গঙ্গাসাগরে ঢুকে পড়ল জোড়া বাঘ, হাত মেলানোর পাশাপাশি সেলফির বন্যা, ব্যাপারটা কী?

Two 'Tiger' men awareness in Gangasagar Mela : গঙ্গাসাগর মেলায় নাকি দুটো বাঘ ঘুরঘুর করছে! আবার সেলফিও উঠছে বাঘেদের সঙ্গে! ব্যাপারখানা কী?

কথায় বলে, ‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার!’ আর সেই বিখ্যাত গঙ্গাসাগর তীর্থের মেলায় ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করে দিয়েছেন পুণ্যার্থী, সাধুরা। মকর সংক্রান্তির পুণ্য লগ্নে গোটা ভারতের বিভিন্ন প্রান্ত তো বটেই; দেশের বাইরে থেকেও অনেকে এখানে উপস্থিত হন। কপিল মুনির আশ্রমে মাথা ঠেকান। কিন্তু এবছর সেই ভিড়ের মধ্যেই শোরগোল শোনা গেল। কেন? গঙ্গাসাগর মেলায় নাকি দুটো বাঘ ঘুরঘুর করছে!

ব্যাপার কী? সত্যিই নাকি? সুন্দরবনের কাছেই এই গঙ্গাসাগর ও কপিল মুনির আশ্রম। অনেক আগে এখানে ঘুরে বেড়াত রয়্যাল বেঙ্গল টাইগার। তারাই কি ‘মানুষের গন্ধ পেয়ে’ ফিরে এল? নাকি এসব গুজব? না, গুজব নয়। ওই তো ভিড়ের মধ্যে দেখা যাচ্ছে দুটো বাঘ। হলুদ শরীরে ডোরাকাটা দাগ, মুখ হাঁ করে এগিয়ে যাচ্ছে ভিড়ের দিকে। যে কোনও মানুষেরই গায়ের লোম খাঁড়া হয়ে যাবে এই দৃশ্য দেখলে। গঙ্গাসাগর মেলা থেকে পালিয়ে যাওয়াই হয়তো একমাত্র উপায় প্রাণ বাঁচানোর…

কিন্তু এ কি! ছোট ছোট বাচ্চারা ওই ‘বাঘ’ দেখে হাসছে! বড়দের মুখেও এক চিলতে হাসি খেলা করছে। অনেকে আবার এগিয়ে গিয়ে বাঘের সঙ্গে ‘হ্যান্ডশেক’ও করছেন! কেউ কেউ তো মোবাইল বের করে সেলফিও তুলছেন বাঘেদের সঙ্গে! ব্যাপারখানা কী?

গঙ্গাসাগর মেলায় গেলেই এখন এই সেলেব্রিটি বাঘেদের দেখা পাওয়া যাবে। একটি নয়, দুটি বাঘ চক্কর কাটছে মেলা চত্বর জুড়ে। ঠিক যেন ‘ছিনাথ বহুরূপী’! সেই যে শরৎচন্দ্রের গল্পপটি, যেখানে শ্রীনাথ নামের এক বহুরূপী পেটের টানে বাঘ সেজে এসে নিজেই বিপদে পড়ল। বাস্তবের ‘ছিনাথ বহুরূপী’রাই আপনাকে আমন্ত্রণ জানাবে গঙ্গাসাগর মেলায়। এই বাঘ গর্জন করে না, মানুষ খায় না। স্থানীয় দুই বাসিন্দাকে বাঘ সাজিয়ে এমন বিশেষ উদ্যোগ নিয়েছে দক্ষিণ ২৪ পরগণা জেলা বনবিভাগ। কিন্তু কেন?

ম্যানগ্রোভ বাঁচানোর আন্দোলন বহুদিন ধরেই পশ্চিমবঙ্গে চলছে। মূলত সুন্দরবনের এই বিশাল ম্যানগ্রোভ অরণ্যের জন্যই বারবার ঝড়, সাইক্লোনের প্রবল ক্ষতির হাত থেকে বেঁচে গিয়েছে কলকাতা সহ বাংলা। সেই ম্যানগ্রোভ না থাকলে মানুষ তো বিপদে পর্বেই; সেইসঙ্গে একটা বিরাট জৈব বাস্তুতন্ত্র ধুয়েমুছে সাফ হয়ে যাবে। যে বাস্তুতন্ত্রের অন্যতম প্রধান অংশ হল রয়্যাল বেঙ্গল টাইগার।

বাঘ নিধন অপরাধ, এই মর্মে গোটা দেশজুড়েই লাগাতার প্রচার চলছে। আগের থেকে বাঘের সংখ্যা বাড়লেও সেই সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন। ম্যানগ্রোভ না থাকলে এই বাঘ লোকালয়ে ঢুকে পড়বে। ফলে প্রাণ যাবে মানুষের, মারা যাবে বাঘও। সেজন্য জেলা বন বিভাগ থেকে বারবার বাঘ ও ম্যানগ্রোভ বাঁচানোর কথা বলা হচ্ছে। গঙ্গাসাগরের বাঘের বেশে এই দুই ‘ছিনাথ বহুরূপী’ও সেই পরিকল্পনারই অঙ্গ।

জেলার বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, এর উদ্দেশ্য মূলত দুটি। গঙ্গাসাগরের ম্যানগ্রোভ ইতিহাস মানুষকে জানানো, এবং ম্যানগ্রোভ ও বাঘ বাঁচানোর বার্তা দেওয়া। দুই বহুরূপীর বুকেও আটকানো থাকছে প্ল্যাকার্ড। তাতে লেখা, ‘Save Tiger Save Sundarban’। এই প্রচার কাজের জন্য গঙ্গাসাগর মেলার থেকে বড় উৎসব আর কি হতে পারে!

More Articles