বাড়ি নেই, গাড়ি নেই! তবু কত টাকার সম্পত্তির মালিক রাহুল গান্ধি?

Rahul Gandhi Asset: রাহুল গান্ধি হলফনামায় জানিয়েছেন, প্রায় ৯.২৪ কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে তাঁর।

কেরলের ওয়ানাড়ের সাংসদ তিনি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই আসনটিই মুখরক্ষা করেছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধির। সেই ওয়ানাড় আসন থেকেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও প্রার্থী হচ্ছেন রাহুল। মনোনয়ন জমাও দিয়েছেন তিনি। সেই মনোনয়নেই তাঁর সম্পত্তির খতিয়ান পেশ করেছেন। কেরলের ওয়ানাড়ের লোকসভা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার হলফনামা অনুযায়ী ২০ কোটি টাকা মূল্যের সম্পত্তি রয়েছে তাঁর কিন্তু নিজের কোনও গাড়ি বা বাড়ি নেই।

রাহুল গান্ধি হলফনামায় জানিয়েছেন, প্রায় ৯.২৪ কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে তাঁর। এর মধ্যে রয়েছে নগদ ৫৫,০০০ টাকা, ব্যাঙ্কে আছে ২৬.২৫ লক্ষ টাকা, ৪.৩৩ কোটি টাকার বন্ড এবং শেয়ার, ৩.৮১ কোটি টাকার মিউচুয়াল ফান্ড, ১৫.২১ লক্ষ টাকার সোনার বন্ড এবং ৪.২০ লক্ষ টাকা মূল্যের গয়না।

কংগ্রেস নেতা রাহুল গান্ধি ১১.১৫ কোটি টাকার স্থাবর সম্পত্তির মালিক। এর মধ্যে রয়েছে দিল্লির মেহরাউলির কৃষি জমি। তবে এই জমির মালিক তিনি একা নন, তাঁর বোন তথা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরার সঙ্গে যৌথ মালিকানা রয়েছে তাঁর। গুরুগ্রামে একটি অফিসের জায়গাও রয়েছে তাঁর, যার মূল্য বর্তমানে ৯ কোটি টাকার বেশি। কৃষি জমি উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তি হিসেবে উল্লেখ করা হলেও অফিসটি উত্তরাধিকারে পাওয়া নয়।

আরও পড়ুন- ভোটে হারার ভয়েই কর সন্ত্রাস? ভয়াবহ অভিযোগ মোদি সরকারের বিরুদ্ধে

হলফনামায় রাহুল গান্ধি স্পষ্ট করে জানিয়েছেন পুলিশি কোন কোন মামলা তাঁর বিরুদ্ধে চলেছে বা চলছে। এর মধ্যে একটি পকসো মামলাও আছে। প্রোটেকশন অফ চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস বা পকসোর এই মামলাতে রাহুলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া পোস্টে ধর্ষণের শিকার শিশুর পরিবারের সদস্যদের পরিচয় প্রকাশ করার অভিযোগ রয়েছে।

রাহুল জানিয়েছেন, দিল্লি হাইকোর্টের নির্দেশ অনুসারে, এফআইআরটি মুখবন্ধ খামে আছে। ফলে "আমি এফআইআর-এর বিশদ বিবরণ সম্পর্কে অবগত নই। এফআইআর-এ আমাকে অভিযুক্ত করা হয়েছে কিনা সে বিষয়েও আমি সচেতন নই। তবে আমি প্রচুর সতর্ক হয়েই বিষয়টি উল্লেখ করছি," বলছেন রাহুল।

রাহুল গান্ধির বিরুদ্ধে অন্যান্য মামলাগুলির মধ্যে অধিকাংশই বিজেপি নেতাদের মানহানির অভিযোগে দায়ের করা। তিনি তাঁর হলফনামায় অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের সঙ্গে যুক্ত অপরাধমূলক ষড়যন্ত্র মামলার কথাও উল্লেখ করেছেন।

২৬ এপ্রিল কেরলের এই আসনে নির্বাচন রয়েছে। লোকসভা নির্বাচনের এই অন্যতম হাই-প্রোফাইল আসনে তিনি লড়বেন সিপিআই নেতা অ্যানি রাজা এবং রাজ্য বিজেপি প্রধান কে সুরেন্দ্রনের বিরুদ্ধে।

More Articles