আকাশ কালো করে মঙ্গলেও আসছে বৃষ্টি? যে সুখবর শোনাল হাওয়া অফিস
Weather Update in Kolkata: আলিপুর আবহাওয়া দফতরের ডিডিজিএম সোমনাথ দত্ত জানিয়েছেন, মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব-পশ্চিম বর্ধমান উত্তর ও দ...
দীর্ঘ তাপপ্রবাহের পর স্বস্তি মিলেছে শহরবাসীর। সোমবার ঝড়, বজ্রপাত এবং মুষলধারে বৃষ্টি নেমেছিল কলকাতা-সহ একাধিক এলাকায়। এই ঝড়-বৃষ্টির পূর্বাভাস যে একদিনের নয়, তা সপ্তাহের গোড়াতেই জানিয়ে দিয়েছিল আবহাওয়া দফতর। প্রায় গোটা সপ্তাহ ধরেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা ও কলকাতা ও শহরতলি-সহ একাধিক এলাকায়। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেই।
আলিপুর আবহাওয়া দফতরের ডিডিজিএম সোমনাথ দত্ত জানিয়েছেন, মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব-পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। সঙ্গে বয়ে যেতে পারে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ায়। ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। দক্ষিণবঙ্গের বাঁকুড়া এবং উত্তরবঙ্গের মালদা ও দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। বুধবার ও বৃহস্পতিবারএ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। সঙ্গে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া।
আরও পড়ুন: ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত! গরমের শাপ কাটিয়ে ভিজবে কলকাতাও?
হাওয়া অফিস সূত্রের খবর, বাংলাদেশ ও মধ্যপ্রদেশের কাছে ঘুর্ণাবর্ত রয়েছে। যা ওড়িশা থেকে রাজস্থান পর্যন্ত বিস্তৃত হয়েছে। এবং তার অক্ষরেখা গিয়েছে ছত্তীসগঢ় ও মধ্যপ্রদেশের উপর দিয়ে। এর ফলেই প্রচুর জলীয় বাষ্প এসে ঢুকছে রাজ্যে। যার ফলে বেশ কিছুদিন বাংলার মানুষ সূর্যের লাল চোখ থেকে রেহাই পাবে বলেই আশা করা যাচ্ছে।
দীর্ঘদিন টানা বঙ্গদেশে জ্বলেছে তাপপ্রবাহে। গরমের জ্বালায় কিছুদিনের জন্য বন্ধ করে দিতে হয় স্কুল। পঠনপাঠন চলেছে অনলাইনে। তবে অবশেষে সেই ফাঁড়া কাটিয়ে বৃষ্টির মুখ দেখেছে রাজ্য। মানুষের মুখে হাসি ফুটিয়ে সোমের সন্ধেতে নেমেছিল মরসুমের প্রথম কালবৈশাখী। সোমের পর মঙ্গলবারেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
এদিকে আবার শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করে আবহাওয়াবিদেরা। ভারী বৃষ্টির পূর্বাভাস নদীয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলাতে। বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে এবং উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হবে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও।
আরও পড়ুন:তাপপ্রবাহ, রাজ্য জুড়ে জারি হলুদ সতর্কতা! কেন এত বাড়ছে গরম?
ঘূর্ণাবর্তের কারণে আগামী ২৪ ঘন্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দফতর তরফে জানানো হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে আগামী কয়েকটা দিন। সমুদ্রের ভেতরে ৫৫ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া। এমনকী সমুদ্র উপকূলে জলোচ্ছ্বাস পর্যন্ত দেখা দিতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতর তরফে।