ভোট, ‘ইন্ডিয়া’জোট পাবে ১৩১-১৬৬টি ভোট। এবং অন্যেরা পাচ্ছে ৮-২০টি ভোট।

ইন্ডিয়া নিউজ ডি ডায়নমিক্সের সমীক্ষা বলছে, ৩৭১টি আসন পাবে বিজেপি। ইন্ডিয়া জোট পাচ্ছে ১৩৯-১৮৯টি ভোট, এবং অন্যান্যরা পেতে চলেছে ৪৭টি আসন। নিউজ নেশনের হিসেব বলছে, ৩৪২ থেকে ৩৭৮টি আসন পেতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ইন্ডিয়া পাবে ১২৫টি ভোট। অন্যান্যরা পাচ্ছে ২১-২৩টি ভোট। রিপাবলিক ভারত ম্যাট্রিজের বুথ ফেরত সমীক্ষা বলছে, এনডিএ পাচ্ছে ৩৬৮টি ভোট। ইন্ডিয়া জোট পাচ্ছে ১২৫টি এবং অন্যান্য পাচ্ছে ৫০টি ভোট। রিপাবলিক টিভি-পি মার্ক বলছে, বিজেপি পাচ্ছে ৩৫৯টি ভোট। ১৫৪টি আসন পাচ্ছে ইন্ডিয়া জোট এবং অন্যান্য়রা পাচ্ছে ৩০টি।

 

যদিও এসব সমীক্ষায় বিশ্বাস করছে না জোট ইন্ডিয়া। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে অবশ্য বলছেন, ২৯২টিরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে ইন্ডিয়া জোটই। সত্য়ি কি মিথ্যে হতে চলেছে তবে বুথ ফেরত সমীক্ষার হিসেব? কিন্তু এ তো গেল দেশের কথা। একই সঙ্গে বাংলার ফলাফলের উপরেও কিন্তু রয়েছে গোটা দেশের নজর। বাংলাতেও কি বাকি দেশের মতোই ফলাফল করতে চলেছে বিজেপি? নাকি সেখানে তৃণমূলকে টেক্কা দিতে হাবুডুবু খাবে গেরুয়া শিবির? ইন্ডিয়া জোটের সঙ্গে থাকলেও কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করতে রাজি হয়নি তৃণমূল। বরং এ রাজ্যে একা লড়ার নীতিই নিয়েছে তারা। এখনও পর্যন্ত বাংলার মাটিতে তেমন ভাবে দাঁত বসাতে পারেনি বিজেপি। ২০২৪ লোকসভা ভোটে কি সেই হিসেব নিকেশ পাল্টে যেতে চলেছে? কী বলছে এ রাজ্যের বুথ ফেরত সমীক্ষা?

২০২১ সালের বিধানসভা ভোটে কোনও বুথফেরত সমীক্ষাই মেলেনি এই বাংলায়। এই ভোটেও কি তেমন কিছুই হতে চলেছে? বাংলায় এই লোকসভা ভোটে বুথফেরত সমীক্ষা বলছে, সংখ্যাগরিষ্ঠ দল হতে চলেছে বিজেপি। সি-ভোটার ও এবিপি আনন্দের বুথ ফেরত সমীক্ষা তো অন্তত তেমনটাই বলছে। তাদের সমীক্ষা অনুযায়ী, রাজ্যে ৪২টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ২৩-২৭টি। তৃণমূল পেতে পারে ১৩-১৭টি আসন। বাম-কংগ্রেস জোট পেতে পারে ১-৩টি আসন। রিপাবলিক টিভি-পি মার্ক বলছে, বাংলায় বিজেপি পাচ্ছে ২২টি। তৃণমূল পাচ্ছে ২০টি ভোট। বাম-কংগ্রেস একটিও ভোট পাচ্ছে না তাদের সমীক্ষায়। রিপাবলিক টিভি ম্যাট্রিজের হিসেবে বাংলায় তৃণমূল পাচ্ছে ১৬-২০টি ভোট। বিজেপি পাচ্ছে ২১-২৫টি ভোট। বাম-কংগ্রেস পাচ্ছে বড়জোর ১টি আসন। টিভি নাইন অবশ্য এ রাজ্যে জিতছে তৃণমূলই। তারা পাচ্ছে ২৪টি আসন, বিজেপি পাচ্ছে ১৭টি আসন। বাম-কংগ্রেস পাচ্ছে একটি আসন। জন কি বাতের সমীক্ষা বলছে, তৃণমূল ১৬ থেকে ১৮টি আসন, বিজেপি পাচ্ছে ২১ থেকে ২৬টি আসন এবং বাম কংগ্রেস পাচ্ছে ০-১টি আসন। নিউজ নেশনের হিসেবে তৃণমূল ২২টি, বিজেপি ১৯টি এবং বাম-কংগ্রেস জোট পাচ্ছে ১টি ভোট। টুডেজ চাণক্য বলছে, তৃণমূল পাচ্ছে ১২-২২টি আসন। বিজেপি পাবে ১৯-২৯টি আসন। বাম-কংগ্রেস পাচ্ছে খুব বেশি হলে ২টি আসন।

আরও পড়ুন:বিজেপি হারলে শেয়ার বাজারে বিপুল পতন! কী করা উচিত এখন?

ভোটের আগেই সি ভোটারের জনমত সমীক্ষায় , বাংলায় এ বার বিজেপি ও তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলা হয়েছে। এমনকী আসনের নিরিখে দু'দলের আসনসংখ্যা হতে পারে একই। বাম-কংগ্রেসকে সে সময় ধর্তব্যেই রাখেনি সমীক্ষা। সেই সংস্থারই সমীক্ষা অবশ্য বুথ ফেরত সমীক্ষায় বলছে, বিজেপি টপকে যেতে পারে তৃণমূলকে। এমনকী বুথ ফেরত সমীক্ষায় বাম কংগ্রেসের অবস্থান মজবুত হবে বলেও ইঙ্গিত দিচ্ছে সমীক্ষা। তবে সত্যিই কি মিলবে এই সমীক্ষার ফলাফল। ইতিহাস অবশ্য ঢের ব্যতিক্রম দেখেছে এর। একাধিক সমীক্ষক সংস্থাই জানিয়েছে, রাজ্য স্তরে তাদের সমীক্ষার সঙ্গে বাস্তব ফলের ৩ শতাংশ এদিক ওদিক হওয়ার সম্ভাবনা রয়েছে। সত্যিই কী হতে চলেছে দেশের ১৮তম লোকসভা ভোটের ফলাফল, তা জানতে জানতে অবশ্য আগামী ৪ তারিখ। সেদিনই জানা যাবে, তৃতীয় বার ভোটে জিতে ক্ষমতায় আসবে বিজেপিই, নাকি নতুন জোটের হাতে গিয়ে পড়বে দেশ শাসনের ভার।

More Articles